আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের দুই পদক

বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড দলের পাঁচ সদস্য

আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডের ৫৪তম পর্বে বাংলাদেশ মোট দুটি পদক ও দুটি সম্মানজনক স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে একটা রৌপ্য ও একটা ব্রোঞ্জ পদক। রৌপ্য পদক পেয়েছেন ঢাকার নটর ডেম কলেজের শিক্ষার্থী এস এম ফাত্তাহ। আর ব্রোঞ্জ পদক পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সিরাজুস সালেকিন সামিন। সম্মানজনক স্বীকৃতি দুটি পেয়েছেন ঢাকার নটর ডেম কলেজের শিক্ষার্থী গোলাম কিবরিয়া তরফদার ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী আরিফ ইশতিয়াক।

৫৪তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় ইরানের ইসফাহাম শহরে। গত ২১ জুলাই শুরু হয় এবারের আসর। ইতিমধ্যেই এর ফলাফল ঘোষণা হয়েছে। আগামী ২৯ জুলাই বাকি আনুষ্ঠানিকতা ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এবারের আসর।

এই চার জনের বাইরেও দলে আরেকজন ছিলেন। তিনি হলেন সিলেট এম সি কলেজের শিক্ষার্থী শরীফ মোহাম্মদ মাহিরউদ্দিন। পাশাপাশি দলের সঙ্গে কোচ হিসেবে ছিলেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক আরশাদ মোমেন। আর দলনেতা হিসাবে ছিলেন ফিজিক্স অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ জাহাঙ্গীর মাসুদ।

এর আগে, ৫৪তম আন্তর্জাতিক দল গঠনের উদ্দেশ্য ১৫তম ফিজিক্স অলিম্পিয়াড আয়োজন করে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি। সেখানে আঞ্চলিক পর্বের বিজয়ীরা জাতীয় পর্ব হয়ে ক্যাম্প করে আন্তর্জাতিক অলিম্পিয়াডে যাওয়ার সুযোগ পেয়েছে। জাতীয় পর্ব আয়োজনে সহযোগিতা করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ।  

আরও পড়ুন