মাত্র এক অক্ষরের দুটি শব্দ ‘কি’ আর ‘কী’। এই শব্দ দুটো আমরা অহরহই ব্যবহার করি কিন্তু অনেকেই জানি না শব্দ দুটো একেবারে আলাদা। সামান্য ই-কার আর ঈ-কারের ভেলকিতে শব্দার্থের যে কতটা পরিবর্তন ঘটতে পারে, তা না জানা থাকলে বোঝা সম্ভব নয়। যেসব প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে দেওয়া যায়, সেসব প্রশ্নে ‘কি’ ব্যবহৃত হবে। আর যেসব প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ বা ‘না’ দ্বারা দেওয়া যায় না, সেসব ক্ষেত্রে ‘কী’ ব্যবহৃত হবে। নিচের কিছু উদাহরণ দেখলে আশাকরি বিষয়টি পরিস্কার হবে—
ক.
১. তুমি কি খাবে? তুমি না খেলে খাবারটা ভিখিরিকে দিয়ে দেব।
২. তুমি কী খাবে? ভাত, না রুটি?
খ.
১. তোমার বাবার নাম কি ফরহাদ?
২. তোমার বাবার নাম কী? ফরহাদ, না ফয়সাল?
গ.
১. তুমি কি চাও আমি তোমাকে শাড়ি কিনে দিই?
২. তুমি কী চাও? শাড়ি, না কামিজ?
ঘ.
১. কিছু ফেলে গেলেন কি?
২. কী ফেলে গেলেন?
ঙ.
১. দ্রব্যমূল্য যে বাড়ল, এর কি কোনো যৌক্তিক কারণ আছে?
২. কী কারণে দ্রব্যমূল্য বাড়ল?
চ.
১. তুমি কি গান গাও? না নাচো?
২. তুমি কী গান গাও? ভাটিয়ালি, না ভাওয়াইয়া?
এখানে ক থেকে চ পর্যন্ত যে ছয় জোড়া উদাহরণ দিলাম, লক্ষ করলে দেখবে, প্রতি জোড়ার প্রথম প্রশ্নটার জবাব ‘হ্যাঁ’ বা ‘না’ দ্বারা দেওয়া যায় (তাই ‘কি’ ব্যবহৃত হয়েছে) এবং দ্বিতীয় প্রশ্নটার জবাব ‘হ্যাঁ’ বা ‘না’ দ্বারা দেওয়া যায় না (তাই ‘কি’-এর পরিবর্তে ‘কী’ ব্যবহৃত হয়েছে)। এবার কিছু প্রচলিত কথাবার্তার মাধ্যমে উদাহরণ দিই—
কি:
১. তুমি কি কেবলই ছবি?
২. তুমি কি সেই আগের মতোই আছ?
৩. সখী, ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়?
৪. আমার ছোট তরি; বলো, যাবে কি?
৫. আমি যা দেখি, তুমি কি তা দ্যাখো?
কী:
১. কী করি আজ ভেবে না পাই!
২. পাগলে কী না বলে, ছাগলে কী না খায়!
৩. কী গান শোনাব, ওগো বন্ধু?
৪. কী এমন দুঃখ তোমার?
৫. তোমায় দেওয়ার মতো কীই-বা আছে আমার!
আরেকটা কথা, বিস্ময়সূচক বাক্যে বিশেষণ কিংবা ক্রিয়াবিশেষণ হিসেবে ব্যবহৃত হলে ‘কী’ লিখতে হবে। যেমন—
১. সে কী, দাদা! অর্ধেকটা ডিমের পুরোটাই খেয়ে ফেললেন!
২. আহা! কী যে ভালো লাগল!
৩. সময় কী দ্রুতই না কেটে যায়!
৪. মুস্তাফিজ রোহিত শর্মাকে কী নাকানিচুবানিটাই না খাওয়ালেন!
৫. এ কী! হচ্ছেটা কী!
৬. কী ঘুমটাই না ঘুমালাম! কী শান্তি!
তবে বাক্যে অব্যয় পদ হিসেবে ব্যবহৃত হলে ‘কি’ লিখতে হবে। যেমন:
১. কি ব্যাটিং, কি বোলিং—সাকিব দুটোতেই বিশ্বসেরা।
২. কি গণিত, কি ইংরেজি—দুটোতেই সে সমান পারদর্শী।
৩. দিন কি রাতে, সাঁঝপ্রভাতে; তোমারই আছি এই তো।
নাকি, এমনকি, কিসে, বৈকি ইত্যাদি শব্দে ক-এ ই-কার বসবে।