সব অসীম সমান নয়

জর্জ ক্যান্টর (১৮৪৫-১৯১৮)

জর্জ ক্যান্টর

জর্জ ক্যান্টর ছিলেন একজন জার্মান গণিতবিদ, যাঁর কাজ গণিতের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে। তিনি অসীমের ধারণা নিয়ে কাজ করেছেন। সেট তত্ত্বের মাধ্যমে তিনি দেখিয়েছেন, সব অসীম সমান নয়—কিছু অসীম অন্য অসীমের চেয়ে বড়। এটি গণিতে একটি বৈপ্লবিক আবিষ্কার। ক্যান্টর অসীমের কাজ নিয়ে গভীরভাবে চিন্তা করেছিলেন। তাঁর চিন্তার গভীরতা এত বেশি ছিল, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। জীবনে বিভিন্ন সময় বারবার তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। এ সমস্যা তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনে বাধা সৃষ্টি করেছিল। জীবনের শেষ দিকে গণিতের কাজের বাইরে তিনি অদ্ভুত আরেকটি বিষয়ে আগ্রহী হন। তিনি বিশ্বাস করতে শুরু করেন, শেক্‌সপিয়ারের নাটকগুলো আসলে ফ্রান্সিস বেকনের লেখা। এই ধারণা তাঁকে আরও মানসিক অসুস্থতার দিকে নিয়ে গিয়েছিল।

আরও পড়ুন