স্যার আইজাক নিউটনকে কে না চেনে? কিন্তু তোমরা কি জানো তিনি ছোটবেলায় একটি ঘড়ি তৈরি করেছিলেন? ঘড়িটা কিন্তু আজকালকার আধুনিক ঘড়ি নয়। তিনি ঘড়িটা তৈরি করেছিলেন তাঁর শিক্ষকের জন্য। ঘড়ি তৈরি করে দেওয়ার কারণটা বলছি। কারণ হচ্ছে, নিউটনের বিদ্যালয়ের শিক্ষক সব সময় দেরি করে ক্লাসে আসতেন। একদিন নিউটন তাঁর স্যারকে বললেন, ‘স্যার, আমি আপনার জন্য একটি ঘড়ি তৈরি করে দিচ্ছি, তা হলে ঘড়ি দেখে ঠিক সময়ে বিদ্যালয়ে আসতে পারবেন।’
স্যার এ কথা শুনে তো অবাক। ভাবলেন এই ছেলে আবার কী ঘড়ি তৈরি করবে! কিন্তু নিউটন যে কথা একবার বলেছেন, সে কথা তিনি রাখবেনই। অবশেষে নিউটন ঘড়ি তৈরি করলেন। স্যার তো ঘড়ি দেখে অবাক। কারণ, ঘড়িটা ছিল অন্য রকম। যে রকম ছিল বলছি।
ঘড়িটার ওপরে থাকত একটা পানির পাত্র। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ পানি সে পাত্রে ঢেলে দেওয়া হতো। সেখান থেকে ফোঁটা ফোঁটা পানি ঘড়ির কাঁটার ওপর পড়ত এবং ঘড়ির কাঁটা আপন গতিতেই এগিয়ে চলত।
এখন বুঝলে, ঘড়িটা কেমন ছিল! এই নিউটনই একদিন মাধ্যাকর্ষণ শক্তির সূত্র আবিষ্কার করেছিলেন। দেখো, তোমরাও নিউটনের ঘড়ির মতো কিছু আবিষ্কার করতে পারো নাকি?