পাথুরে বন

বন তো হয় গাছের, পাথুরে বন এল কোত্থেকে! হ্যাঁ, এমনই বন আছে চীনে। চীনের ইউনান প্রদেশে অবস্থিত এই বনের নাম সিলিন। পৃথিবীর বৃহত্তম স্টোন ফরেস্ট এটি। রাজধানী বেইজিং থেকে ৮৫ কিলোমিটার দূরে অবস্থিত এই বন সিলিন একটি জাতীয় উদ্যান। অদ্ভুতুড়ে সুন্দর দেখতে এ বনে সবুজ গাছগাছালির সঙ্গে রয়েছে অবিকল শাখা-প্রশাখাহীন গাছের মতো দেখতে হাজার হাজার পাথর। প্রাচীনকালে উইলো নামের এক ভদ্রলোক ৩৫০ বর্গমিটার আয়তনের এ বন তৈরি করেন। সাত ভাগে বিভক্ত এ বনের একেক ভাগে একেক রকম পাথর রয়েছে। হাজার হাজার বছর ধরে বনটি এভাবেই রয়েছে। এ বন তৈরি করতে ২৫ থেকে ৩০ বছর সময় নেন উইলো। প্রতিদিন চীন ও তার বাইরের নানা দেশ থেকে হাজার হাজার দর্শনার্থী এ বন দেখতে আসেন, যা থেকে চীন সরকারের আয় হয় কয়েক লাখ মার্কিন ডলার।

(কিশোর আলোর অক্টোবর ২০১৪ সংখ্যায় প্রকাশিত)