ভ্যান গঘের সেরা ১০ চিত্রকর্ম

ভিনসেন্ট ভ্যান গঘ চিত্রকলা জগতে এক আশ্চর্য নাম। অসাধারণ প্রতিভা, উজ্জ্বল রঙের ব্যবহার, ঘূর্ণমান ব্রাশওয়ার্ক এবং প্রকৃতির বিচিত্র চিত্রায়ণে ভ্যান গঘ এক অনন্য জগৎ তৈরি করেছেন। জীবদ্দশায় মাত্র একবার নিজের চিত্রকর্ম বিক্রি করতে সক্ষম হলেও এখন বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং দামি শিল্প হিসেবে তাঁর ছবিকে ধরা হয়। ২৭ বছর বয়সে ছবি আঁকাকে পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। অন্য শিল্পীদের তুলনায় কিছুটা বেশি বয়সে হলেও ভ্যান গঘ প্রমাণ করেছিলেন, বয়স কোনো বাধা নয়। দুই হাজারের বেশি ড্রইং, পেইন্টিং, জলরঙে আঁকা ছবি ও স্কেচ তৈরি করেন তিনি। এগুলো তাঁর অসাধারণ সৃজনশীলতার পরিচয় দেয়। ভ্যান গঘের ছবির নান্দনিকতা আজও শিল্পপ্রেমীদের মুগ্ধ করে। এই লেখায় আমরা ভ্যান গঘের সবচেয়ে জনপ্রিয় এবং সুপরিচিত ১০টি চিত্রকর্ম সম্পর্কে জানব।

দ্য স্টারি নাইট

ভ্যান গঘের বিখ্যাত চিত্রকর্ম এটি। দক্ষিণ ফ্রান্সের সেন্ট-রেমি-ডি-প্রোভেন্সের আশ্রয়কেন্দ্রে থাকাকালে ১৮৮৯ সালে এঁকেছিলেন। রাতের আকাশের ঘূর্ণমান চিত্র, সর্পিল নক্ষত্র এবং একটি উজ্জ্বল চাঁদ। শিল্পজগতের অনেক বিশেষজ্ঞের বিশ্বাস—ভ্যান গঘের এই চিত্রকর্ম তাঁর সবচেয়ে বিখ্যাত কাজ।

দ্য সানফ্লাওয়ারস

জড়বস্তুর চিত্রায়ণে ভিনসেন্ট ভ্যান গঘের দক্ষতা অসামান্য ছিল। তাঁর আঁকা ‘সানফ্লাওয়ারস’ সিরিজের চিত্রকর্মগুলো এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় চিত্রকর্মগুলোর মধ্যে অন্যতম। ১৮৮৭ থেকে ১৮৮৯ সালের মাঝামাঝি সময়ে আঁকা এই দুই সিরিজে মোট ১২টি চিত্রকর্ম রয়েছে। বর্তমানে এগুলো টোকিও, লন্ডন, আমস্টারডাম, মিউনিখসহ বিভিন্ন বিখ্যাত জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে।

দ্য পটেটো ইটার্স

ভিনসেন্ট ভ্যান গঘের ‘দ্য পটেটো ইটার্স’ ১৯ শতকের শেষের দিকে গ্রামীণ জীবনের একটি বাস্তব চিত্রায়ণ। যা ১৮৮৫ সালে আঁকা হয়েছিল। বর্তমানে নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত ভ্যান গঘ মিউজিয়ামে প্রদর্শিত হচ্ছে।

আরও পড়ুন

ক্যাফে টেরেস অ্যাট নাইট

Picasa

এটি ভিনসেন্ট ভ্যান গঘের ১৮৮৮ সালে আঁকা একটি চিত্রকর্ম। এটি ফ্রান্সের আর্লেসে অবস্থিত একটি ক্যাফের রাতের দৃশ্য দেখায়। আকাশে উজ্জ্বল তারা এবং একটি হলুদ চাঁদ রয়েছে। ক্যাফেটি হলুদ আলো দিয়ে আলোকিত এবং লোকজন টেবিলে বসে আছে। পটভূমিতে গাছপালা এবং ভবন রয়েছে।

