২০২৪ প্যারিস অলিম্পিকের যত রেকর্ড

প্রতিটি অলিম্পিকে একদল নতুন অ্যাথলেট আসেন, তাঁরা নিজেদের প্রমাণ করেন ক্রিয়াজগতের সবচেয়ে বড় মঞ্চে; ভাঙেন আগের অনেক রেকর্ড। সম্প্রতি শেষ হওয়া প্যারিস অলিম্পিকেও তেমন অনেক রেকর্ড হয়েছে। সেসব রেকর্ড একনজরে দেখা যাক।

সাঁতার

নারীদের ১০০ মিটার বাটারফ্লাই সাঁতারে স্বর্ণপদক পেয়েছেন যুক্তরাষ্ট্রের গ্রেচেন ওয়ালশ। তিনি ১০০ মিটার সাঁতার কাটতে সময় নিয়েছেন ৫৫.৩৮ সেকেন্ড। এই ইভেন্টে এর আগের রেকর্ডটি ছিল সুইডেনের সারাহ সোয়েস্ট্রোমের। ২০১৬ সালের ৭ আগস্ট ব্রাজিলের রিও ডি জেনোরিতে তিনি ৫৫.৪৮ সেকেন্ডে ১০০ মিটার সাঁতার কেটেছিলেন। 

নারীদের ৪ × ১০০ মিটার ফ্রিস্টাইল রিলে রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার ৪ নারী। তাঁরা প্রত্যেকে ১০০ মিটার করে সাঁতার কেটেছেন মোট ৩:২৮.৯২ মিনিটে। এর আগের রেকর্ডটি ছিল ৩:২৯.৬৯ মিনিটে। ২০২১ সালে ২৫ জুলাই টোকিওতে এই রেকর্ডটিও করেছিল অস্টেলিয়ার নারী দল। 

পুরুষদের ৪০০ মিটার ব্যক্তিগত সাঁতারে অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন ফ্রান্সের লিওন মারচাঁদ। তিনি ৪:০২.৯৫ মিনিটে ৪০০ মিটার সাঁতার কেটেছেন। এর আগে ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে নতুন রেকর্ড গড়েছিলেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সাঁতারু মাইকেল হেলপ্‌সে্‌র। তাঁর ৪:০৩.৮৪ মিনিটের রেকর্ড এবার ভাঙেন লিওন। 

লিওন মারচাঁদ এবছর নিজের দেশের অলিম্পিকে আরও অনেকগুলো রেকর্ড ভেঙেছেন। যেমন পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে তিনি সময় নেন ১:৫১.২১ মিনিট। এর আগে এই রেকর্ড ছিল হাঙ্গেরির ক্রিস্টফ মিলাকের। ২০২১ সালে টোকিও অলিম্পিকে তিনি ১:৫১.২৫ সেকেন্ডে এই দূরত্ব অতিক্রম করেছিলেন। 

সাঁতার পুলে অ্যাকশনে লিঁও মারশাঁ
এএফপি

পুরুষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকেও তিনি চ্যাম্পিয়ন হয়েছেন রেকর্ড গড়ে। অস্ট্রেলিয়ার জ্যাক স্টাবলিটি-কুকের ২:০৬.৩৮ মিনিটের রেকর্ড ভেঙে তিনি নতুন রেকর্ড গড়েছেন ২:০৫.৮৫ মিনিটে। 

এরকম পুরুষদের ২০০ মিটার ব্যক্তিগত সাঁতারেও তিনি চ্যাম্পিয়ন। মাইকেল হেলপ্‌সে্‌র ১:৫৪.২৩ মিনিটের রেকর্ড ভেঙের তিনি ১:৫৪.০৬ মিনিটে সাঁতার শেষ করেছেন। হেলপ্‌সে্‌র এই রেকর্ডটিও ২০০৮ সালের বেইজিং অলিম্পিকের ছিল। 

নারীদের ২০০ মিটার ফ্রিস্টাইলে রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার মলি ও’কালাহান। ১:৫৩.২৭ মিনিটে ২০০ মিটার সাঁতার কেটে তিনি আরেক অস্ট্রেলিয়ান আরিয়ার্ন টিটমাসের ১:৫৩.৫০ মিনিটের রেকর্ড ভেঙেছেন। টিটমাস রেকর্ডটি করেছিলেন ২০২১ সালের টোকিও অলিম্পিকে। 

