কত্ত কত্ত গেমস!

অ্যাংরি বার্ডস খেলা যায় মুঠোফোন, কম্পিউটার—সবখানে
অ্যাংরি বার্ডস খেলা যায় মুঠোফোন, কম্পিউটার—সবখানে

গেমস কে না খেলে? তবে বর্তমানে কম্পিউটারে গেমস খেলাটা শুধু নির্দিষ্ট একটি গণ্ডির মধ্যেই নয়, বরং ছড়িয়ে আছে নানাভাবে। স্মার্টফোন কিংবা কম্পিউটারের মধ্যে জনপ্রিয়তা পাওয়া অন্যতম একটি গেমস অ্যাংরি বার্ডস। রোভিও এন্টারটেইনমেন্টের তৈরি গেমসটি ২০০৯ সালে প্রথম অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমের জন্য তৈরি হয়। সে সময়ই অ্যাপলের অ্যাপ স্টোর থেকে গেমসটি এক কোটি ২০ লাখ কপি বিক্রি হয়! গেমসটিতে মূলত পাখির মাধ্যমে দুষ্ট শূকরদের মারতে হয়। দারুণ জনপ্রিয়তা পাওয়া গেমসটি বর্তমানে সব ধরনের প্ল্যাটফর্মেই খেলা যায়। শুরুতেই গেমসটি কিন্তু জনপ্রিয় হয়ে ওঠেনি। কয়েক পর্যায় শেষে যখন গেমসটি পূর্ণাঙ্গতা পায়, তখনই বাজার মাতায় এটি। তুমুল জনপ্রিয়তা থাকায় গেমসটির আদলে সত্যিকারের পার্ক গড়ে উঠেছে ফিনল্যান্ডে। এ ছাড়া অ্যাংরি বার্ড থিম পার্ক হবে মালয়েশিয়ায় এবং ২০১৬ সালে তোমরা অ্যাংরি বার্ডসকে দেখতে পাবে অ্যানিমেশন সিনেমায়! গেমসটি বিনা মূল্যে কয়েক ধাপ পর্যন্ত খেলা যায়। পরবর্তী ধাপে খেলতে গেলে অর্থের বিনিময়ে খেলতে হবে। এ নিয়ে আরও জানতে পারবে www.angrybirds.com  ঠিকানায়।

ফুটবল খেলায় যাদের আগ্রহ, তাদের জন্য ফিফা
ফুটবল খেলায় যাদের আগ্রহ, তাদের জন্য ফিফা

বিশ্বখ্যাত গেমস নির্মাতা প্রতিষ্ঠান ইলেকট্রনিক আর্ট স্পোর্টসের অন্যতম সেরা গেমস হচ্ছে ফিফা। ১৯৯৩ সালে প্রথম ফিফা ইন্টারন্যাশনাল সকার নামে এ গেমস চালু হয়। বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়দের আদলে এমনভাবে গেমসটি তৈরি করা হয়েছে, যেখানে তুমিও তোমার পছন্দের দেশের হয়ে অন্য দেশের সঙ্গে গেমসটি খেলতে পারবে। বিভিন্ন প্লাটফর্মে খেলা যায় গেমসটি এবং প্রতিবছরের নাম অনুযায়ী গেমসটির হালনাগাদ প্রকাশিত হয়। ফিফা ৯৫ থেকে শুরু করে গত মাসে ফিফা ১৪ বাজারে এসেছে। মজার বিষয় হচ্ছে, গেমসটি ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের (ফিফা) অনুমোদনপ্রাপ্ত গেমস। অর্থাৎ ফিফা আয়োজিত বিভিন্ন সত্যিকারের খেলাগুলোও এ গেমসে যুক্ত হয়েছে। চাইলে তোমার পছন্দের লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, ফিফা প্রভৃতি সম্পর্কে আরও জানতে পারবে www.easports.com/uk/fifa/products  ঠিকানায়

টেম্পল রান
টেম্পল রান

২০১১ সালে আইওএস অপারেটিং সিস্টেমের জন্য তৈরি হয় টেম্পল রান গেমসটি। পরবর্তী সময়ে অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্যও চালু এ গেমস। ইমানজি স্টুডিওর তৈরি গেমসটি গত বছর অ্যান্ড্রয়েডের জন্য চালুর পর মাত্র তিন দিনেই ১০ লাখবার ডাউনলোড হয়। কঠিন পথ দিয়ে দৌড়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য গেমসটিতে পথে পথে রয়েছে পয়েন্ট অর্জনের সুযোগ।

