স্বচ্ছ সোলার প্যানেল আবিষ্কার, গাড়ির কাচে তৈরি হবে বিদ্যুৎ

অদ্ভুত এক আবিষ্কার করেছেন কোরিয়ার ইনচেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। তাঁরা তৈরি করেছেন স্বচ্ছ কাঁচের মত সৌর প্যানেল। এই স্বচ্ছ কাচ ব্যবহার করা যাবে গাড়ির কাঁচে, বাড়ির জানালায়। এই গবেষণা তত্ত্বাবধানে রয়েছেন ইলেক্ট্রনিক্স প্রকৌশল বিভাগের অধ্যাপক জনডং কিম।

সোলার প্যানেল কী, তা আমরা কমবেশি সবাই জানি। সূর্যের আলোকশক্তিতে বিদ্যুৎশক্তিতে রূপান্তরের জন্য সিলিকনের তৈরি একটি যন্ত্র হচ্ছে সৌর প্যানেল বা সোলার প্যানেল৷ এর আরেক নাম ফটোভোলটাইক প্যানেল বা পিভি। এখানে ফটো বলতে আলো এবং ভোল্টাইক বলতে বিদ্যুৎকে বোঝানো হয়েছে। পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য হওয়ায় সৌর প্যানেলের উপযোগিতা বেশ ভালো।

দুর্যোগ কবলিত কিংবা পাহাড়ি এলাকায়, যেখানে বিদ্যুতের ব্যবহার সীমিত, সেখানে সোলার প্যানেলের মাধ্যমে মানুষের জীবন কিছুটা সহজ হয়৷ বন্যা কবলিত এলাকা, দুর্গম এলাকায় স্কুল কিংবা বাড়ি, প্রায় সবখানেই সোলার প্যানেলের ব্যবহার রয়েছে।

আরও পড়ুন

কোরিয়ান বিজ্ঞানীদের একটি দল এই সোলার প্যানেলকে একেবারে অদৃশ্য বা স্বচ্ছ বস্তুর মাধ্যমে তৈরি করেছে। যার ফলে এটি জানালায়, বিল্ডিং, গাড়ির কাচে, এমনকি মুঠোফোনের স্ক্রিন থেকেও বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।

প্রচলিত সোলার প্যানেলে অর্ধপরিবাহী সিলিকন ব্যবহৃত হয়। যার কাজ ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোকতড়িৎ ক্রিয়াকে কাজে লাগিয়ে সূর্যালোককে তড়িৎ প্রবাহে রূপান্তর করা। এখানেও তেমনি টাইটানিয়াম অক্সাইড এবং নিকেল অক্সাইড, এই দুই ধরনের অর্ধপরিবাহী ব্যবহার করা হয়েছে। টাইটেনিয়াম অক্সাইড ও নিকেল অক্সাইডের আবরণ দিয়ে তৈরি এই জাংশনে টাইটেনিয়াম অক্সাইড পরিবেশবান্ধব, অ-বিষাক্ত উপাদান যা সূর্যের অতিবেগুনি রশ্মিকে শুষে নেয়। অন্যদিকে, নিকেল অক্সাইড আরেকটি অর্ধপরিবাহী উপাদান যা সূর্যের আলোকে এর ভিতর দিয়ে সহজে চলাচল করতে দেয়৷ পৃথিবীতে সহজলভ্য একটি উপাদান ‘নিকেল’। সহজলভ্য হওয়ায় দামেও সস্তা৷ এই দুই উপাদানের মিশেল সোলার কোষকে স্বচ্ছ এবং পরিবেশবান্ধব বানিয়েছে। সঙ্গে তৈরি হচ্ছে বিদ্যুৎ।

এর ব্যবহার সম্পর্কে বেশ আশাবাদী কোরিয়ান এই বিজ্ঞানীরা। ভবিষ্যতে এর ব্যবহার বাণিজ্যিক খাত, যানবাহন, শিল্পখাত সহ গ্রামীণ এলাকায় ব্যাপক কার্যকর হবে বলে তাঁরা ধারণা করছেন।

আরও পড়ুন