প্রথম শ্রেণিতে পড়ার সময় মাহিরের শ্রেণিশিক্ষক ছিলেন নিজের মা। ম্যাডামের ছেলে বলেই তাকে চিনত সবাই। আলাদা কিছু করার ইচ্ছা থেকে ছোট্টবেলাতেই সে শুরু করে নানা সহশিক্ষামূলক কার্যক্রম। প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোনোর আগেই আন্তস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতে নেয় চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতায়। ২০১৩ সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত রচনা প্রতিযোগিতায় হয় প্রথম। একই প্রতিযোগিতায় আবৃত্তিতে পরপর টানা চার বছর প্রথম হওয়ার পাশাপাশি ২০১৫ ও ২০১৬ সালে প্রথম হয় উপস্থিত বক্তৃতায়। ব্র্যাক আয়োজিত তারায় তারায় দীপশিখা প্রতিযোগিতায়ও পরপর তিন বছর প্রথম হয় আবৃত্তি করে। ২০১৪ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় আবৃত্তি ও চিত্রাঙ্কনে প্রথম হয় টিঅ্যান্ডটি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এই ছাত্র। সে বছরই আবৃত্তিতে জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে নেয় মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায়। জেলা পর্যায়ে প্রথম পুরস্কার জিতে নেয় আই-জেন ২০১৫ আসরেও। জাতীয় স্বরচিত কবিতা লেখা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সে বছর। বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড ২০১৬ সালে হয় চতুর্থ। জাতীয় সৃজনশীল মেধা অন্বেষণে গণিত ও কম্পিউটার বিভাগে হয় জেলা পর্যায়ে প্রথম। জাতীয় হাইস্কুল প্রোগ্রামিংয়ে ২০১৫ ও ২০১৬ সালে জেলা পর্যায়ে চতুর্থ হওয়ার পর ২০১৭ সালে হয় দ্বিতীয়। বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি ২০১৬ আসরে দৌড় ও ট্রিপল জাম্পে হয় দ্বিতীয়, পোলভল্টে প্রথম। গণগ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত রচনা প্রতিযোগিতায়ও জিতে নেয় প্রথম পুরস্কার। এগুলোর বাইরেও ছোট-বড় নানা প্রতিযোগিতা মিলিয়ে রয়েছে অর্ধশতাধিক পুরস্কার। এ ছাড়া তার আগ্রহ রয়েছে বিতর্কেও। একটি অনলাইন পোর্টালে কাজ করছে শিশু সাংবাদিক হিসেবে। বড় হয়ে একজন ভালো প্রোগ্রামারের পাশাপাশি একজন ভালো মানুষ হতে চায় মাহির।
মুহিবুল্লাহর সাক্ষাৎকার
প্রশ্ন :
অবসর সময়ে কী করো?
নিজের গোপন গবেষণাগারে গবেষণা করি।
প্রশ্ন :
স্কুলের ভালো লাগা, মন্দ লাগা...
স্যার-ম্যাডামদের ভালোবাসা আর বন্ধুদের খুব ভালো লাগে। পরীক্ষা দিতে একদম ভালো লাগে না।
প্রশ্ন :
প্রিয় লেখক...
মুহম্মদ জাফর ইকবাল।
প্রশ্ন :
প্রিয় কবিতার পঙিক্ত...
‘আমি সেই দিন হব শান্ত/ যবে উত্পীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না/ অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না/ বিদ্রোহী রণ-ক্লান্ত আমি সেই দিন হব শান্ত।’
প্রশ্ন :
লটারি জিতলে কী করবে?
প্রতিবন্ধী ও অনাথ শিশুদের জন্য একটি আশ্রম খুলব।
প্রশ্ন :
অন্ধকারে একলা হাঁটছ। একটু দূরে হঠাৎ কী যেন নড়ে উঠল! কী করবে?
আমি খুব কৌতুহলী। তাই গিয়ে দেখব সেখানে কী আছে।
প্রশ্ন :
ঘুমিয়ে সর্বোচ্চ কতক্ষণ থেকেছ?
আমি লক্ষ্মী ছেলে, একদম রাত জাগি না!
প্রশ্ন :
কিশোর আলো পড়ো?
হ্যাঁ। ঢাকার মতো খুলনায়ও কিশোর আলোর মাসিক সভা হলে খুব ভালো হতো।
প্রশ্ন :
কিশোর আলোর পাঠকদের উদ্দেশে কিছু বলতে চাও?
সব সময় সৎ থেকো। কখনো কাউকে কষ্ট দিয়ো না।