ছবিতে কিআর জন্মদিন

১ অক্টোবর ছিল কিশোর আলোর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে ঢাকার কারওয়ান বাজারে কিশোর আলো কার্যালয়ে আয়োজন করা হয় ঘরোয়া একটি অনুষ্ঠান। এই আনন্দ আয়োজনে ছিলেন কিশোর আলোর পাঠক, লেখক, কবি, স্বেচ্ছাসেবক ও অতিথিরা। ছবিতে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের গল্প, আব্দুল ইলার ছবিতে।

১ / ১৭
তিনটা বাজার আগেই পাঠকেরা উপস্থিত হতে শুরু করে সভাকক্ষে। জন্মদিনের আনন্দ বাড়াতে শুরুতেই সবার হাতে তুলে দেওয়া হয় কিআর টিশার্ট। শুরু হয় পরিচয় পর্ব
২ / ১৭
লেখকের কাছে আমার কিছু জানার আছে
৩ / ১৭
কিশোরদের সামনে গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী খৈয়াম সানু সন্ধি
৪ / ১৭
কিআর ভালোমন্দ আলাপ করছে কিআ পাঠক
৫ / ১৭
আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের দুই রৌপ্য ও দুই ব্রোঞ্জজয়ী। বাঁ থেকে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ও কলেজের শিক্ষার্থী আরেফিন আনোয়ার, একাডেমিয়ার শিক্ষার্থী রাফিদ আহমেদ এবং নটর ডেম কলেজের শিক্ষার্থী আবরার শহীদ। অলিম্পিয়াডে নিজেদের অভিজ্ঞতার সবার সঙ্গে শেয়ার করেন
আরও পড়ুন
৬ / ১৭
ছড়া নিয়ে আলোচনার জন্য ছিলেন জনপ্রিয় ছড়াকার রোমেন রায়হান
৭ / ১৭
ছিলেন সাহিত্যক ও অনুবাদক জাভেদ হুসেন
৮ / ১৭
লেখালেখি নিয়ে প্রশ্নত্তোর পর্ব। জনপ্রিয় লেখক শিবব্রত বর্মন ও তানজিনা হোসেনকে সঙ্গে নিয়ে পর্বটি পরিচালনা করেন কিশোর আলোর সহকারী সম্পাদক আদনান মুকিত
৯ / ১৭
প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন জানান, বই পড়ার আনন্দ কত চিরন্তন
আরও পড়ুন
১০ / ১৭
গোল্লাছুটের সম্পাদক মাহফুজ রনি কিশোর আলোর একদম শুরু থেকে ছিলেন
১১ / ১৭
বিজ্ঞানচিন্তার সহসম্পাদক কিশোর আলোর পাঠকদের শুভেচ্ছা জানিয়েছেন
আরও পড়ুন
১২ / ১৭
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকদের একাংশ
১৩ / ১৭
কার্টুনিস্ট নাইমুর রহমান ও সব্যসাচী চাকমা জানান, কিশোর পাঠকেরা অনুপ্রাণিত করে তাঁদের
আরও পড়ুন
১৪ / ১৭
সন্ধ্যায় গান নিয়ে হাজির হন জনপ্রিয় শিল্পী আহমেদ হাসান সানি। তাঁর ‘শহরের দুইটি গান’, ‘ও নিঝুম রাত’ গানে মেতে ওঠে সবাই
১৫ / ১৭
সবশেষে সভাকক্ষে আসেন কিশোর আলো প্রকাশক ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। কিআ পাঠকদের শুভেচ্ছা জানান তিনি
১৬ / ১৭
কিআ ১১। কেক ছাড়া আবার জন্মদিন হয় নাকি
১৭ / ১৭
সবাই মিলে কেক কেটে, খেয়ে তারপর অনুষ্ঠানের সমাপ্তি

আরও পড়ুন

আরও পড়ুন