গাজায় মানবিক সহায়তা বন্ধ 

গাজায় ইসরায়েলি বোমা হামলাছবি: এএফপি

‘ইসরায়েলের নীতিমালা স্পষ্ট— গাজায় কোনো মানবিক সহায়তা ঢুকবে না’। এক্স-এ (টুইটার) দেওয়া এক বিবৃতিতে বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, গাজায় মানবিক সহায়তা বন্ধ রাখা ‘এমন একটি চাপের কৌশল, যা হামাসকে জনসাধারণের বিরুদ্ধে এটি অস্ত্র হিসেবে ব্যবহার করতে বাধা দেয়।’ 

তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে, কেউই গাজায় কোনো ধরনের সহায়তা প্রবেশের জন্য প্রস্তুত নয় এবং কেউই পাঠাচ্ছে না।’ ইসরায়েলি কর্তৃপক্ষ এক মাসের বেশি সময় ধরে গাজায় সব ধরনের সহায়তা বন্ধ করে রেখেছে। ফলে সেখানে ভয়াবহ মানবিক সংকট আরও গভীর হয়েছে। 

আজ দিনের শুরুতেই দাতব্য সংস্থা ডাক্তারস উইদাউট বর্ডারস (এমএসএফ) গাজায় ‘সম্পূর্ণ অবরোধের’ নিন্দা জানিয়েছে। এই অবরোধ গাজায় খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সামগ্রী ফুরিয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে হামাসের সামরিক শাখা জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি নাগরিক এডান আলেক্সান্ডারকে পাহারা দেওয়া দলের সঙ্গে তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কারণ, ইসরায়েল ওই এলাকায় ‘সরাসরি বোমা হামলা’ চালিয়েছে, যেখানে তিনি বন্দি ছিলেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদ। সব বন্দির মুক্তি চাওয়া হয়েছে এখানে।
ফাইল ছবি: রয়টার্স

আল জাজিরাকে হাসপাতালের সূত্র জানিয়েছে, মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকাজুড়ে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। নতুন করে আরও হামলা ও হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

হামাস বলেছে, গাজায় যুদ্ধবিরতির বিষয়ে তারা একটি ইসরায়েলি প্রস্তাব পেয়েছে। প্রস্তাবটি মিসরের মাধ্যমে হামাসকে দেওয়া হয়েছে। হামাস এটি পর্যালোচনা করছে এবং তারা ‘যত দ্রুত সম্ভব’ প্রতিক্রিয়া জানাবে।

মনে করা হচ্ছে, নতুন পরিকল্পনায় একটি ৪৫ দিনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব রয়েছে। খাদ্য ও আশ্রয় দেওয়ার বিনিময়ে প্রথম সপ্তাহে গাজায় অবশিষ্ট বন্দিদের অর্ধেক মুক্ত করার প্রস্তাব রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের গাজায় যুদ্ধ শুরুর পর থেকে গত ১৮ মাসে অন্তত ৫১,০০০ ফিলিস্তিনি নিহত এবং ১১৬,৩৪৩ জন আহত হয়েছেন।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মৃত্যুর সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে থাকা হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন। যাদের মৃত বলে ধারণা করা হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে অন্তত ১,১৩৯ জন নিহত হন এবং ২৫১ জন মানুষ হামাসের হাতে বন্দি হন। এখনও হামাসের হাতে বন্দি আছেন ৫৯ জন বন্দি আছেন। এর মধ্যে ৫৮ জনকে হামাস ৭ অক্টোবর বন্দি করে। 

সূত্র: আল-জাজিরা ইংলিশ

আরও পড়ুন