কুমিল্লায় কিশোর আলো ও ফ্রেশের ‘আগামীর অনন্যা’

কুমিল্লায় কিশোর আলো ও ফ্রেশের আয়োজন আগামীর অনন্যাছবি: এম সাদেক

'আমি কিশোরী, চলো ইচ্ছেডানায় উড়ি' স্লোগানে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষার সচেতনতায় কিশোর আলো ও ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের আয়োজনে কুমিল্লা নগরের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ‘আগামীর অনন্যা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্কুল-কলেজে কিশোর আলো শিশু-কিশোরদের মানসিক বিকাশে নানা অনুষ্ঠানের আয়োজন করে। এরই অংশ হিসেবে কুমিল্লা নগরের নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং কুমিল্লা হাই স্কুলে এই আয়োজন করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় কুমিল্লা হাই স্কুলের মিলনায়তনে এবং এদিন দুপুর ২টায় নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ‘আগামীর অনন্যা’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অংশ নিয়ে দুটি প্রতিষ্ঠানেই অংশগ্রহণ করে মোট ৬ শতাধিক কিশোরী।

দুটি অনুষ্ঠানের শুরুতেই ডা.পাপিয়া আফরোজ উপস্থিত কিশোরীদের পিরিয়ড-বিষয়ক বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং এসব সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন। এরপর মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে উপস্থিত কিশোরীদের ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন সৌজন্য হিসেবে উপহার দেওয়া হয়।

ডা. পাপিয়া আফরোজ বলেন, শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। পড়াশোনার পাশাপাশি সবাইকে সুস্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। মেয়েদেরকে পিরিয়ড-বিষয়ক সকল তথ্য জানতে হবে। তাহলেই মেয়েদের পথচলা সহজ হবে।

আরও পড়ুন

দুটি প্রতিষ্ঠানেই কিশোর আলোর সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হককে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের গল্প আর কৌতুকে মাতিয়ে রাখেন তিনি। অনুষ্ঠানে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং কুমিল্লা হাই স্কুলের শিক্ষার্থীরা গান পরিবেশন করে। এছাড়া স্কাউট হাততালি এবং বিভিন্ন কুইজে প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার জিতে নেয় শিক্ষার্থীরা। অনুষ্ঠান চলাকালে শিক্ষার্থীদের 'মাদক, মিথ্যা ও মুখস্থকে 'না' পাঠ করান আনিসুল হক। শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে উদাহরণ দিতে গিয়ে বিভিন্ন দার্শনিকদের কথাও তুলে ধরেন তিনি। এ সময় শিক্ষার্থীরা আনিসুল হকের সঙ্গে সমবেত কণ্ঠে বলে ‘যা কিছু ভালো তার সাথে প্রথম আলো, যা কিছু ভালো তা করবে কিশোর আলো’।

কিআ সম্পাদককে সামনে পেয়ে অটোগ্রাফ নিতে ভিড় করেছে শিক্ষার্থীরা
ছবি: এম সাদেক

শিক্ষার্থীদের উদ্দেশে কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ‘অনেক কষ্ট আর ত্যাগের বিনিময়ে দেশটা পেয়েছি আমরা। প্রতিটি শিক্ষার্থীকে নিজেদের আলোকিত করে দেশটাকে আলোকিত করতে হবে। আমরা যা শোনার চেষ্টা করি তা-ই শুনি এবং আমরা যা দেখার চেষ্টা করি তা-ই দেখি। তাই আমাদেরকে ভালোটাই শুনতে এবং দেখতে হবে। সব সময় মানুষকে দেবার বেলায় নিজেকে এগিয়ে রাখতে হবে। শিক্ষার্থীদের প্রচুর বই পড়তে হবে।

কিশোরীদের স্বাস্থ্য নিয়ে সচেতন হতে জোর দিয়ে এবং সাহিত্যচর্চা ও বিজ্ঞানচর্চা করতে সকলকে উৎসাহিত করে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভালো করে লেখাপড়া করে নিজেদের আলোকিত করতে হবে। নিজেদেরকে দেশের জন্য যোগ্য করে গড়ে তুলতে হবে। তোমাদের যা হতে ইচ্ছে করে, তা-ই হবে। তবে এর আগে সবাইকে ভালো মানুষ হতে হবে।’

