বাঘ কেন ঘাস খায়?

রক্ত-মাংসই বাঘের মূল খাবার। তবে মাঝেমধ্যে ওরা ঘাসও খায়। অবশ্য গরু-ছাগলের মতো শুধু ঘাস খেয়ে ওরা বাঁচতে পারে না। হজমের সুবিধা এবং খাদ্যে প্রয়োজনীয় আঁশের জন্য বাঘ ঘাস খায়। হরিণ, গরু-মহিষ প্রভৃতি প্রাণী বাঘের প্রধান খাদ্য। এসব প্রাণীর পেটে থাকে সদ্য খাওয়া কিছু ঘাস ও লতাপাতা। সুতরাং এসব পশু খেলেই ওদের সবজির চাহিদা মেটে। কিন্তু তার পরও বাঘকে ঘাস চিবুতে দেখা যায়। সাধারণত পেট খারাপ হলে বাঘ ঘাস খায়। এটা তাদের প্রাকৃতিক ওষুধ।