আরও পড়ুন

৮০০ মিটার ফ্রিস্টাইলে ইউক্রেনের মাইখাইলো রোমানচুকের ৭:৪১.২৮ মিনিটের রেকর্ড ভাঙেন আয়ারল্যান্ডের ড্যানিয়েল উইফেন। তিনি ৮০০ মিটার সাঁতার কেটেছেন ৭:৩৮.১৯ মিনিটে। 

সাঁতারেই এরকম আরও বহু রেকর্ড আছে। সেগুলো শুধু সংক্ষেপে নাম বলে যাই।  

নারীদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে নতুন রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের কেটি লেডেকি। ২০০ মিটার বাটারফ্লাইয়ের রেকর্ড কানাডার সামার ম্যাকিনটোশের। নারীদের ৪ × ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেও রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। আগে এই রেকর্ড ছিল চীনের দখলে। নারীদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকের নতুন রেকর্ডের মালিক অস্ট্রেলিয়ার কাইলি ম্যাককাউন। ২০০ মিটার ব্যক্তিগত সাঁতার ও ২০০ মিটার ব্যাকস্ট্রোক সাঁতারেও রেকর্ড গড়েছেন কানাডার সামার ম্যাকিনটোশ। নারীদের ৫০ মিটার ফ্রিস্টাইল ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকের রেকর্ড যথাক্রমে সুইডেনের সারাহ সোয়েস্টোয়েম ও যুক্তরাষ্ট্রের রিগান স্মিথের।

অ্যাথলেটিকস

  • জশুয়া চেপটেগি (উগান্ডা) - পুরুষদের ১০০০০ মিটার দৌড় - ২৬:৪৩.১৪

    আগের রেকর্ড - কেনেনিসা বেকেলে (ইথিওপিয়া) - বেইজিং, ১৭ আগস্ট ২০০৮ - ২৭:০১.১৭

  • নিকলাস কাউল (জার্মানি) - ডেকাথলন জ্যাভলিন - ৭৭.৭৮ মিটার

    আগের রেকর্ড - লিওনেল সুয়ারেজ (কিউবা) - লন্ডন, ৯ আগস্ট ২০১২ - ৭৬.৯৪ মিটার

  • লিন্ডন ভিক্টর (গ্রানাডা) - পুরুষদের ডেকাথলন ডিসকাস থ্রো - ৫৩.৯১ মিটার

    আগের রেকর্ড - ব্রায়ান ক্লে (যুক্তরাষ্ট্র) - বেইজিং, ২২ আগস্ট ২০০৮ - ৫৩.৭৯ মিটার

  • উইনফ্রিড ইয়াভি (বাহরাইন) - নারীদের ৩,০০০ মিটার স্টিপলচেজ - ৮:৫২.৭৬ মিনিট

    আগের রেকর্ড - গুলনারা সামিতোভা-গালকিনা (রাশিয়া) - বেইজিং, ১৭ আগস্ট ২০০৮ - ৮:৫৮.৮১ মিনিট

বিশ্বের নতুন দ্রুততম মানব নোয়াহ লাইলস
রয়টার্স
  • কোল হকার (যুক্তরাষ্ট্র) - পুরুষদের ১৫০০ মিটার - ৩:২৭.৬৫ 

    আগের রেকর্ড - জ্যাকব ইনগেব্রিগটসেন (নরওয়ে) - টোকিও, ৭ আগস্ট ২০২১ - ৩:২৮.৩২

  • রোজে স্টোনা (জ্যামাইকা) - পুরুষদের ডিসকাস থ্রো - ৭০.০০ মিটার

    আগের রেকর্ড - ভার্জিলিজাস আলেকনা (লিথুয়ানিয়া) - এথেন্স, ২৩ আগস্ট ২০০৪ - ৬৯.৮৯ মিটার

  • আরশাদ নাদিম (পাকিস্তান)- জ্যাভলিন থ্রো - ৯২.৯৭ মিটার

    আগের রেকর্ড - আন্দ্রেয়াস থরকিল্ডসেন (নরওয়ে) - বেইজিং, ২৩ আগস্ট ২০০৮ - ৯০.৫৭ মিটার

