বিশ্বসেরা দুই গণিতবিদ

হাইপেশিয়া (৩৭৫-৪১৫)

গণিতে নারীদের প্রতিনিধিত্ব কম, বিষয়টি সত্য নয়। হাইপেশিয়া তার উদাহরণ। হাইপেশিয়া ছিলেন একজন গ্রিক নারী গণিতবিদ ও দার্শনিক। খ্রিষ্টীয় চতুর্থ শতাব্দীতে আলেকজান্দ্রিয়ার গ্রন্থাগারের পণ্ডিত ছিলেন তিনি। তাঁর সবচেয়ে মূল্যবান বৈজ্ঞানিক কাজ ইউক্লিডের দ্য এলিমেন্টস-এর সম্পাদিত সংস্করণ। এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রিক গাণিতিক বই। তাঁর মৃত্যুর পরের কয়েক শতাব্দী ধরে বইটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ গণিত বইগুলোর একটি। একটি খ্রিষ্টান মব তাঁকে নির্মমভাবে হত্যা করেছিল।

গিরোলামো কার্ডানো (১৫০১-১৫৭৬)

গিরোলামো কার্ডানো ছিলেন একজন গণিতবিদ, জ্যোতিষী ও চিকিত্সক। তিনি একজন পলিম্যাথ। তাঁর কারণেই বুঝি ইতালির রেনেসাঁ শব্দটির একটি অর্থ তৈরি হয়েছিল। চিকিৎসা বিষয়ে তিনি ১৩১টি বই লিখেছিলেন। একই সঙ্গে তিনি ছিলেন একজন আসক্ত জুয়াড়ি। এ অভ্যাসই তাঁকে সম্ভাব্যতার গণিতের প্রথম বৈজ্ঞানিক বিশ্লেষণের দিকে টেনে নিয়ে যায়। তিনি বুঝতে পেরেছিলেন, তিনি যদি সংখ্যা ব্যবহার করে সম্ভাব্যতাকে ব্যবহার করেন, তবে তিনি জুয়ার টেবিলে আরও বেশি জিততে পারবেন। এ ধারণা থেকেই পরিসংখ্যানে একটি বিপ্লব হয়। সম্ভাব্যতা তত্ত্ব আবিষ্কার করেন কার্ডানো। তাঁর উদ্ভাবনের ফলে পরিসংখ্যান, বেচাবিক্রি, বিমা ও আবহাওয়ার পূর্বাভাসের জন্ম হয়েছিল।

আরও পড়ুন