লেখার শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এখন কথা হবে বড় বড় সব পাখি নিয়ে৷ বড় পাখি থেকে ছোট, সব পাখিই আমাদের খুব কাছের। এরা আমাদের পরমাত্মীয়৷ যুগে যুগে পাখিদের বহু প্রজাতিই এখন বিলুপ্ত। কিছু বিলুপ্তির পথে এগুচ্ছে। এর পেছনে আছে নানা কারণ। চল দেখি সবচেয়ে বড় পাখি কোনগুলো—
অস্ট্রিচ
বড় পাখিদের মধ্যে প্রথমেই থাকবে উড্ডয়ন–ক্ষমতাহীন অস্ট্রিচ বা উটপাখি। উচ্চতায় উট পাখি প্রায় তিন মিটার। এদের বিশাল পাখা রয়েছে। সম্পূর্ণ পাখা মেলে ধরলে পাখার দৈর্ঘ্য প্রায় সাত ফুট। এই প্রজাতির পাখির পা ১০-১৬ ফুট দীর্ঘ। পাখিটির দেহের ওজন ১৫০-১৭০ কেজি বা বেশি হতে পারে। বিশাল পাখার জন্যই মূলত উট পাখি উড়তে পারে না। এছাড়াও তাদের উড়তে না পারার আরেকটি বড় কারণ, পাখার তুলনায় দেহের ওজন অনেক বেশি। পৃথিবীতে যেসব প্রাণী ডিম পাড়ে, তার তুলনায় উট পাখির ডিম সবচেয়ে বড়। এরা খুব বেশি ডিম পাড়ে না। একবারে ততটা ডিম পাড়ে ঠিক যত ডিম এরা শরীর দিয়ে ঢেকে রাখতে পারবে। যাতে এদের বিশাল ডিমে তা দিতে সুবিধা হয়।
ইমু
পাখিদের মধ্যে দ্বিতীয় বড় পাখি হচ্ছে ইমু। অস্ট্রেলিয়ান এই পাখিটিকে এই মহাদেশের ভিজিটিং কার্ড ধরা হয়। উড়তে না পারা এই পাখিটি আশ্চর্যজনক সুন্দরভাবে সাঁতার কাটতে পারে আর জোরে দৌড়াতে পারে৷ ইমুর আত্মরক্ষার মূল অস্ত্রই তার লম্বা পা। পা লম্বা হওয়ায় ইমুরা অনেক দূরের পথ পাড়ি দিতে পারে খুব দ্রুত। প্রয়োজন হলে খুব জোরে দৌড়াতে ও সাঁতরে জলাভূমিও পার হতে পারে। দৌড়ের গতি ঘণ্টায় ৩০ মাইল!
ক্যাসোয়ারি
উত্তর–পূর্ব অস্ট্রেলিয়ার উষ্ণমণ্ডলীয় জঙ্গল, নিউগিনি এবং সংলগ্ন কিছু দ্বীপের স্যাঁতস্যাঁতে রেইন ফরেস্টে দেখতে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পাখি ক্যাসোয়ারি। সাড়ে পাঁচ ফুট উচ্চতার এবং ষাট কেজি ওজনের ক্যাসোয়ারি বাঁচে প্রায় পঞ্চাশ বছর। ক্যাসোয়ারি এমনিতে লাজুক পাখি। তবে ভয় পেলে, এরা হয়ে ওঠে ভয়াবহ আক্রমণাত্মক ও নৃশংস। তীক্ষ্ণ ঠোঁট ও পায়ের আঙুলে থাকা ধারালো নখ দিয়ে মুহূর্তের মধ্যে ফালাফালা করে দিতে পারে যেকোনো প্রাণীকে। মাটি থেকে ৬-৭ ফুট ওপর লাফিয়ে উঠে শত্রুর ওপর আক্রমণ হানতে এরা পটু।
রিয়া
অনেকটাই অস্ট্রিচ আর ইমুর মতো দেখতে রিয়া পাখিটির জন্মস্থান দক্ষিণ আমেরিকা। এই পাখি সীমাবদ্ধ রয়েছে এই মহাদেশের আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, প্যারাগুয়ে, পেরু, এবং উরুগুয়েতে। এদের ওজন ৩০ কেজি এবং প্রায় ৫ ফুট লম্বা হতে পারে। এরা উটপাখির মতো উড়তে পারে না এবং দৌড়ানোর সময় নিজেদের গতি নিয়ন্ত্রণ করতে ডানা ব্যবহার করে। রিয়া ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার গতিতে ছুটতে পারে।
কোরি বাস্টার্ড
কোরি বাস্টার্ড হলো পৃথিবীতে উড়তে সক্ষম সবচেয়ে বড় পাখি৷ পুরুষ কোরি বাস্টার্ড হলো সম্ভবত উড়তে পারা সবচেয়ে বড় জীবন্ত প্রাণী৷ এরা পূর্ব এবং দক্ষিণ আফ্রিকাজুড়ে বিচরণ করে৷ পুরুষ কোরি বাস্টার্ডের ওজন ১১ থেকে ১৯ কেজি। স্ত্রী পাখি পুরুষের আকারের প্রায় অর্ধেক। প্রায় ৫ ফুট লম্বা হয়।