পূর্ণিমার চাঁদ নিয়ে ভূরি ভূরি ছড়া-কবিতা-গান লেখা হলেও দিনের চাঁদ নিয়ে কারও কোনো আগ্রহ দেখা যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে দিনের বেলা চাঁদ দেখা যায় কেন?
এ উত্তর দেওয়ার আগে বলি, দিনের বেশির ভাগ সময় চাঁদ দেখা যায় না কেন। আসলে পৃথিবীর যেদিকে দিন, তার উল্টো পাশে চাঁদ থাকলে চাঁদ দেখা যাবে না। আবার পৃথিবীর যেদিকে দিন, সেদিকেও চাঁদ থাকলে তা দেখা যাবে না। কারণ, দিনের আলোর চেয়ে তা অনুজ্জ্বল থাকে। কিন্তু পৃথিবীর সঙ্গে চাঁদ মাঝেমধ্যে বিশেষ একটি কৌণিক অবস্থানে চলে আসে ও আকাশের চেয়ে উজ্জ্বল হয়। সে সময় দিনেও চাঁদ দেখা যায়।
চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্যের আলো চাঁদে প্রতিফলিত হওয়ার কারণেই আমরা চাঁদ দেখতে পাই। তবে দিনের বেলায় চাঁদ দেখতে চাইলে এই প্রতিফলনটা অবশ্যই দিনের আলোর চেয়েও উজ্জ্বল হতে হবে। নইলে চাঁদ দেখা যাবে না। ঠিক এ কারণেই আকাশভরা তারা থাকলেও তা দিনের বেলায় আমরা দেখতে পাই না।