ফার্ম ভিল
ফার্ম ভিল


ফেসবুক গেমের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে আছে ফার্মভিল। গেমস নির্মাতা প্রতিষ্ঠান জিঙ্গার তৈরি ফার্মভিল গেমসটি ২০০৯ সালের জুনে চালু হওয়ার পর মাত্র তিন সপ্তাহে নিয়মিত গেমসটি খেলেন এমন ব্যবহারকারীর সংখ্যা এক কোটি ছাড়িয়ে যায়। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত গেমসটির নিয়মিত খেলোয়াড়ের সংখ্যা ২৬ কোটি পাঁচ লাখ! কি, অবাক হচ্ছ? একটি নির্দিষ্ট জমিতে নিজের পছন্দ অনুযায়ী ফসল উৎপাদনের দারুণ সব প্রক্রিয়ার মাধ্যমে এ খেলা খেলতে হয়। আর এভাবেই জনপ্রিয়তার শীর্ষে উঠে যায় গেমসটি। এ সম্পর্কে আরও জানতে পারবে www.facebook.com/FarmVille  ঠিকানা থেকে। একই রকমের আরেকটি গেমস রয়েছে, যার নাম সিম সিটি। তুমি চাইলে সেটিও খেলতে পারো

নিনজা জাম্পে রয়েছে দৌড় ও লাফালাফির কারবার
নিনজা জাম্পে রয়েছে দৌড় ও লাফালাফির কারবার

তোমাদের অনেকের প্রিয় একটি চরিত্র নিনজা; কালো পোশাকে, চোখে লাল ফিতা এবং হাতে বড় তলোয়ার নিয়ে যে শক্রর সঙ্গে যুদ্ধ করে। নিনজা জাম্প গেমসটিতে তোমার প্রিয় নিনজাকে নিয়েই তুমি খেলতে পারবে। প্রয়োজন অনুসারে জাম্প দিয়ে শত্রুর মোকাবিলা করে এগিয়ে যেতে হবে তোমাকে। মুঠোফোন গেমস তৈরির প্রতিষ্ঠান ব্যাকফ্লিপ স্টুডিওর এ গেমসটিতে তোমার নিনজাকে নানা বাধা-বিপত্তি পার করে ওপরে উঠতে হবে। আর পথে পথে চলতে থাকবে যুদ্ধ আর বেঁচে থাকার চেষ্টা।

অপরাধী ধরতে খেলা যেতে পারে ক্রিমিনাল কেস
অপরাধী ধরতে খেলা যেতে পারে ক্রিমিনাল কেস

তোমরা যারা গোয়েন্দা বই পড়ো বা সিনেমা দেখতে পছন্দ করো, তারা ক্রিমিনাল কেস গেমসটি খেলতে পারো। ফেসবুকে অপরাধীদের ধরার জন্য এ গেমসটি খেলে নিজের দক্ষতা কাজে লাগাতে পারো। অপরাধীর রেখে যাওয়া সূত্র অনুসারে খুঁজে নিতে পারো অপরাধীকে। এমন মজার বিষয় নিয়ে গেমসটি চালু হয় গত বছর। ফেসবুকে (http://apps.facebook.com/criminalcase) অ্যাপসটি ডাউনলোড করেই গেমসটি খেলতে পারবে।

গেমসেও জনপ্রিয় হ্যারি পটার
গেমসেও জনপ্রিয় হ্যারি পটার


তোমাদের প্রিয় জে কে রাওলিংয়ের ‘হ্যারি পটার’ নিয়েও রয়েছে গেমস। এ সিরিজের গেমসগুলোয় যুক্ত হয়ে যেতে পারো সেই রাজ্যে, যেখানে তুমিও হতে পারো একজন সদস্য! অ্যাকশনধর্মী এ গেমসটি বিভিন্ন প্লাটফর্মেই খেলা যায়। তো আর দেরি কেন? শুরু করো আর যুক্ত হয়ে যাও গেমসের দুনিয়ায়।