পৃথিবীর কোথায় প্রথম মেট্রোরেল চালু হয়

ঢাকা মেট্রোরেল

ঢাকা মেট্রো আংশিক চালু হয়েছে ২০২৩ সালে। পুরোপুরি চালু হবে আগামী বছর। মেট্রোরেলে নবীনতম এই সংযোজন মাটির ওপর দিয়ে চলছে। তবে বিশ্বের প্রথম মেট্রোরেল কিন্তু ছিল মাটির নিচে। প্রতিদিন বিশ্বের বিভিন্ন শহরে লাখ লাখ যাত্রী পরিবহন করছে মেট্রোরেল। বিশ্বব্যাপী প্রতিদিন গড়ে ১৬ কোটি ৮০ লাখ যাত্রী এই যোগাযোগব্যবস্থার মাধ্যমে চলাচল করেন।

বিশ্বের প্রথম মেট্রো চালু হয়েছিল লন্ডনে। যুক্তরাজ্যের লন্ডন আন্ডারগ্রাউন্ড মূলত ১৮৬৩ সালে ইঞ্জিনচালিত ট্রেনের জন্য চালু হয়েছিল। ১৮৯০ সালে এটি বিশ্বের প্রথম মেট্রোরেল হয়ে ওঠে যখন ইঞ্জিনের বদলে বৈদ্যুতিক লাইনের ট্রেন মাটির নিচ দিয়ে চলা শুরু করে। এটি বিশ্বের তৃতীয় দীর্ঘতম মেট্রো ব্যবস্থা। ১১টি লাইন বা ট্র্যাকে ২৭০টি স্টেশন আছে এই মেট্রোতে। মোট যাত্রাপথ ৪০২ কিলোমিটার। এর মধ্যে ৪৫ শতাংশ রেল মাটির নিচ দিয়ে চলে। শহরের কেন্দ্রে বা শহরের কাছাকাছি লাইনগুলো বেশির ভাগই মাটির নিচে।

লন্ডনের মেট্রোরেল প্রতিদিন প্রায় ৫০ লাখ যাত্রী পরিবহন করে। সর্বোচ্চ ৫৪০টি ট্রিপ দেয় এক দিনে। ট্র্যাক ও বগির সংখ্যা দফায় দফায় বাড়ানো হলেও নেটওয়ার্কজুড়ে এখনো অতিরিক্ত ভিড় লেগেই থাকে। লন্ডনের মাটির নিচের মেট্রোরেল ২০০৭ সাল থেকে ট্রান্সপোর্ট ফর লন্ডন সাবসিডিয়ারি লন্ডন আন্ডারগ্রাউন্ড লিমিটেডের মালিকানায় চলছে। লন্ডনের মেট্রো ১৯৩৩ সাল পর্যন্ত বিভিন্ন বেসরকারি কোম্পানির মালিকানাধীন ছিল। এরপর লন্ডন আন্ডারগ্রাউন্ডের মালিকানা স্থানীয় সরকারের হাতে চলে যায়।

লন্ডন আন্ডারগ্রাউন্ড মেট্রো তৈরি হচ্ছে

লন্ডনের পর ১৮৯৬ সালে চালু হয়েছিল হাঙ্গেরির বুদাপেস্ট মেট্রো। ২০০২ সালে এই মেট্রো লাইনকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করেছে। প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে মাটির নিচের মেট্রোরেল বিশ্বের অনেক শহরেই চালু হয়। যেমন এথেন্স, বার্লিন, বোস্টন, বুয়েনস আইরিস, বুদাপেস্ট, গ্লাসগো, হামবুর্গ, লিভারপুল, নিউইয়র্ক এবং প্যারিসে মেট্রোরেল চালু হয় তখন।

বিশ্বের দীর্ঘতম মেট্রোর প্রথম দুইটিই চীনে। সবচেয়ে দীর্ঘ মেট্রো নেটওয়ার্ক সাংহাইয়ে, যার দৈর্ঘ্য ৮০৩ কিলোমিটার। দ্বিতীয় দীর্ঘতম রুট বেইজিংয়ে। দৈর্ঘ্য ৬৭৮ দশমিক ২ কিলোমিটার। নিউইয়র্ক সিটি সাবওয়েতে আছে ৪৭২টি স্টেশন, মেট্রো সিস্টেমে এটিই সবচেয়ে বেশি স্টেশন হিসেবে আছে। আর সবচেয়ে বেশি মেট্রো সিস্টেমের দেশ চীন। এখানে আছে ৪৫টি মেট্রো সিস্টেম।

আধুনিক লন্ডন মেট্রো
ছবি: রেইলওয়ে টেকনোলজি

এশিয়ায় প্রথম মেট্রো চালু হয় ১৯২৭ সালে, জাপানে। ঢাকা মেট্রোরেলে অর্থায়ন করেছে জাপানের কোম্পানি জাইকা। পাশের দেশ ভারতে প্রথম মেট্রো ছিল কলকাতা মেট্রো। আমাদের স্বাধীনতার পরের বছর এই মেট্রো চালু হয়েছিল। আর ভারতের পাশের দেশ চীন একুশ শতকে বিশ্বের ভূগর্ভস্থ মেট্রোরেলে নেতৃত্ব দেওয়া শুরু করেছে। আমাদের দেশে মেট্রোরেল নতুন হলেও বিশ্বে এই কার্যক্রম বেশ পুরোনো।