গুগল স্ট্রিট ভিউয়ের ছবি দেখে সন্দেহভাজন খুনি গ্রেপ্তার

গুগল স্ট্রিট ভিউয়ের ছবি দেখে গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন খুনিছবি: গুগল

স্পেনের সোরিয়া শহরের ছোট্ট গ্রাম তাজুয়েকো। গুগলের স্ট্রিট ভিউয়ে এই গ্রামের রাস্তার ছবি রয়েছে। এই স্ট্রিট ভিউ থেকেই খুনের দায়ে অভিযুক্ত এক দম্পতিকে খুঁজে বের করা হয়েছে। একটি হত্যা মামলায় তাঁরা গ্রেপ্তার হয়েছেন। গুগল স্ট্রিট ভিউয়ে দেখা গেছে, একজন ব্যক্তি একটি মৃতদেহ গাড়ির ডিকিতে তুলছেন।

গুগল দুই মাস আগে এই ছবিটি প্রকাশ করে। এই ছবি দেখে পুলিশ কিউবার এক ব্যক্তির নিখোঁজের তদন্ত আবার শুরু করে। গত সপ্তাহে তাজুয়েকো গ্রামের কাছাকাছি একটি কবরস্থানে একজন পুরুষের দেহ খুঁজে পাওয়া যায়। পরে নিশ্চিত করা হয় যে এটি নিখোঁজ কিউবান ব্যক্তির দেহ। ওই ব্যক্তির নাম সংক্ষেপে ‘জেপিএলও’ হিসেবে প্রকাশ করা হয়েছে।

বলা হচ্ছে, নিহত ব্যক্তি ৩৩ বছর বয়সী। অভিযুক্ত ব্যক্তির নাম ম্যানুয়েল ইসলা গ্যালার্ডো। ৪৮ বছর বয়সী এই ব্যক্তি তাজুয়েকো গ্রামের বাসিন্দাদের কাছে ‘দ্য উলফ’ নামে পরিচিত। সঙ্গে তাঁর প্রাক্তন সঙ্গীকেও গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

গুগলের প্রকাশ করা এক ছবিতে দেখা গেছে, একজন ব্যক্তি একটি সাদা চাদরে মোড়ানো বড় একটি মানবদেহ মেরুন রোভার গাড়ির পেছনের অংশে তুলছেন। স্ট্রিট ভিউয়ের আরও একটি ছবিতে দেখা গেছে, একই ব্যক্তি একটি ট্রলিতে সাদা চাদরে মোড়া দেহ গাড়ির দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন।

এই স্ট্রিট ভিউয়ের ছবিগুলো কিউবান ব্যক্তি নিখোঁজ হওয়ার প্রায় এক বছর পর প্রকাশিত হয়। তিনি স্পেনের সোরিয়া শহরে বাস করতেন। ২০২৩ সালের নভেম্বরে স্পেনে বসবাসকারী ভুক্তভোগীর এক চাচাতো ভাই তাঁর নিখোঁজ হওয়ার খবর জানান। তিনি কিছু অদ্ভুত টেক্সট বার্তা পান, যেখানে বলা হয়েছিল, তিনি (ভুক্তভোগী) একজন নারীর সঙ্গে দেখা করেছেন এবং আগের ফোন নম্বরটি আর ব্যবহার করবেন না, কারণ তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন।ওই চাচাতো ভাই পুলিশকে জানান, তিনি সঙ্গে সঙ্গেই বুঝতে পারেন বার্তাগুলো নিখোঁজ ব্যক্তির লেখা নয়, কারণ সেগুলো তাঁর স্বভাবের সঙ্গে একদমই মেলে না।
গুগল ছবিগুলো প্রকাশের কয়েক সপ্তাহের মধ্যেই পুলিশ ওই দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে অপহরণ, নিখোঁজ ব্যক্তির খবর না দেওয়া এবং হত্যার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন

গত সপ্তাহে তাজুয়েকো থেকে প্রায় ছয় মাইল দূরের আন্দালুজ নামক গ্রামে এক কবরস্থানে পুলিশি তল্লাশি চালিয়ে নিখোঁজ ব্যক্তির ধড় উদ্ধার করা হয়। তবে এখনও তাঁর দেহের অন্যান্য অংশের সন্ধান চলছে।

স্থানীয়রা এল পাইস পত্রিকাকে জানান, ‘দ্য উলফ’ সম্প্রতি একটি বার পরিচালনার চাকরি হারিয়েছিলেন এবং তাঁকে ‘বিচলিত’ মনে হচ্ছিল।
স্থানীয় একজন পত্রিকাকে জানান, তিনি ওই কিউবান ব্যক্তিকে গ্রামে দেখেছেন এবং তাকে ‘খুবই বিশালদেহী’ বলে বর্ণনা করেন। তাঁর প্রশ্ন, ‘এত বড় দেহ তারা কোথায় রেখেছিল? বরফ-শীতল মনের অধিকারী না হলে এটি সম্ভব নয়।’

তদন্তের দায়িত্বে থাকা বিচারক প্রথমে মামলার বিস্তারিত তথ্য গোপন রাখার নির্দেশ দিয়েছিলেন। তবে স্পেনের জাতীয় পুলিশ বাহিনী বুধবার হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য প্রকাশ করেছে, যেখানে গুগলের স্ট্রিট ভিউ ছবিগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়েছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

আরও পড়ুন