পৃথিবীর সবচেয়ে বড় ঘণ্টার কথা অনেকেরই হয়তো শোনা আছে। এ ঘণ্টাটি রাশিয়ার রাজধানী মস্কো শহরে অবস্থিত। কিন্তু ধারণাই করতে পারবে না, ঘণ্টাটা কত বড়! মস্কোর এই বিখ্যাত ঘণ্টার মধ্যে ৪০ জন মানুষ অনায়াসে এঁটে যাবে। এখন কি বুঝতে পারছ এ ঘণ্টা কত্ত বড়? মস্কোর এ ঘণ্টার উচ্চতা ২০ ফুট। আর ওজন দুই লাখ ৩৩ হাজার কেজি।
১৭৩৩ সালে ঘণ্টাটি তৈরি করা হয়েছিল। কিন্তু আফসোস, ঘণ্টাটিকে ঝোলানো হয়নি। এমনকি একবার বাজানোও হয়নি। কারণ, তৈরির সময় ঘণ্টায় এক ফাটল দেখা যায় এবং একটা অংশ ভেঙেও যায়। তাই ঘণ্টাটি ঝোলানোর সাহস পায়নি নির্মাতারা। কিন্তু তার পরও বিশ্বের সবচেয়ে বড় ঘণ্টার সম্মান জুটেছে মস্কোর ঘণ্টার। প্রতিদিন হাজারো মানুষ এ বিস্ময়কর সৃষ্টি দেখতে ভিড় জমায় মস্কোর ঐতিহাসিক রেড স্কয়ার প্রাঙ্গণে। কারণ, বিগত প্রায় তিন শতাব্দী ধরে রেড স্কয়ারেই রাখা আছে বিশ্বের সবচেয়ে বড় ঘণ্টাটি।