বাংলাদেশি সাইকেল শেয়ারিং জোবাইক কেন বন্ধ হয়ে গেল
জোবাইক সাইকেল শেয়ারিংয়ের একটি দেশি উদ্যোগ। ২০১৮ সালে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু। ধারণা খুব সহজ। এই সাইকেলে একটি লক থাকে। জো বাইক নামে একটি অ্যাপ নামিয়ে অ্যাপে খুশিমতো রিচার্জ করতে হবে। অ্যাপের মাধ্যমে সাইকেলের কিউআর কোড স্ক্যান করলে সাইকেল লক খুলে যায়। ব্যবহার করে আবার লক করে যেকোনো জায়গায় রেখে গেলেই চলে। এটি ব্যবহারে স্বল্প পরিমাণে টাকা কাটে।
ইন্টারনেট ও স্মার্টফোনের আইডিয়ার সঙ্গে যুক্ত করে মেহেদী রেজা, পাবলো আগুয়ায়ো ও হেলালুজ্জামান অয়ন নামের তিন উদ্যোক্তা ২০১৮ সালে জোবাইক সার্ভিস নামে একটি স্টার্টআপ শুরু করেন।
২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জোবাইক সার্ভিস চালু হয়। অ্যাপটি শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় হয়, ব্যবহারও বাড়ে।
২০২০ সালে কোভিডের শুরুতে লকডাউন শুরু হলে জোবাইকের কর্মকর্তারা ভেবেছিলেন, স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য গণপরিবহনের বিকল্প হিসেবে জোবাইকের ব্যবহার বাড়বে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে ঢাকার গুলশান ও মিরপুর ডিওএইচএসে ১০০টি বাইসাইকেল নিয়ে পরীক্ষামূলক যাত্রা শুরু করে জোবাইক।
ওই সময় পাঁচ মাসের মধ্য প্রায় ৩৫ হাজার গ্রাহক নিবন্ধন করেন। প্রতিদিন ৫০০ থেকে ৬০০ গ্রাহক জোবাইক ব্যবহার শুরু করেন। কিন্তু দুই বছরে সাইকেলগুলো পুরোনো হয়ে যায়। নতুন বিনিয়োগ পাওয়া যায় না।
কোভিড-১৯-এর কারণে ক্যাম্পাসগুলো শিক্ষার্থীশূন্য হয়ে যাওয়ার পরও জোবাইক টিকে থাকার খুব চেষ্টা করে। তাই তারা খাবার, ওষুধ ও ই-কমার্স পণ্য ডেলিভারির কাজ শুরু করে। কিন্তু প্রতিযোগিতায় টিকতে পারেনি। তখন বাজারে বেশ কিছু ডেলিভারি প্রতিষ্ঠান নিজেদের অবস্থান শক্ত করে ফেলেছে।
করোনার পর ক্যাম্পাস আবার চালু হলেও দীর্ঘদিন ব্যবহার না করায় সাইকেলগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। লকার ও জিপিএস সিস্টেমও নষ্ট হয়ে যায়। নিরাপত্তাব্যবস্থা ভালো হওয়ায় জোবাইকের মাত্র ৯টি সাইকেল চুরি গিয়েছে। এর মধ্যে একটি সাইকেল পাওয়া গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুরে। কেমন করে সাইকেলটি পুকুরে পড়ল, কেউ জানেন না।
বর্তমানে জোবাইক পুরোপুরি বন্ধ। তবে জোবাইকের সহপ্রতিষ্ঠাতা ও সিইও মেহেদী রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, শীঘ্রই ব্যাটারিচালিত সাইকেল ও বাইসাইকেল নিয়ে ফিরে আসবে জোবাইক।