সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট গাড়ি প্রদর্শনীতে একটি উড়ন্ত বাইক দেখানো হয়েছে। বাইকটি টানা ৪০ মিনিট উড়তে পারে। ওড়ার সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার। বাইকটির নাম রাখা হয়েছে এক্সটুরিসমো। এই উড়ন্ত বাইকের নির্মাতা জাপানের স্টার্টআপ এয়ারউইনস টেকনোলজিস। ২৩ সেপ্টেম্বর বাইকটি জনসমক্ষে নিয়ে আসেন নির্মাতারা। এটি ইতিমধ্যে জাপানের বাজারে পাওয়া যাচ্ছে। এর প্রাথমিক দাম ধরা হয়েছে ৭ লাখ ৭৭ হাজার মার্কিন ডলার বা প্রায় ৭ কোটি ৯৩ লাখ টাকা। তবে নির্মাতাদের আশা, ২০২৫ সালের মধ্যে এই উড়ন্ত বাইকের একটি ছোট সংস্করণ বাজারে নিয়ে আসবেন তাঁরা। তাতে দাম নেমে আসবে ৫০ হাজার মার্কিন ডলারে (বাংলাদেশি টাকায় ৫১ লাখ টাকা)। বাইকটির ওজন ৩০০ কেজি। ৩.৭ মিটার লম্বা, ২.৪ মিটার চওড়া ও ১.৫ মিটার উচ্চতাবিশিষ্ট বাইকটি ১০০ কেজি ভর নিয়ে উড়তে পারে সহজেই।