সম্প্রতি রোমানিয়ায় ৪৮১টি বাদামি ভালুক হত্যার অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। বাদামি ভালুকের হাত থেকে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ও এদের সংখ্যা নিয়ন্ত্রণে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। রাশিয়ার পরে রোমানিয়ায় আছে বিশ্বের সবচেয়ে বেশি বাদামি ভালুক, প্রায় আট হাজার।
তবে এমন সিদ্ধান্ত রোমানিয়া এবার প্রথম নেয়নি। গত বছরও ২২০টি বাদামি ভালুক হত্যা করা হয়েছে। তবে এবার সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণের বেশি, ৪৮১টি। কেন এমন সিদ্ধান্ত নিল রোমানিয়া?
সম্প্রতি রোমানিয়ার কার্পেথিয়ান পর্বতমালায় আরোহণ করতে গিয়ে ১৯ বছর বয়েসী পর্বতারোহী মারিয়া ডানা ভালুকের আক্রমণের শিকার হন। তাঁকে একটি বাদামি ভালুক তাড়া করে হত্যা করে। এতে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে সাধারণ মানুষ আন্দোলন শুরু করে। চলমান আন্দোলনের মধ্যে রোমানিয়া সরকার জরুরি অধিবেশন ডাকে। অধিবেশনে উপস্থিত ছিলেন রোমানিয়ার প্রধানমন্ত্রী মার্সেল কিউলাকু। সেখানে মৃত পর্বোতারোহীর জন্য কিছু সময় নীরবতা পালন করেন সবাই। এরপর সিদ্ধান্ত নেওয়া হয়, চলতি বছর (২০২৪ সালে) মোট ৪৮১টি বাদামি ভালুক হত্যা করে এদের সংখ্যা নিয়ন্ত্রণ করা হবে।
তবে রোমানিয়ায় এটাই কিন্তু বাদামি ভালুকের প্রথম আক্রমণ নয়। হরহামেশাই দেশটিতে সাধারণ মানুষ ভালুকের আক্রমণের শিকার হন। গত ২০ বছরে দেশটিতে ভালুকের আক্রমণে ২৬ জন নিহত ও ২৭৪ জন আহত হয়েছেন।
কিন্তু এভাবে ভালুক হত্যা করে কী সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া যাবে? হত্যা না করে কী আর কোনো উপায় ছিল না? পরিবেশবাদিরা এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। ফাউন্ডেশন কনজারভেশন কার্পাথিয়া নামে একটি বেসরকারি প্রাণী সংরক্ষণ কমিটি জানিয়েছে, ‘রোমানিয়া আসলে কত বাদামি ভালুক রয়েছে এবং তাদের আবাসস্থল কতগুলো, তা কেউ সঠিকভাবে জানে না। ফলে এমন পার্লামেন্ট থেকে এমন সিদ্ধান্ত দিয়ে এ সমস্যার সমাধান করা যাবে না।’
রোমানিয়ার বিভিন্ন প্রাণী সংরক্ষণবাদী সংস্থাও এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। বৈশ্বিক প্রাণী সংরক্ষণবাদী সংস্থা ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের জীববিজ্ঞাণী ক্যালিন আর্ডেলিন বলেন, ‘আইন কখনো সমস্যার সমাধান করে না। সাধারণ মানুষ থেকে ভালুকদের দূরে রাখার ব্যবস্থা না নিলে, বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি না হলে এবং মানুষ ভালুককে শখ করে খাওয়ানো থেকে বিরত না হলে এ সমস্যার কোনো সমাধান হবে না।’
দেখতে বাদামি রঙের বলেই এর নামকরণ হয়েছে বাদামি ভালুক। সবচেয়ে বড় স্থল মাংসাশী প্রাণীদের মধ্যে এরা অন্যতম। সমতল ভূমি থেকে প্রায় ১৬ হাজার ফুট উচ্চতায় এদের বাস করতে দেখা যায়। এরা সর্বভুক প্রাণী। মাংসাশী হলেও খাদ্যের ৯০ ভাগই পায় উদ্ভিদ থেকে। ২০১৭ সালের হিসাব অনুযায়ী বিশ্বে মোট ১ লাখ ১০ হাজার বাদামি ভালুক ছিল। সম্ভবত সেই সংখ্যাটা ৭ বছরে আরও কমেছে। কারণ, এদের খাদ্য সমস্যা এবং জলবায়ু পরিবর্তন। এরপরেও এদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য হত্যা করা হলে অদূর ভবিষ্যতে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে বাদামি ভালুক।
সূত্র: আল জাজিরা ও উইকিপিডিয়া