উল্কা দিয়ে তৈরি তরবারি
প্রাচীনকালে রাজা-বাদশারা উল্কাপিণ্ড থেকে পাওয়া লোহা দিয়ে তৈরি তরবারি খুব মূল্যবান মনে করতেন। জাপানে তৈরি ‘রিউসেইতো’ (Ryuseito) হলো এমনই এক বিখ্যাত তরবারি। ১৮৯৮ সালে সামুরাই ও নৌবাহিনীর অ্যাডমিরাল ভিসকাউন্ট এনোমোটো তাকাকির নির্দেশে বিখ্যাত তরবারি নির্মাতা ওকায়োশি কুনিমুনে এটি তৈরি করেছিলেন। তুজুক-এ-জাহাঙ্গীরী থেকে মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্মৃতিকথায় ১৬২১ সালের ১০ এপ্রিল আকাশ থেকে উল্কাপাতের এক আশ্চর্য ঘটনার বর্ণনা পাওয়া যায়। জাহাঙ্গীর তাঁর স্মৃতিকথায় লিখেছেন, জুলুন্ডারের কর আদায়কারী মুহাম্মদ সাঈদকে নির্দেশ দেন উল্কাটি খুঁজে আনার জন্য। এরপর, তিনি দাউদকে উল্কাপিণ্ড থেকে একটি তলোয়ার, একটি ছুরি ও একটি খঞ্জর তৈরি করার নির্দেশ দেন। এগুলো বর্তমানে ওয়াশিংটন ডিসির ফ্রিয়ার গ্যালারি অব আর্টে প্রদর্শিত হচ্ছে।
আরও পড়ুন