জাতীয় কাক সম্মেলন!

লেখা: আদনান মুকিত | ছবি: জহুরুল এজাজ

বিভিন্ন জাতীয় ইস্যু পেলেই সম্মেলন, সমাবেশ করি আমরা। তাই বলে যে শুধু মানুষই সম্মেলন করবে, এমন কোনো কথা নেই। কাকপক্ষীদেরও নানা ধরনের ইস্যু আছে। তাই তারাও এক হয়ে সম্মেলন করার অধিকার রাখে। অন্তত এ ছবিটা দেখে তাই মনে হচ্ছে। তবে তাদের মূল আলোচ্য বিষয়টা কী, তা বোঝা যাচ্ছে না। হতে পারে ‘ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক ট্রান্সমিটার এবং আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক সম্মেলনে এক হয়েছে একঝাঁক তরুণ উদীয়মান কাক। কিংবা কে জানে, তারা হয়তো ভেজালমুক্ত খাদ্যের দাবিতে মৌন সমাবেশ করছে। সমাবেশটা রয়্যালটির দাবিতেও হতে পারে। প্রচুর আলোকচিত্রী সুযোগ পেলেই ক্যামেরায় কাকদের ছবি তোলে। পায় কত বড় বড় পুরস্কার। বিনিময়ে কাকেরা কী পায়? কিছুই না। এমনকি ছবি তোলার আগে একবার অনুমতি নেওয়ারও প্রয়োজন বোধ করে না কেউ। কত দিন আর এসব সহ্য করা যায়? তাই হয়তো তাদের একটা দাবি—এখন থেকে অনুমতি ছাড়া ছবি তোলা যাবে না। সম্মেলনে কা কা করে তারা এই দাবি পৌঁছে দিতে চাচ্ছে আলোকচিত্রীদের কানে। আরও একটা ব্যাপার হতে পারে, এই কাকগুলো হয়তো কিছুই করছে না। তারা হয়তো একে অপরকে বলছে, আয়, সবাই মিলে চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকি। দেখবি, আমরা এখানে কী করছি তা নিয়ে মানুষগুলো গবেষণা শুরু করবে। মনে হচ্ছে কাকগুলো সফলই হয়েছে।