পর্যটকদের জন্য বন্ধ হয়ে গেল জনপ্রিয় ফটোস্পট মাউন্ট ফুজি

মাউন্ট ফুজি জাপানের বিখ্যাত পর্বত। রাজধানী টোকিও থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে হনশু দ্বীপে অবস্থিত মাউন্ট ফুজি। ৩ হাজার ৭৭৬ মিটার বা ১২ হাজার ৩৮৯ ফুট উচ্চতার এটি বিশ্বের সবচেয়ে সুন্দর পর্বতশৃঙ্গের মধ্যে একটি। জাপানিদের কাছে মাউন্ট ফুজি কেবল একটি পর্বত নয়; এটি জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির একটি প্রতীক। বরফে ঢাকা এই পর্বতের নিষ্ক্রিয় আগ্নেয়গিরি শতাব্দী ধরে দর্শনার্থীদের আকর্ষণ করেছে।

২০১২ সালে জাপানের ১১তম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মাউন্ট ফুজিকে স্বীকৃতি দেয় ইউনেস্কো। এই স্বীকৃতি পর থেকেই বিশ্ব পর্যটকদের কাছে নতুনভাবে পরিচিতি পায় মাউন্ট ফুজি। প্রতিবছর জুলাই ও আগস্টে মাত্র দুই মাসের জন্য খোলা রাখা হয় এটি। এ সময়ের মধ্যেই প্রায় তিন মিলিয়ন পর্যটক ভ্রমণ করেন এর সৌন্দর্য দেখতে।

সম্প্রতি পর্যটকদের জন্য মাউন্ট ফুজি ভ্রমণ বন্ধ করে দিয়েছে জাপান কর্তৃপক্ষ। তারা মাউন্ট ফুজির সামনে জনপ্রিয় একটি ছবি তোলার জায়গার সামনে বিশাল একটি নেটের প্রাচীর তুলে দিয়েছে, যাতে আর আগের মতো পর্যটকেরা ছবি তুলতে পারছেন না। বিদেশি পর্যটকদের আচরণে বিরক্ত হয়ে স্থানীয় কর্তৃপক্ষ এ ব্যবস্থা নিয়েছে।

২ দশমিক ৫ মিটার বা ৮ ফুট উঁচু ও ২০ মিটার দৈর্ঘ্যের ক্রিকেট পিচের আকারের জালের বেষ্টনী মাউন্ট ফুজির দৃশ্যকে আংশিকভাবে অটকে দিয়েছে। এই পদক্ষেপ বিতর্কের ঝড় তুলেছে বিদেশি পর্যটকদের মধ্যে। অনেকে মনে করছেন, কিছুসংখ্যক পর্যটকের জন্য সব পর্যটককে শাস্তি দেওয়ার কোনো মানে হয় না। যেহেতু জাপান ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে অনেক সচেতন, তাই এটি তাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

ফুজিকাওয়াগুচিকো শহরের এক কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে কিছু বিদেশি পর্যটক অপ্রীতিকর আচরণ করেছেন। এসব অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোয় বেড়ে যাওয়া পর্যটকের সংখ্যা পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষেরও কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিছু পর্যটক স্থানীয় রীতিনীতি ও নিয়মকানুন অমান্য করেন। যেমন নির্ধারিত ট্রেইলের বাইরে হাঁটা বা মূত্রত্যাগ করা। এটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিরক্তি ও রাগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া বর্তমান পর্যটন পরিকাঠামো বেড়ে যাওয়ায় তা পর্যটকদের চাহিদা মেটাতে সক্ষম নয়। এর ফলে পরিবহনসংকট, দীর্ঘ লাইন ও আবাসনের অভাব দেখা দিয়েছে।

মাউন্ট ফুজির টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য পর্যটনশিল্প, স্থানীয় কর্তৃপক্ষ ও পরিবেশবাদীদের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ সমাধান খুঁজে বের করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

আরও পড়ুন