আরও পড়ুন

নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার বলেন, মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় ‘আগামীর অনন্যা’ নামের এই অনুষ্ঠানটি অসাধারণ একটি উদ্যোগ। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক সুরক্ষার দিকেও খেয়াল রাখতে হবে। সুস্বাস্থ্য বজায় রেখে ভালো মানুষ হতে হবে। পাশাপাশি সৃজনশীল বই পড়তে হবে।

আগামীর অনন্যা অনুষ্ঠানে কিশোরীদের জন্য ছিল পুরস্কার
ছবি: এম সাদেক

কুমিল্লা হাই স্কুলের প্রধান শিক্ষক মো.হুমায়ুন কবির বলেন, ‘আগামীর অনন্যা অনুষ্ঠানটি কিশোর আলো ও এমজিআই’র অনন্য উদ্যোগ। এই অনুষ্ঠানের মাধ্যমে মেয়ে শিক্ষার্থীরা তাদের স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে অনেক বেশি সচেতন হবে বলে আমি বিশ্বাস করি।’

ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ন্যাশনাল সেলস ম্যানেজার এম এম নাজমুল হাসান বলেন, ‘তোমরা অনন্যা স্যানিটারি ন্যাপকিনকে নিজেদের পণ্য মনে করবেন। নিজেদের পণ্য নিজেরাই ব্যবহার করবেন। অনন্যা স্যানিটারি ন্যাপকিন খুবই ভালো মানের পণ্য। আমরা অনেক কম দামে সর্বোচ্চমানের পণ্য দিচ্ছি। যাতে আমাদের মা, বোন ও সন্তানরা এই পণ্য ব্যবহার করতে পারেন। কিশোর আলোর সঙ্গে এমন আয়োজনে যুক্ত হতে পেরে আমরা গর্বিত।’

আগামীর অনন্যায় গান গাইছে একজন শিক্ষার্থী
ছবি: এম সাদেক

তিনি বলেন, ‘পিরিয়ড চলাকালে সচেতনতার অভাবে আমাদের দেশের নারীরা জরায়ু ক্যান্সারসহ বিভিন্ন জটিল সমস্যার সম্মুখীন হচ্ছেন। শহরের নারীরা মাসিক চলাকালে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলেও শহরের বাইরে বা গ্রামাঞ্চলের বেশির ভাগ নারী মাসিক চলাকালে স্যানিটারি ন্যাপকিনের পরিবর্তে কাপড় ব্যবহার করেন। বাংলাদেশের প্রায় ৭১ শতাংশ নারী তাঁদের মাসিক চলাকালে কোনো ধরনের স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না। এজন্য এমজিআই ২০২৩ সালের মার্চে নারীদের মাসিকের সময় স্বাস্থ্য সুরক্ষার জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন বাজারে নিয়ে এসেছে।’

আরও পড়ুন

নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তাবাসসুম বিনতে শরীফ বলেন,’ চমৎকার একটি অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠান থেকে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে অনেক কিছু শিখলাম। আশা করছি আগামীর পথচলায় এগুলো কাজে লাগবে।’

একই বিদ্যালয়ের নবম শ্রেণির আরেক শিক্ষার্থী সৈয়দা সাবেকুন নাহার রাহি বলেন, ‘আমাদের বিদ্যালয়ে এমন আয়োজনের জন্য ধন্যবাদ কিশোর আলোকে। আমরা অনেক কিছু জানতে পেরেছি আজকে।’

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন কিআ সম্পাদক
ফাইল ছবি

অনুষ্ঠান শেষে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানেই একটি করে ‘সুরক্ষা বক্স’ স্থাপন করা হয়। এসব বক্স থেকে বিদ্যালয়গুলোর কিশোরী শিক্ষার্থীরা সাশ্রয়ী মূল্যে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন ক্রয় করতে পারবে।

কুমিল্লা হাই স্কুলের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো.হুমায়ুন কবির। নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক রাশেদা আক্তার। প্রথম আলো কুমিল্লার আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা জুয়েলের সঞ্চালনায় দুটি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর সার্কুলেশন সেলস বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন রওনক, জ্যেষ্ঠ নির্বাহী রেজাউর রহমানসহ এমজিআইয়ের বিভিন্ন কর্মকর্তারা। আয়োজনে সহযোগিতা করে প্রথম আলো বন্ধুসভা কুমিল্লার বন্ধুরা।

আরও পড়ুন