হটহুইলসের পথ তৈরি করে বিশ্ব রেকর্ড

সালটা তখন ২০২০। কোভিড–১৯ মহামারির কবলে পড়ে পুরো বিশ্ব তখন লকডাউনে বন্দী। সবাই তখন অপেক্ষা করছিল লকডাউন থেকে মুক্তি পাওয়ার। লকডাউনে নিজের বাড়িতে বন্দী থাকতে থাকতে সবাই যখন প্রায় ক্লান্ত, ঠিক তখনই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করা ফিটজি ও উইপ্পা—দুজন মিলে চিন্তা করল অভিনব কিছু করার। অভিনব কিছু করার চিন্তা করতেই তাদের মাথায় চলে এল খেলনা গাড়ি হটহুইলসের জন্য পৃথিবীর দীর্ঘতম পথ তৈরি করার বুদ্ধি। দেরি না করে তারা তাদের কাজে নেমে পড়ল এবং বানিয়ে ফেলল হটহুইলসের জন্য দীর্ঘতম পথ।

আরও পড়ুন

হটহুইলসের জন্য পথ তৈরির করার সময় তাদের লক্ষ্য ছিল তৈরি করা আগের সব রেকর্ডকে ভেঙে দিতে সক্ষম হবে। কাজটি করা তাদের জন্য সহজ ছিল না। রেকর্ড গড়ার আগে সিডনির টারঙ্গা চিড়িয়াখানা ও সেনটেনিয়াল পার্কে তাদের চেষ্টাটি ব্যর্থ হয়। তবে শেষ পর্যন্ত সে বছরের ৪ আগস্ট সিডনির ওটলে পার্কে হটহুইলসের ছোট খেলনা গাড়িটি ৭৫১ দশমিক ৫১ মিটার (২ হাজার ৪৬৪ ফুট ৪ ইঞ্চি) দীর্ঘ পথ পাড়ি দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্ব রেকর্ড হিসেবে নিজের নাম লিখিয়ে নেয়, যা ছিল আগের রেকর্ডের চেয়েও প্রায় ১০০ মিটার দীর্ঘ পথের বেশি। আগের রেকর্ডটি ছিল ৫৯১ দশমিক ৮০ মিটার (১ হাজার ৯৪১ ফুট ৭ দশমিক ১৮ ইঞ্চি) দীর্ঘ হটহুইলসের পথের, যা ২০১৯ সালের ২১ নভেম্বর যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনাতে তৈরি করা হয়েছিল।

যদিও কাজটি করতে গিয়ে ফিটজি ও উইপ্পা তাদের প্রথম চেষ্টায় সফল হতে পারেনি। তবে এক–দুবার করে তৃতীয়বার চেষ্টার পর তাদের গড়তে চাওয়া রেকর্ডটি আলোর মুখ দেখতে পেরেছিল। তাদেরকে দীর্ঘ এ পথটি বানাতে ও রেকর্ডটি তৈরি করতে ছোট একটি দলও সাহায্য করেছিল এবং দীর্ঘ এ পথটি তৈরি করতে তাদের সময় লেগেছিল প্রায় চার ঘণ্টা।

স্বীকৃতি হাতে ফিটজি ও উইপ্পা
ছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

ফিটজি ও উইপ্পার কাছে পুরো কাজটিই ছিল এক স্বপ্নের ভ্রমণের মতোই। তাদের কাজটি পেয়েছিল অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন এবং অলিম্পিক স্বর্ণপদকপ্রাপ্ত ক্রীড়াবিদ ম্যাট শিরভিংটনসহ বহু বিখ্যাত ব্যক্তিদের সমর্থন ও বাহবা।