সেল্ফ পোর্ট্রেট উইথ ব্যান্ডেজড ইয়ার

এই চিত্রকর্ম ১৮৮৯ সালে আঁকা হয়েছিল। এটি ভ্যান গঘের আত্ম-প্রতিকৃতি। এক রাতে ক্ষুর দিয়ে নিজের বাঁ কানের একটি অংশ কেটে ফেলেন তিনি। পরে তা ব্যান্ডেজ করা হয়। তখনই নিজের এই ছবি আঁকেন তিনি। অর্থাৎ এটা এমন এক সময়ে আঁকা, যখন তিনি তীব্র মানসিক অসুস্থতায় ভুগছিলেন। পেছনে জাপানি ব্লকপ্রিন্ট উকিওয়ের শিল্পের প্রতি তাঁর আগ্রহের ইঙ্গিত পাওয়া যায়।

আরও পড়ুন

আমন্ড ব্লসমস

আমন্ড ব্লসমস ১৮৯০ সালে আঁকা একটি চিত্রকর্ম যা ভ্যান গঘ ফ্রান্সের দক্ষিণাঞ্চলে আশ্রয়কেন্দ্রে থাকার সময় আঁকেন। ভ্যান গঘের ফুলগাছের প্রতি প্রবল আকর্ষণ ছিল, যা তাঁর অনেক চিত্রকর্মে প্রতিফলিত হয়েছে। ফুলকে তিনি আশা, সৌন্দর্য এবং নতুন জীবনের প্রতীক হিসেবে মনে করতেন।

এই চিত্রকর্মে একটি গাছের পূর্ণ ফোটা ফুল দেখতে পাই। ফুলগুলো সাদা এবং হালকা গোলাপি রঙের। পটভূমিতে আমরা নীল আকাশ এবং কিছু মেঘ দেখতে পাই।

দ্য রেড ভিনিয়ার্ডস

এটি ১৮৮৮ সালে ক্যানভাসে আঁকা একটি চিত্রকর্ম। যেখানে ফসল খেতে কাজ করছেন কৃষক। মাঠের ফসল সূর্যের আলোয় ঝলমল করছে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী। এটিই একমাত্র ভ্যান গঘের জীবদ্দশায় বিক্রি হওয়া চিত্রকর্ম। বর্তমানে মস্কোর পুশকিন স্টেট মিউজিয়াম অব ফাইন আর্টসে সংরক্ষিত আছে।

স্টারি নাইট ওভার দ্য রোন

স্টারি নাইট ওভার দ্য রোন একটি তেলচিত্রিত ক্যানভাস চিত্রকর্ম। ১৮৮৮ সালে আঁকা চিত্রকর্মটি বর্তমানে প্যারিসের মুজে দর্সে মিউজিয়ামের সংগ্রহে রয়েছে। চিত্রটি রাতের সময় দক্ষিণ ফ্রান্সের রোন নদীর একটি দৃশ্য দেখায়। আকাশ তারা দিয়ে ভরা এবং চাঁদ উজ্জ্বলভাবে আলো ছড়াচ্ছে। নদীটি গ্রাম এবং পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। ভ্যান গঘ ঘন এবং স্পষ্ট ব্রাশস্ট্রোক ব্যবহার করেছেন যা চিত্রকর্মটিকে আরও ফুটিয়ে তুলেছে।

আরও পড়ুন

দ্য নাইট ক্যাফে

দ্য নাইট ক্যাফে একটি তৈলচিত্র। ১৮৮৮ সালে আঁকা এই ছবি ইয়েল বিশ্ববিদ্যালয়ের আর্ট গ্যালারির সংগ্রহে রয়েছে। চিত্রটি রাতের বেলায় আর্লেসের একটি ক্যাফের অভ্যন্তরীণ দৃশ্য দেখায়। ক্যাফেটি হলুদ আলোয় ঝলমল করছে এবং বেশ কয়েকজন গ্রাহক টেবিলে বসে আছেন। বারের পেছনে একজন বারটেন্ডার পানীয় পরিবেশন করছেন।

১০

দ্য বেডরুম

এটি বর্তমানে নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত ভ্যান গঘ মিউজিয়ামে সংগৃহীত আছে। এ চিত্রকর্মটিও ১৮৮৮ সালে আঁকা। এতে আছে আর্লেসে ভ্যান গঘের বেডরুমের অভ্যন্তরীণ দৃশ্য। বিছানাটি হলুদ রঙের চাদর দিয়ে ঢাকা। দেয়ালগুলোয় নীল এবং সবুজ রঙের জানালা দেখা যায়। বিছানার পাশে একটি ছোট্ট টেবিল রয়েছে। যার ওপরে কিছু বই, একটি মোমবাতি এবং একটি পাইপ রয়েছে। এ ছাড়া দেয়ালে নানা ধরনের চিত্রকর্ম দেখা যাচ্ছে।

আরও পড়ুন