গোয়েন্দা গল্পের প্রথম প্রকাশ

‘দ্য মার্ডারস ইন দ্য রু মর্গ’ এই ছিল প্রথম প্রকাশিত গোয়েন্দা গল্পের নাম। লিখেছিলেন বিখ্যাত মার্কিন লেখক এডগার অ্যালেন পো। ১৮৪১ সালের ২০ এপ্রিল গল্পটি প্রকাশিত হয়েছিল গ্রাহাম’স লেডি’স অ্যান্ড জেন্টলম্যান’স ম্যাগাজিনে। তার পর থেকে সাহিত্যের নতুন এই ধারায় অনেক লেখকের পদচারণ শুরু। ১৮৬৮ সালে প্রথম গোয়েন্দা উপন্যাস প্রকাশ করেন ইংরেজ ঔপন্যাসিক উইলকি কলিনস। উপন্যাসটির নাম ছিল দ্য মুনস্টোন। আর স্যার আর্থার কনান ডয়েলের সৃষ্ট শার্লক হোমস-এর প্রথম আবির্ভাব ১৮৮৭ সালে অ্যা স্টাডি ইন স্কারলেট উপন্যাসের মাধ্যমে। অনেকের মতে, ১৮৯২ সালে প্রকাশিত প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগার দপ্তর বইটিই বাংলা সাহিত্যের প্রথম গোয়েন্দাসাহিত্য। আর ধারণা করা হয়, বাংলায় প্রথম মৌলিক গোয়েন্দাকাহিনি লিখেছিলেন পাঁচকড়ি দে। তবে সাফল্য ও জনপ্রিয়তার বিচারে বাংলা ভাষার গোয়েন্দাকাহিনি লেখকদের মধ্যে সত্যজিৎ রায়ই এগিয়ে থাকবেন নিঃসন্দেহে।