নিউজিল্যান্ডে ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন আয়রনম্যান আরাফাত
নিউজিল্যান্ডের তাউপো শহরে অনুষ্ঠিত হচ্ছে আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এ আয়োজনে ১১৯টি দেশ থেকে প্রায় ৬ হাজার ট্রায়াথলেট অংশগ্রহণ করছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত বয়সের ভিত্তিতে (৩০ থেকে ৩৪ বছর বয়সীদের শ্রেণিতে) এই আয়োজনে অংশ নেবেন। এবারের আসরটি ডিসেম্বরের ১৪ ও ১৫ তারিখ অনুষ্ঠিত হবে।
সাঁতার, সাইক্লিং ও দৌড় নিয়ে যে খেলা, তাকে বলে ট্রায়াথলন। এই ট্রায়াথলনের কঠিনতম প্রতিযোগিতা হলো আয়রনম্যান। আয়রনম্যানের সর্বোচ্চ আসর আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ। বছরজুড়ে পৃথিবীর বিভিন্ন দেশে ১৭০-এর বেশি পূর্ণ ও অর্ধদূরত্বের (৭০.৩) আয়রনম্যান প্রতিযোগিতার আয়োজন হয়। পূর্ণ আয়রনম্যান ইভেন্টে ৩.৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং এবং ৪২.২ কিলোমিটার দৌড়াতে হয়। আর ৭০.৩ আয়রনম্যান ইভেন্টে ১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১.১ কিলোমিটার দৌড়াতে হয়। সাঁতার, সাইক্লিং ও দৌড়ের মোট দূরুত্ব ১১২ কিলোমিটার, যা মাইলে প্রকাশ করলে হয় ৭০.৩। এ জন্য অর্ধদূরত্বের আয়রনম্যান ইভেন্টকে ৭০.৩ আয়রনম্যান বলা হয়। আয়রনম্যান ও আয়রনম্যান ৭০.৩-এর ফলাফলের ভিত্তিতে ট্রায়াথলেটরা আয়রনম্যানের বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন।
২০১৭ সালে আয়রনম্যান মালয়েশিয়ায় অংশ নিয়েছিলেন আরাফাত। সেখানে সাফল্যের সঙ্গে চ্যালেঞ্জ পূরণ করেন। আরাফাতের আয়রনম্যান ইভেন্টের যাত্রা শুরু সেখানে। এর পর থেকে তিনি আয়রনম্যানের বিভিন্ন আয়োজনে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন। তিনি মোট ৯টি আয়রনম্যানে অংশ নিয়ে সবগুলোই সাফল্যের সঙ্গে শেষ করেছেন। এর মধ্য ২০১৯-এ অংশ নেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফ্রাঙ্কফুর্ট। ২০২২ সালে অংশ নেন আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ ইউএসএ এবং আয়রনম্যান মালয়েশিয়ায়। ২০২৩ সালে আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফ্রান্স ও আয়রনম্যান মালয়েশিয়ায় আরাফাত অংশ নেন। ২০২৪ সালে তিনি ফিলিপাইন আর মালয়েশিয়ায় আয়রনম্যান সাফল্যের সঙ্গে শেষ করেন।
এ ছাড়া আয়রনম্যান ৭০.৩ থাইল্যান্ড, আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ, যুক্তরাষ্ট্র, আয়রনম্যান ৭০.৩ ভারত, আয়রনম্যান ৭০.৩ মালয়েশিয়া এবং আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ফিনল্যান্ড ও থাইল্যান্ড শেষ করেন। আয়রনম্যান ৭০.৩ থাইল্যান্ডে তাঁর সময় লেগেছিল ৪ ঘণ্টা ৫৭ মিনিট। থাইল্যান্ডের এই আসরের সাফল্যের জন্যই তিনি আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। পেশাগত জীবনে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত ২০১৭ সাল থেকে আয়রনম্যান আয়োজনে অংশ নিচ্ছেন। দুই বিশ্ব চ্যাম্পিয়নশিপসহ এ পর্যন্ত ৯টি আয়রনম্যান প্রতিযোগিতা সম্পন্ন করেছেন তিনি।
আয়রনম্যান ৭০.৩ গোয়ায় (ইন্ডিয়া) তাঁর সর্বোচ্চ সাফল্য ৪ ঘণ্টা ৫২ মিনিট। ২০২২ সালে এই সময়ের মধ্যে তিনি এই ট্রায়ালথন শেষ করেছিলেন। পূর্ণ দূরত্বের আয়রনম্যানে আরাফাতের সর্বোচ্চ সাফল্য ২০২২ সালে মালয়েশিয়ায়, ১০ ঘণ্টা ৩১ মিনিট!