শিশু-কিশোরদের জন্য বাংলা ভাষায় প্রথম গ্রাফিক নভেল এনেছিল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। এবার অমর একুশে গ্রন্থমেলায় তারা ‘আমার ভাষায় গ্রাফিক নভেল’ নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। সিআরআই একটি গবেষণা প্রতিষ্ঠান। ১৭ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করা হয় সিআরআইয়ের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে।
দেশে প্রথমবারের মতো বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই অবলম্বনে গ্রাফিক নভেল প্রকাশ করে সিআরআই। বাংলা ভাষায় প্রকাশিত গ্রাফিক নভেল ‘মুজিব’ সফল হওয়ায় এবার তারা নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আমার দেখা নয়াচীন বইয়ের গ্রাফিক নভেল। অনুষ্ঠানে বাংলা ভাষায় গ্রাফিক নভেলের পাঠক, সম্ভাবনা ও জনপ্রিয়তা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া তরুণদের দেশের ইতিহাস সম্পর্কে শিক্ষা দিতে গ্রাফিক নভেল দুর্দান্ত মাধ্যম হতে পারে বলে জানান আলোচকেরা।
বাংলা একাডেমির ভাষাশহীদ মুক্তমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উন্মাদ ম্যাগাজিনের সম্পাদক আহসান হাবীব, হাসিনা: এ ডটারস টেল ডকুড্রামার নির্মাতা পিপলু আর খান, জনপ্রিয় ব্যান্ড ‘ক্রিপটিক ফেইট’–এর ভোকালিস্ট শাকিব চৌধুরী, শিল্পী ও অ্যানিমেটর সব্যসাচী মিস্ত্রী, মেঘদলের ভোকালিস্ট শিবু কুমার শীল এবং পেন্ডুলাম বুকসের প্রকাশক রুম্মান তার্শফিক।
আহসান হাবীব বলেন, ‘আমাদের ছোটবেলায় ড্রইং ক্লাসে আঁকতে হতো পেঁপে, কলা, আম। এখন ছোটরা কমিকস আঁকে। এটা বড় উন্নতি।’ তিনি সিআরআইকে ধন্যবাদ জানান গ্রাফিক নভেল নিয়ে আসার জন্য।
বইমেলায় সিআরআইয়ের স্টলে পাওয়া যাচ্ছে আমার দেখা নয়াচীন গ্রাফিক নভেল।