নতুন বছরে ফিরল কিআড্ডা

কিআড্ডার ৯৮তম পর্বছবি: আব্দুল ইলা

কিআড্ডা ৯৮ : জানুয়ারি ২০২৫

দীর্ঘ ছয় মাস বিরতির পর কিআড্ডা ফিরে এল নতুনভাবে। ১৮ জানুয়ারি দুপুরে বছরের প্রথম কিআড্ডায় অংশ নিতে কিআ পাঠকেরা ভিড় করে কিশোর আলোর কার্যালয়ে। সভা শুরু হয় বিকাল ৩টায়। পরিচয় পর্বের পর কিশোর আলোর সম্পাদক আনিসুল হক শুরুতেই কিআ পাঠকদের সঙ্গে আলোচনায় অংশগ্রহন করেন। তিনি বলেন, ‘জীবনের সবক্ষেত্রেই গণিত প্রয়োজন’। এছাড়া তিনি পাঠকদের নিজের ছেলেবেলার গল্প শোনান। এরপর কিশোর আলোর সহযোগী সম্পাদক আদনান মুকিত শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁর উপন্যাস ‘অ্যাডভেঞ্চার অব ফার্মের মুরগি’-র প্রচ্ছদ উন্মোচন করেন। সেই সঙ্গে চলে জানুয়ারি মাসের কিশোর আলো সংখ্যা নিয়ে আলোচনা।

কিআড্ডা ৯৮
ছবি: আব্দুল ইলা

আজকের সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্যারিস অবজারভেটরি, ইউনিভার্সিটি অব প্যারিস সায়েন্সেস অ্যান্ড লেটারসের পিএইচডি ক্যান্ডিডেট ইশতিয়াক আকিব। তিনি মহাকাশ গবেষণা পদ্ধতি এবং একইসঙ্গে সুপার কম্পিউটার কীভাবে কাজ করে, তা নিয়ে আলাপ করেন। কীভাবে মহাকাশ গবেষক হওয়া যায়, সে বিষয়েও পরামর্শ দিয়েছেন তিনি।

আরও পড়ুন

এরপর আসেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির অ্যাকাডেমিক কাউন্সিলর ও সহযোগী সদস্য, মাধ্যমিক গণিত পাঠ্যপুস্তকের (এনসিটিবি) লেখক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব এম এন এসের আডজাংক্ট (কন্ট্রাকচুয়াল) ফ্যাকাল্টি সকাল রায়। বাস্তব জীবনে কীভাবে গণিত কাজ করে তা নিয়ে বিস্তর আলোচনা করেন। উদাহরণ হিসেবে তিনি পিথাগোরাসের গাণিতিক দর্শন কিআ পাঠকদের সামনে তুলে ধরেন।

সবশেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন কিশোর আলোর প্রাক্তন সহকারী সম্পাদক মহিতুল আলম পাভেল। উপস্থিত সবার সঙ্গে তিনি এই পর্বে শুভেচ্ছা বিনিময় করেন। কিআড্ডার ৯৮তম পর্ব সঞ্চালনা করেন কিশোর আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক আহমাদ মুদ্দাসসের ও স্বেচ্ছাসেবক জাহিন যাইমাহ্‌ কবির।

আড্ডা শেষে কিআ কুইজের সঠিক উত্তর দিয়ে আকর্ষণীয় পুরস্কার জিতে নেয় তিনজন বিজয়ী। পুরস্কার হিসেবে ছিল সেভয় আইসক্রিমের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট বক্স। কিআ পাঠকেরা আইস্ক্রিম এবং চিপস নিয়ে কিআড্ডা শেষ করে।

ছবি: আব্দুল ইলা

আরও পড়ুন