আরও পড়ুন
  • মারিলেডি পাউলিনো (ডোমিনিকা) - মহিলাদের ৪০০ মিটার - ৪৮.১৭ সেকেন্ড

    আগের রেকর্ড - মারি-জোসে পেরেক (ফ্রান্স) - আটলান্টা, ২৯ জুলাই ১৯৯৬ - ৪৮:২৫ সেকেন্ড

  • তামিরাত তোলা (ইথিওপিয়া) - পুরুষদের ম্যারাথন - ২:০৬.২৬

    আগের রেকর্ড - স্যামুয়েল কামাউ ওয়ানজিরু (কেনিয়া) - বেইজিং, ২৪ আগস্ট ২০০৮ - ২:০৬.৩২

  • মার্কিন যুক্তরাষ্ট্র - পুরুষদের ৪ x ৪০০ মিটার রিলে - ২: ৫৪.৪৩

    আগের রেকর্ড - মার্কিন যুক্তরাষ্ট্র - বেইজিং, ২৩ আগস্ট ২০০৮ - ২:৫৫.৩৯

  • সিফান হাসান (নেদারল্যান্ডস) - মহিলাদের ম্যারাথন - ২:২২.৫৫

    আগের রেকর্ড - টিকি গেলানা (ইথিওপিয়া) - লন্ডন, ৫ আগস্ট ২০১২ - ২:২৩.০৭

  • ফেইথ কিপিয়েগন (কেনিয়া) - মহিলাদের ১৫০০ মিটার - ৩:৫১.২৯

    আগের রেকর্ড - ফেইথ কিপিয়েগন (কেনিয়া) - টোকিও, ৬ আগস্ট ২০২১ - ৩:৫১.১১

  • তামিরাত তোলা (ইথিওপিয়া) - পুরুষদের ম্যারাথন - ২:০৬:২৬

    আগের রেকর্ড - স্যামুয়েল ওয়ানজিরু (কেনিয়া) - বেইজিং ২০০৮ - ২:০৬:৩২

শুটিং

  • ওহ ইয়ে জিন (দক্ষিণ কোরিয়া) - নারীদের ১০ মিটার এয়ার পিস্তল - ২৪৩.২

    আগের রেকর্ড - ভিতালিনা বাতসারাশকিনা - টোকিও, ২৫ জুলাই ২০২১ - ২৪০.৩

  • শেং লিহাও (চীন) - পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল স্বর্ণপদক - ২৫২.২

    আগের রেকর্ড - উইলিয়াম শ্যানার (যুক্তরাষ্ট্র) - টোকিও, ২৫ জুলাই ২০২১ - ২৫১.৬

  • চিয়ারা লিওন (সুইজারল্যান্ড) - নারীদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশন - ৪৬৪.৪

    আগের রেকর্ড - নিনা ক্রিস্টেন (সুইজারল্যান্ড) - টোকিও, ৩১ জুলাই ২০২১- ৪৬৩.৯

আরও পড়ুন

আর্চারি

  • কোরিয়া প্রজাতন্ত্র - নারীদের ৭০ মিটার রাউন্ড - ২০৪৬

    আগের রেকর্ড - কোরিয়া প্রজাতন্ত্র - টোকিও, ২৩ জুলাই ২০২১ - ২০৩২ 

ভারোত্তোলন

  • ঝিহুই হাউ (চীন) - নারীদের ৪৯ কেজি - ১১৭ কেজি 

    আগের রেকর্ড - ঝিহুই হাউ (চীন) - টোকিও, ২৪ জুলাই ২০২১ - ১১৬ কেজি

  • লুও শিফাং (চীন) - নারীডের ৫৯ কেজি - ১০৭ কেজি

    আগের রেকর্ড - মড চারন (কানাডা) - প্যারিস, ৮ আগস্ট ২০২৪ - ১০৬ কেজি

  • রিজকি জুনিয়ানসিয়াহ (জাপান) - পুরুষদের ৭৩ কেজি - ১৯৯ কেজি 

    আগের রেকর্ড - ঝিয়ং শি (চীন) - টোকিও, ২৮ জুলাই ২০২১ - ১৯৮ কেজি

সূত্র: স্পোর্টস্টার ডট কম ও অলিম্পিক ডট কম। 

আরও পড়ুন