রোনালদোর ‘সিউ’ উদ্‌যাপন করে দেখাল রোবট

রোবটও ‘সিউ’ উদ্‌যাপন

ক্রিস্টিয়ানো রোনালদোর ‘সিউ’ উদ্‌যাপন বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের কাছে একটি পরিচিত দৃশ্য। খেলার মাঠে এই দৃশ্য নিজ চোখে দেখার জন্য অপেক্ষায় থাকে অনেকেই। রোনালদো–ভক্তরা চেষ্টা করেন ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ‘সিউ’ করতে। তবে এবার শুধু রোনালদো নয়, বরং একটি রোবটও তাঁর ‘সিউ’ করা ট্রেডমার্ক উদ্‌যাপন করে দেখাতে শিখেছে।

বিজ্ঞানীরা রোবটদের প্রশিক্ষণ দিচ্ছেন, যাতে তারা রোনালদোর এই বিশেষ উদ্‌যাপন ভঙ্গিটি নিখুঁতভাবে অনুকরণ করতে পারে। বিজ্ঞানীরা মনে করছেন, এই প্রচেষ্টা রোবটদের মানুষের মতো নড়াচড়া অনুকরণ করার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।

কাজটা করেছেন পেনসিলভানিয়ার কার্নেগি মেলন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। তিনজন খেলোয়াড়ের ভিডিও ক্লিপ ব্যবহার করে তাঁদের উদ্‌যাপনের দৃশ্য অনুকরণ করার জন্য প্রশিক্ষণ দিয়েছেন রোবটকে। যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় কোবে ব্রায়ান্ট ও লেব্রন জেমসের আইকনিক উদ্‌যাপনের সঙ্গে রোনালদোর ‘সিউ’ উদ্‌যাপনের প্রতিটি মুভ বা নড়াচড়া রোবটটিকে শেখানো হয়েছে। রোবটটি রোনালদোর মতো লাফিয়ে ১৮০ ডিগ্রি ঘুরে আবার হাত দুই পাশে মেলে ধরার ভঙ্গি রপ্ত করেছে।

ক্রিস্টিয়ানো রোনালদোর সেই চেনা উদ্‌যাপন
ছবি: রয়টার্স
গবেষণাকারী বিজ্ঞানীরা জানিয়েছেন, গবেষণাটি এমন একটি প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে, যা রোবটকে দ্রুত এবং দক্ষতার সঙ্গে পুরো শরীর নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই প্রযুক্তি সিমুলেশন থেকে বাস্তব জগতে রোবটের চলাচলকে আরও ভালোভাবে নকল করতে কাজ করছে।
রোবটও তাঁর ‘সিউ’ করা ট্রেডমার্ক উদ্‌যাপন করে দেখাতে শিখেছে

সামাজিক মাধ্যমে রোবটের এই উদ্‌যাপনের ভিডিও ছড়িয়ে পড়লে সাড়া পড়ে রোনালদো–ভক্তদের মধ্যে। অনেকেই ভিডিওটি শেয়ার দিয়ে ক্যাপশনে লিখছে ‘সিউ…।’ মানুষের মতো জটিল নড়াচড়া, যেমন ভারসাম্য রাখা, দ্রুত দৌড়ানো এবং নানা কাজের দক্ষতা অর্জন করা রোবটদের জন্য এখনো খুবই কঠিন। দুই পায়ে চলা রোবটগুলো সাধারণ হাঁটাচলা এবং ভারী জিনিস বহন করতে পারলেও দ্রুতগতিতে নড়াচড়াগুলো নকল করতে পারে না।

লেব্রন জেমসের আইকনিক উদ্‌যাপন

লস অ্যাঞ্জেলেসের লেকার্স দলের বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস ও কোবে ব্রায়ান্টের খেলার কিছু বিশেষ কৌশলও রপ্ত করেছে রোবট। যেমন ব্রায়ান্টের ‘ফেড-অ্যাওয়ে শট,’ যেটা লাফিয়ে পেছনের দিকে সরে গিয়ে বাস্কেট করা হয়। এ ধরনের কিছু মুভ রোবট কীভাবে আরও সহজভাবে করতে পারে, তা শেখানোর জন্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) রোবটটির সিস্টেমে ইনপুট দেওয়া হয়েছিল।

রোবটটিকে খেলোয়াড়দের মতো জার্সি পরানো হয়। খেলোয়াড়দের নড়াচড়া রপ্ত করতে বেশ সময় নেয় রোবটের সিস্টেমটি। তবু বেশ ভালোভাবেই নকল করতে পারে রোবটটি। মেলন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা রোবটটির এই মুভগুলোর ভিডিও ক্লিপ পরে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে, যা দেখে অনেকেই বিস্মিত।

বিজ্ঞানীরা রোবটদের প্রশিক্ষণ দিচ্ছেন, যাতে তারা রোনালদোর এই বিশেষ উদ্‌যাপন ভঙ্গিটি নিখুঁতভাবে অনুকরণ করতে পারে। বিজ্ঞানীরা মনে করছেন, এই প্রচেষ্টা রোবটদের মানুষের মতো নড়াচড়া অনুকরণ করার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।
লেব্রন জেমসের আইকনিক উদ্‌যাপন

১৪ হাজার পাউন্ড দামের ইউনিটি জি১ নামের একটি মানুষের মতো দেখতে রোবট এই গবেষণাকাজে ব্যবহার করা হয়েছে। রোবটটিকে নতুন পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়ার পর দেখা গেছে, নড়াচড়া অনুসরণ করার সময় আগের ভুলগুলো থেকে অনেক কিছু শিখেছে রোবটটা।

গবেষণাকারী বিজ্ঞানীরা জানিয়েছেন, গবেষণাটি এমন একটি প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে, যা রোবটকে দ্রুত এবং দক্ষতার সঙ্গে পুরো শরীর নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই প্রযুক্তি সিমুলেশন থেকে বাস্তব জগতে রোবটের চলাচলকে আরও ভালোভাবে নকল করতে কাজ করছে। এই প্রযুক্তি আরও উন্নত হলে বাস্তব জীবনে বিভিন্ন কাজে এই রোবট ব্যবহার বাড়বে।

গত বছর ইলন মাস্ক টেসলার হিউম্যানয়েড রোবট অপটিমাসের জেনারেশন ২ এর উন্মোচন অনুষ্ঠানে বলেছিলেন, এই রোবট একটি গাড়ির থেকেও কম দামে পাওয়া যাবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই সব প্রযুক্তিপ্রতিষ্ঠান।

সূত্র: দ্য টেলিগ্রাফ

আরও পড়ুন