নিজের বাসাবাড়ি নিয়ে একবার ভীষণ তর্কে নেমেছিল দুটি পাখি। তর্কের বিষয়—কার বাসা সেরা। বাবুই আর চড়ুই পাখির সে তর্কের কথা কে না জানে। কিন্তু পাখির বাসা নিয়ে কখনো প্রতিযোগিতার আয়োজন করা হলে নিঃসন্দেহে সেরা পুরস্কারটি ছিনিয়ে নেবে বাবুই পাখিই। অবশ্য অন্য পাখিদের বাসাও হেলাফেলা করার মতো নয়। কারণ, প্রত্যেকটি পাখিই খুব যত্নে নিপুণভাবে বাসা বোনে। এই বাসাতেই তারা বসবাস করে, ডিম পাড়ে। একসময় ডিম ফুটে হয় ছানা। ছানারা উড়তে শিখে বাসা ফেলে চলে যায়। উড়ে যায় বাবা-মা পাখিও। একেক পাখির বাসা দেখতে একেক রকম। কোনোটা ইয়া বড়। কোনোটা ছোট্ট বাটির সমান। কোনোটা সাজানো-গোছানো আর আরামদায়কও। কোনোটা একেবারেই এলোমেলো। বাকিটা নিজেই দেখে নাও নিচের ছবিগুলোতে।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০