আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের দুই পদক

বাংলাদেশ গণিত দলের ৬ সদস্যছবি: সাবিনা ইয়াসমিন

৬৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ দুটি ব্রোঞ্জ পদক ও চারটি সম্মানজনক স্বীকৃতি পেয়েছে। ব্রোঞ্জ পদক পেয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মনামী জামান ও ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এস এম এ নাহিয়ান। মনামী পেয়েছে ২০ নম্বর ও নাহিয়ান ১৭।

এছাড়া বাকি চারজন পেয়েছেন সম্মানজনক স্বীকৃতি। দলীয়ভাবে বাংলাদেশের ৬ শিক্ষার্থী মিলে ২৫২-এর মধ্যে পেয়েছে ৮৩ নম্বর। দলীয়ভাবে ১৯২ পেয়ে প্রথম হয়েছে যুক্তরাষ্ট্র। ৫টি স্বর্ণপদক ও ১টি রৌপ্যপদক পেয়েছে তারা। ১৯০ নম্বর ও একই সংখ্যক পদক নিয়ে দ্বিতীয় হয়েছে চীন। আর ১৬৮ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে কোরিয়া। ২টি স্বর্ণপদক ও চারটি রৌপ্যপদক পেয়েছে তারা। বাংলাদেশের স্থান ৬৫তম।

ইংল্যান্ডের বাথ শহরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ৬৫তম আসর বসে ১০ থেকে ২২ জুলাই। ১৫ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হয় এবারের আসরের।

এ অলিম্পিয়াডে সম্মানজনক স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশ দলের ৪ সদস্য হলেন চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জিতেন্দ্র বড়ুয়া, ময়মনসিংহ জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী তাহসিন খান, ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মো. নাফিজ নূর তাস্বীন ও বরিশাল ক্যাডেট কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মুসাহিদ আহমদ। ব্রোঞ্জ জয়ী দুজনসহ ৬ সদস্যের বাংলাদেশ দলের সঙ্গে কোচ হিসাবে ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার, উপদলনেতা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গণিত দলের মেন্টর মির্জা মো. তানজিম শরীফ এবং পর্যবেক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।

আরও পড়ুন

এবারে ২০তম বারের মতো আইএমওতে অংশ নিল বাংলাদেশ। গত ১৯ বছরে বাংলাদেশের শিক্ষার্থীরা জিতেছে ১টি স্বর্ণ, ৭টি রৌপ্য, ৩৫টি ব্রোঞ্জসহ মোট ৪৩টি পদক আর ৪০টি সম্মাননা স্বীকৃতি।

এর আগে, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দলের সদস্য নির্বাচনের লক্ষ্যে আয়োজিত হয় গণিত উৎসব। সেখানে প্রায় ৭১ হাজার শিক্ষার্থী অনলাইনে নিবন্ধন করে। নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে প্রথমে অনলাইনে বাছাই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এ পর্বের বিজয়ীদের নিয়ে ১৮টি শহরে অনুষ্ঠিত হয় আঞ্চলিক গণিত উৎসব। সেখান থেকে বিজয়ী ১ হাজার ৩৫০ শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত হয় জাতীয় গণিত উৎসব। জাতীয় উৎসবে বিজয়ী নির্বাচন করা হয় ৮৫ জনকে। সেখান থেকে সেরা ৪০ জনকে নিয়ে প্রথমে জাতীয় গণিত ক্যাম্প আয়োজিত হয়। পরে জাতীয় গণিত ক্যাম্প, এশিয়া-প্যাসিফিক ম্যাথমেটিকেল অলিম্পিয়াড এবং আইএমও নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ গণিত দলের কোচ মাহবুব মজুমদার ছয় সদস্যের বাংলাদেশ দল সুপারিশ করেন। সুপারিশ অনুযায়ী ৬৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ জাতীয় গণিত দলের ছয় সদস্য নির্বাচন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

উল্লেখ্য, ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি বাংলাদেশ গণিত অলিম্পিয়াড আয়োজন করে।

আরও পড়ুন