এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন অর্থনীতিবিদ ক্লডিয়া গোল্ডিন। ‘শ্রমবাজারে নারীর ভূমিকা বোঝাপড়ায় আমাদের জ্ঞানবৃদ্ধিতে অবদান’-এর জন্য এ পুরস্কার পেলেন তিনি। সোমবার বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে অর্থনীতিতে এবারের নোবেল পুরস্কার ঘোষণা করা হয়।
অর্থনীতিবিদ ক্লডিয়া গোল্ডিন গত ২০০ বছরে নারীদের উপার্জন এবং শ্রমবাজারে অংশগ্রহণের ব্যাপারে বিস্তারিত গবেষণা প্রকাশ করেছেন। বিষয়টি প্রথমবারের মতো বিস্তারিতভাবে সবার সামনে তুলে ধরা হয়েছে। তাঁর প্রতিবেদন নারী-পুরুষের অর্থনৈতিক পার্থক্যের মূল বিষয়গুলো তুলে ধরেছে।
শ্রমবাজারে বিশ্বব্যাপী নারীদের ব্যাপকভাবে উপেক্ষা করা হয়। আয়ের ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীরা কম উপার্জন করেন। ক্লডিয়া গোল্ডিন এ বিষয়ে ব্যাপক অনুসন্ধান করেছেন। তিনি যুক্তরাষ্ট্র থেকে ২০০ বছরের বেশি সময়ের তথ্য সংগ্রহ করেছেন। এর মাধ্যমে দেখিয়েছেন কেন ও কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে আয় ও কর্মসংস্থানে নারী-পুরুষের মধ্যকার পার্থক্যের পরিবর্তন ঘটে।
আয়ের ক্ষেত্রে লিঙ্গপার্থক্যের সঙ্গে শিক্ষা ও পেশাগত পছন্দের সম্পর্ক রয়েছে। একই পেশায় আয়ের ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে পার্থক্য তৈরি হয় নারীর প্রথম সন্তান জন্মের সময়।
এ বিষয়ে ‘অর্থনীতিতে নোবেল পুরস্কার’ কমিটির চেয়ারম্যান জ্যাকব সভেনসন বলেন, শ্রমবাজারে নারীর ভূমিকা সমাজের জন্য বোঝা জরুরি। ক্লডিয়া গোল্ডিনকে যুগান্তকারী গবেষণার জন্য ধন্যবাদ। আমরা এখন নারী-পুরুষের আর্থিক অবস্থার পার্থক্যের পেছনের কারণ সম্পর্কে অনেক কিছু জানি। ভবিষ্যতে কোন কোন বাধা সরানো প্রয়োজন হতে পারে, তা আমরা ক্লডিয়া গোল্ডিনের গবেষণা থেকে জানতে পারব।
ঐতিহ্য অনুযায়ী স্টকহোম থেকে অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ঘোষণা করে ক্লডিয়া গোল্ডিনের নাম। আলফ্রেড নোবেলের স্মরণে দেওয়া অর্থনীতিতে নোবেল ভেরিজ রিক্সবাঙ্ক পুরস্কার হিসেবে পরিচিত।
নোবেল ঘোষণার কিছুক্ষণ আগে নোবেল কমিটির পক্ষ থেকে ফোনকল পান বিজয়ীরা। নোবেল পুরস্কারের অর্থনীতি কমিটির সচিব জ্যাকব সভেনসন বিজয়ীকে ফোন করে সুখবর জানান। এরপর ব্রেকিং নিউজ হিসেবে নোবেল কমিটি বিজয়ীদের নাম ঘোষণা করে। নিয়ম অনুযায়ী নাম ঘোষণা করার পর উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে নোবেলজয়ীকে কিছু প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়। নোবেল কমিটির সঙ্গে ফোনকলে যুক্ত থাকেন নোবেলজয়ী।
আজ অর্থনীতিতে নোবেল ঘোষণার পর ক্লডিয়া গোল্ডিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁকে কলে যুক্ত করা যায়নি। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের মহাসচিব হ্যান্স এলেগরেন ক্লডিয়া গোল্ডিনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে নোবেল ঘোষণা অনুষ্ঠানে বলেন, ‘আমি তাঁর সঙ্গে এক ঘণ্টা আগে কথা বলেছি। তাঁর জেগে থাকার কথা।’
ক্লডিয়ার সাক্ষাৎকার ছাড়াই এবারের অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণার অনুষ্ঠান শেষ করতে হয়েছে। এখন প্রশ্ন জাগছে, নোবেল পুরস্কার পেয়েছেন, এই খবর পাওয়ার পর ক্লডিয়া গেলেন কোথায়? তিনি কি আবার ঘুমিয়ে পড়েছিলেন?
১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়েছে। ২০২৩ সাল পর্যন্ত এ শাখায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছে মোট ৫৫টি। এবারের ৫৫তম পুরস্কারটি অর্জন করলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লডিয়া গোল্ডিন।
নোবেলজয়ী ক্লডিয়া গোল্ডিন পুরস্কার হিসেবে পাবেন একটি মেডেল, একটি সনদ এবং মোট ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। বর্তমান বাজারমূল্য অনুযায়ী যার মান প্রায় ১০ লাখ ৭ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ১১ কোটি ১৩ লাখ টাকা!
সূত্র: নোবেল প্রাইজ ডট অর্গ