ভালো লাগে পড়ন্ত বিকেল — দেবস্মিতা সাহা

দেবস্মিতা সাহা।
ছবি: ইসতিয়াক আহমদ

বাংলাবিদের দ্বিতীয় বর্ষে অংশ নিয়ে সেরা বাংলাবিদ হওয়ার খেতাব অর্জন করে চট্টগ্রামের দেবস্মিতা সাহা। বাংলাবিদ হলেও তার পছন্দের বিষয় গণিত। গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করে ২০১৮ সালে আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয় সে। স্কুল ম্যাগাজিন ও দেয়ালপত্রিকায় তার লেখা ছাপা হয়। হাতের সুন্দর লেখাতেও পায় পুরস্কার। ধারাবাহিক গল্প বলায়ও পারদর্শী সে। আর ভালোবাসে প্রচুর বই পড়তে।

স্কুলের কেবিনেট নির্বাচনে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে পরপর তিনবার জয়ী দেবস্মিতা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছে নিয়মিত।

পুরস্কারপ্রাপ্তি নয়, দেবস্মিতার কাছে অংশগ্রহণটাই বড়। তবে সে যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, সেটি থেকেই পুরস্কার নিয়ে জিতে আসে বেশির ভাগ সময়ই।

একনজরে দেবস্মিতার কিছু প্রাপ্তি...

  • গণিত অলিম্পিয়াডে আঞ্চলিক পর্যায়ে ২০১৪, ২০১৭ ও ২০১৮ সালে যথাক্রমে ১ম রানারআপ, ২য় রানারআপ এবং চ্যাম্পিয়ন।

  • ভাষা প্রতিযোগে ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালে আঞ্চলিক পর্যায়ে ১ম স্থান অর্জন।

  • শিক্ষাপ্রতিষ্ঠানে হাতের লেখা ও রচনা লেখা প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন।

  • সিসিপিসি কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন।

  • কবি নজরুল গোল্ড মেডেল বৃত্তিতে ২০১২ সালে দোলনচাঁপা এবং ২০১৩ সালে ঝিঙেফুল স্থান অর্জন।

  • বঙ্গবন্ধু মেধাবৃত্তিতে ২০১৫ ও ২০১৬ সালে ১ম স্থান অর্জন।

  • ‘আমার বাংলাদেশ’ গোল্ড মেডেল মেধাবৃত্তিতে ২০১১ সালে গোল্ড মেডেল লাভ।

দেবস্মিতার সাক্ষাৎকার

প্রশ্ন:

দেশের কোন প্রাকৃতিক জিনিসটি সবচেয়ে প্রিয়?

সমুদ্র।

প্রশ্ন:

যখন কাউকে বানান ভুল করতে দেখো, তখন কী করো?

ঠিক করে দিই।

প্রশ্ন:

তুমি সেরা বাংলাবিদ হওয়ায় পর অনেকে সেটাকে স্বাগত জানিয়েছে, আবার অনেকে অনেক ধরনের বিরূপ মন্তব্য করেছে। এ বিষয়ে কিছু বলতে চাও?

প্রথম দিকে খারাপ লেগেছিল। এরপর বুঝতে পারলাম আমার দিক থেকে আমি ঠিক আছি। কারও কোনো বিরূপ মন্তব্যে আমার কিছুই যায় আসে না। আর আমাদের সব সময় বিরূপ মন্তব্য বাদ দিয়ে ভালো মন্তব্যটাই গ্রহণ করা উচিত।

প্রশ্ন:

বাংলাবিদের মজার ঘটনা...

আমি আমার এক বান্ধবীর সঙ্গে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলছিলাম আর আমাদের আশপাশে যারা আছে, তারা না বুঝে আমাদের দিকে তাকিয়ে ছিল।

প্রশ্ন:

দিনের যে সময়টা ভালো লাগে...

পড়ন্ত বিকেল।

প্রশ্ন:

ইচ্ছে করে...

ঘুরে আসতে পারতাম যদি কাঞ্চনজঙ্ঘার চূড়া থেকে।

প্রশ্ন:

চুপি চুপি বলো কেউ জেনে যাবে...তোমার অজানা কথা কী?

রেগে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না।

প্রশ্ন:

তোমার জীবনের আদর্শ কে?

সত্যজিৎ রায়।

প্রশ্ন:

দেশের জন্য কিছু করার সুযোগ পেলে কী করবে?

সব শিশু যাতে পড়ালেখা করতে পারে, সেই চেষ্টা করব।

(কিশোর আলোর ডিসেম্বর ২০১৮ সংখ্যায় প্রকাশিত)