: বাবা, রাতের আকাশে এত তারা কি দুনিয়াজুড়েই থাকে?
: আচ্ছা, সব দেশেই কি এমন ঢেউ-খেলানো নদী আছে?
: রোদের মধ্য দিয়ে ঘুরতে চাই। এক মাথা থেকে আরেক মাথা!
চার বছর বয়সী ভ্লাদিমিরের মুখে এমন সব প্রশ্ন শুনে বাবা মিহাই বারবু বুঝতে পারলেন ছেলের আগ্রহটা খেলাধুলায় নয়; ঘোরাঘুরির প্রতি। গোটা পৃথিবী দেখার নেশা রয়েছে ভ্লাদিমিরের।
মিহাই আর ওয়ানা দম্পতির ছেলে এই ভ্লাদিমির। একদিন ছেলেকে কথা দিলেন দুজন, সময়-সুযোগ করে পুরো পৃথিবী ঘুরিয়ে দেখাবেন তাঁরা। আবদার মেটাতে কথার কথা নয়, একদম সত্যিই প্রতিশ্রুতি দিয়েছিলেন দুজন। আর সত্যিই তা-ই করে দেখালেন এই দম্পতি। ভ্লাদিমিরকে নিয়ে দুনিয়াটা ঘুরে দেখতে বের হয়েছিলেন তাঁরা। সঙ্গে ছিল তাঁদের প্রিয় ২০১৪ ইউরালরেনজার সাইডকার, যার নাম রেখেছেন ‘যাইর’। ২০১৫ সালের গ্রীষ্মে তাঁরা এই ভ্রমণ শুরু করেন। চার মাসব্যাপী এই ভ্রমণে তাঁরা ঘুরেছেন ইউরোপের ৪১টি দেশ। অর্থাৎ, ২৮ হাজার কিলোমিটার কিংবা আরেকটু হিসাব কষলে বলা যায়, ১৭ হাজার মাইল। ভাবা যায়?
এই ভ্রমণের অভিজ্ঞতা, ছবির সঙ্গে বর্ণনা করেছেন মিহাই। রোমানিয়ান এই পরিবারের অভিজ্ঞতার গল্প শুনে হইচই পড়ে গেছে গোটা দুনিয়ায়। কিছু অভিজ্ঞতার অংশীদার তুমিও হয়ে নাও তবে।