পাখির পথচিহ্ন

জীবনানন্দ দাশের সোনালি ডানার চিল বা তোমার বারান্দার গ্রিলে বসা ছোট্ট চড়ুই ঠিক কীভাবে ওড়ে? সোজা ওড়ে, নাকি আঁকাবাঁকা পথে? নাকি চক্রাকারে? খালি চোখে আমাদের কাছে তা দৃশ্যমান হয় না। কিন্তু কেমন হতো যদি পাখিরা তাদের চলার পথের চিহ্ন রেখে যেত? প্রশ্নটি দীর্ঘদিন ভাবিয়েছে বার্সেলোনার আলোকচিত্রী জাভি বোকে। তিনি চিন্তা করলেন, সাপ যেখান দিয়ে যায়, সেখানে যেমন মাটিতে সর্পিল দাগ থেকে যায়, তেমনি উড়ন্ত পাখির গতিপথ দৃশ্যমান হলেও নিশ্চয় অদ্ভুত কিছু গতিরেখা পাওয়া যাবে। এ চিন্তা থেকেই অদৃশ্য গতিপথকে কীভাবে দৃশ্যমান করা যায়, তা নিয়ে পাঁচ বছর গবেষণা করলেন জাভি বো। গবেষণার শুরুতেই তিনি ঠিক করলেন, শুধু দেখে বেড়ানোর দিন শেষ। প্রকৃতিবিদদের মতো এবার প্রকৃতিকে দেখে বোঝার পালা। ফটোগ্রাফির ঠিক কোন কৌশলের মাধ্যমে আপাতদৃষ্টিতে অদৃশ্য পথকে দৃশ্যমান করা যাবে, তা নিয়ে ভাবনা শুরু করলেন তিনি। গবেষণা করতে করতে জানতে পারলেন পাখিদের গতিপথ সম্পর্কে দুর্দান্ত কিছু তথ্য।

১ / ৫
জলাভূমি অঞ্চলের আকাশে সর্পিলাকারে ঘুরে বেড়ায় পশ্চিমা মার্শ হ্যারিয়ার।
২ / ৫
৩ / ৫
স্টার্টলিং পাখি দল বেঁধে ঘুরে বেড়ায়, বিশেষ করে শহর ও কৃষি অঞ্চলে, যেখানে প্রচুর খাবার পাওয়া যায়। (আরবেকা, স্পেন)
৪ / ৫
স্পেনের উত্তরে ইবরো নদীর ব-দ্বীপের ভূমধ্যসাগরীয় তীরে ফ্লামিঙ্গো পাখি এভাবে ছায়াপথের মতো দাঁড়িয়ে থাকে, কিন্তু ইউরোপিয়ান হেরিং মাথার ওপর এভাবে ঘুরে বেড়ায়।
৫ / ৫

বো কাজ শুরু করেছিলেন একটি ভিডিও ক্যামেরা নিয়ে, যেখান থেকে হাই রেজল্যুশন ছবি তুলে গতিপথ চিহ্নিত করে। প্রক্রিয়াটি খানিকটা ফিল্ম ডেভেলপ করার মতো হলেও এ কাজে আগে থেকে ফলাফল অনুমান করা যায় না, অর্থাৎ ঠিক বোঝা যায় না যথাযথভাবে পুরো গতিপথটি ছবিতে ধরা গেল কি না। বোর ধারণা, পাখির দৃশ্যমান গতিপথের ছবি তৈরির পুরো প্রক্রিয়াটির এক জাদুকরি মুহূর্ত হয় তখন, যখন আশানুরূপভাবে ছবিটি ফুটে ওঠে। তিনি অদ্ভুত কিন্তু চমত্কার এই প্রজেক্টের নাম দিয়েছেন অর্নিটোগ্রাফিয়াস।

সূত্র: ন্যাটজিও