বেলুন থেকে বাতাস বেরিয়ে যায় কেন? কীভাবে?

প্রশ্ন: বেলুন থেকে বাতাস বেরিয়ে যায় কেন? কীভাবে?

উত্তর: অন্যান্য উপাদানের চেয়ে রাবার অনেক বেশি দৃঢ় বা অভেদ্য। কিন্তু খালি চোখে দেখা না গেলেও রাবারে অসংখ্য ছোট ছিদ্র থাকে। এই ছিদ্রের মধ্য দিয়ে স্বভাবতই বাতাস বেরিয়ে যেতে পারে। তবে এ গতি খুবই ধীর। তাই একটি ফোলানো বেলুনও আস্তে আস্তে চুপসে যেতে দেখা যায়।

অবশ্য বেলুন থেকে কিছু গ্যাস অন্যদের চেয়ে বেশ দ্রুত বেরিয়ে যেতে পারে। এই যেমন: হাইড্রোজেন আর হিলিয়াম। এই গ্যাস দুটির অণুগুলো খুবই ক্ষুদ্র। সে তুলনায় নাইট্রোজেন আর অক্সিজেন গ্যাসের অণুর আকার একটু বড়। তাই নাইট্রোজেন আর অক্সিজেনের চেয়ে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস বেলুন থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে। বলে রাখা ভালো, নাইট্রোজেন আর অক্সিজেনই হচ্ছে বাতাসের প্রধান দুটি গ্যাস।