জ্যাক আন্দ্রাকা, শ্রী বোস, ফোয়েবে চাই, মার্কো ক্যালাসান...নামগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছ, একেকজন একেক দেশের অধিবাসী। এই তালিকায় আছে মোট ৫০টি নাম। কারা এরা? এরা হলো বিশ্বের সবচেয়ে চৌকস কিশোর-তরুণের দল! ‘দ্য ওয়ার্ল্ডস ফিফটি স্মার্টেস্ট টিনএজারস’ শিরোনামে এই তালিকা প্রকাশ করেছে টিবিএস (দ্য বেস্ট স্কুলস) নামের একটি ওয়েবসাইট। এদের মধ্যে কেউ আবিষ্কারক, কেউ গণিতবিদ, কেউ শিল্পী। একেকজনের পরিচয় ভিন্ন হলেও একটা জায়গায় তাদের মধ্যে দারুণ মিল। তারা প্রত্যেকেই বিশ্বকে তাক লাগিয়ে দিতে প্রস্তুত। কারও অর্জনের তালিকাটা ইতিমধ্যেই লম্বা, কেউ দিচ্ছে বড় কিছু করার আভাস।
কীভাবে করা হলো এই বুদ্ধির বিচার? যেখানে আইজ্যাক নিউটন ছাত্র হিসেবে নড়বড়ে ছিলেন, উইনস্টন চার্চিল ক্লাস সিক্সে ‘ডাব্বা’ মেরেছেন, সেখানে একজন মানুষের বুদ্ধিমত্তা যাচাই কি এতই সহজ? কাজটা কঠিন মেনে নিয়েই টিবিএস জানাচ্ছে, নানা রকম পরীক্ষা-নিরীক্ষার পর তারা এই ৫০ জনের নাম লিপিবদ্ধ করতে পেরেছে।
ওয়েবসাইটটিতে ৫০টি নাম লেখা আছে বর্ণানুক্রমে। ১, ২, ৩ করে ৩১ নম্বর নামটাতে এসে নির্ঘাত চমকে যাবে তুমি! নূর মোহম্মদ শফিউল্লাহ, বয়স ১৭, নামের পাশেই লেখা আছে ‘বাংলাদেশ’! হ্যাঁ, বিশ্বের সেরা বুদ্ধিমান ৫০ কিশোরের তালিকায় আছে আমাদের নূর মোহম্মদ শফিউল্লাহর নাম। ঢাকা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র শফিউল্লাহর নাম কেমন করে এই তালিকায় চলে এল, জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলো তার সঙ্গে।
জানা গেল, শফিউল্লাহর ‘শক্তি’ হলো গণিত। গণিতের কঠিন কঠিন সমীকরণ যার কাছে ‘খেলাধুলা’র মতো, বিশ্বের সেরা ৫০ বুদ্ধিমান কিশোরের তালিকায় নাম থাকা নিয়ে তাকে খুব বেশি উচ্ছ্বসিত মনে হলো না! কথার ফাঁকে মনে মনে কী হিসাব কষছিল, কে জানে! ইতিমধ্যেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছে সে। ঘুরে এসেছে নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, কলম্বিয়া। আর্জেন্টিনায় জিতেছে ব্রোঞ্জপদকও। শফিউল্লাহ বলছিল, ‘বিলিয়ন ডট ওআরজি নামে একটা ওয়েবসাইট আছে। সেখানে প্রতিদিন বিভিন্ন গাণিতিক সমস্যা দেওয়া হয়। যারা সেগুলোর সমাধান করে, তাদের র্যাঙ্কিংয়ে ওপরের দিকে ছিল আমার নাম। এই ওয়েবসাইটের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করেছিল বিজনেস ইনসাইডার নামের আরেকটি ওয়েবসাইট। তাদের তৈরি সেরা ১০ বুদ্ধিমান কিশোরের তালিকায় আমার নাম প্রকাশ করেছিল। বিজনেস ইনসাইডারের মাধ্যমেই আমার খোঁজ পেয়েছে টিবিএস।’
স্কুলের গণিতের শিক্ষক যেখানে অনেক শিশু-কিশোরেরই দুঃস্বপ্নে হানা দেন, সেখানে শফিউল্লাহর কীভাবে গণিতের সঙ্গে ভালোবাসা হয়ে গেল? প্রশ্ন শুনে তার মুখে হাসি। ‘গণিত তো শুধু পাঠ্যবইয়ের জিনিস না। আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিদিনই গণিতের কাজ করতে হয়। এর মধ্যে ভয়ের কিছু নেই।’ শফিউল্লাহ এখন আগামী বছরের গণিত অলিম্পিয়াডের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি জানাল, সে বিলেতে উচ্চশিক্ষা নিয়ে দেশের জন্য কিছু করতে চায়।
দি বেস্ট স্কুলের ওয়েব ঠিকানায় ঢুঁ মারলেই জানতে পারবে বিশ্বের সেরা ৫০ বুদ্ধিমান কিশোরের আদ্যোপান্ত। শফিউল্লাহ ছাড়াও বাকি যাদের নাম রয়েছে তালিকায়, প্রত্যেকের গল্পই তোমাকে মুগ্ধ করবে নিশ্চিত! তবে সবচেয়ে অবাক করবে সম্ভবত ব্রায়ান, মাইকেল আর অ্যান্থনি—তিন ভাইবোন। তালিকায় যে তিনজনেরই নাম আছে! সিঙ্গাপুরের এই তিন মেধাবীর ও-লেভেল পরীক্ষার ফল তাক লাগানোর মতো। বিষয়ভিত্তিক গ্রেডের তালিকায় ‘এ’ ছাড়া আর কিছু খুঁজে পাবে না! তিনজনই স্বাভাবিকের চেয়ে কম বয়সে ও-লেভেল অতিক্রম করেছে।
এ ছাড়া জানতে পারো যুক্তরাষ্ট্রের অ্যাকিলে টেঙ্কিয়াং সম্পর্কে। সে তো পুঁচকে বয়সেই রীতিমতো বিজ্ঞানী হয়ে গেছে। বাবার গ্যারেজের যন্ত্রপাতি দিয়ে খেলাচ্ছলে বানিয়ে ফেলেছে এমন এক যন্ত্র, যা দিয়ে কাদা থেকে বিদ্যুৎ তৈরি হয়! আরও মজার আর মেধাবী সব চরিত্রের পরিচয় পাবে বিশ্বের সেরা ৫০ বুদ্ধিমান কিশোরের নামের তালিকায়। তাদের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে একটা কিছু ‘ঘটিয়ে’ ফেলতে পারো তুমিও! কে জানে, এমন কোনো তালিকায় হয়তো তোমার নামও এসে যাবে!