গ্যাস সিলিন্ডার কেন বেলনাকৃতির হয় 

গ্যাসীয় পদার্থের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো চাপছবি: এআই দিয়ে তৈরি

এলপিজি সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার, অগ্নি নির্বাপক যন্ত্র, অক্সিজেন ট্যাঙ্ক—এগুলো দেখতে গোলাকার মনে হলেও আসলে সিলিন্ডার বা বেলন আকৃতির। আকৃতির সঙ্গে মিল রেখে এর নামই হয়ে গেছে ‘সিলিন্ডার’ আকৃতি। এ আকৃতি কেন গোলাকার নয়, তা বোঝা সহজ। গোলক মানে, কেন্দ্র থেকে পৃষ্ঠের সব বস্তুর দূরত্ব সমান। সিলিন্ডার মোটেও এ রকম নয়। এবারে শিরোনামের প্রশ্নটা। কখনো ভেবেছেন, এত এত আকৃতির পাত্র থাকতে কেন গ্যাসীয় পদার্থ বেলনাকৃতির পাত্রে রাখা হয়?

আকৃতি বলতে বোঝায় বস্তুর বাহ্যিক সীমানা, রূপরেখা বা বাহ্যিক পৃষ্ঠের রূপ। আমাদের পরিবেশের চারপাশে সবসময় এ ধরণের আকৃতি দেখা যায়। যেমন দ্বিমাত্রিক (2D) ও ত্রিমাত্রিক (3D) বস্তু। দ্বিমাত্রিক আকৃতির দুটি মাত্রা থাকে। দৈর্ঘ্য এবং প্রস্থ। যেমন বর্গ, ত্রিভুজ, বৃত্ত ইত্যাদি। আর ত্রিমাত্রিক আকৃতির মাত্রা থাকে তিনটি। দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা। যেমন ঘনক, সিলিন্ডার ও গোলক ইত্যাদি। প্রকারভেদে বস্তুর আকৃতি বিভিন্ন রকম হয়। যেমন গ্যাসীয় পদার্থ বেশির ভাগ সময়ই সিলিন্ডার বা বেলন আকৃতির পাত্রে রাখা হয়। এটা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী রাখা হয় সিলিন্ডারের আকৃতির পাত্রে। কারণ এই আকৃতির পাত্রে সহজে গ্যাস এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করা যায়। যেমন অনেক সময় আমরা কাঁধে সিলিন্ডার বহন করি। এমন ভারী একটা জিনিসি যদি গোলাকার হতো, তাহলে ধরে রাখা যেত না। হাতের ফাঁক গলে বেরিয়ে যেত। আবার বর্গাকার হলেও তা বহনে সুবিধা হতো না। কিন্তু বেলনাকৃতির হওয়ায় সহজেই আমরা সিলিন্ডার কাঁধে কিরে বহ্ন করতে পারি।

আরও পড়ুন

গ্যাসীয় পদার্থের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো চাপ। সিলিন্ডারের ভেতর প্রচুর চাপ উৎপন্ন হয়। অন্যান্য আকৃতির চেয়ে বেলনাকার আকৃতি বেশি চাপ সহ্য করতে পারে। এই একৃতিতে চাপ সব দিকে সমানভাবে প্রবাহিত হতে পারে। কিন্তু অন্য আকৃতির পাত্র এতটা চাপ সহ্য করতে পারে না। সিলিন্ডার বেলনাকৃতির হওয়ায় কোনো অংশে অতিরিক্ত চাপ পরে না। তাই ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু বর্গাকার বা ত্রিকোণাকার পাত্রের কোণগুলোতে বেশি চাপ দিলে তা ফেটে যেতে পারে। কিন্তু সিলিন্ডার পুরুত্বের কারণে বাইরের বায়ুমণ্ডলীয় চাপ সহ্য করতে পারে। পাশাপাশি সিলিন্ডারের ওপরে একটি ভাল্ব থাকে যা চাপ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়।

সূত্র: ইঞ্জিনিয়ারিং ডট কম, উইকিপিডিয়া 

আরও পড়ুন