কিশোরীদের জন্য শুরু হলো কিশোর আলোর স্কুল কর্মসূচি আগামীর অনন্যা
কিশোর আলোর আয়োজনে শুরু হয়েছে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক অনুষ্ঠান ‘আগামীর অনন্যা’। এই আয়োজনে সহযোগিতা করছে স্বনামধন্য প্রতিষ্ঠান এমজিআইয়ের ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন। ২৪ জানুয়ারি বুধবার আগামীর অনন্যার প্রথম আয়োজন ছিল রাজধানীর কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে।
অনুষ্ঠানে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. লাবনী আক্তার একটি সেশন পরিচালনা করেন। তিনি কিশোরীদের পিরিয়ডবিষয়ক সমস্যা নিয়ে আলোচনা করেন। ডাক্তারের দেখা পেয়ে কিশোরীরা তাদের পিরিয়ডবিষয়ক বিভিন্ন সমস্যা তুলে ধরে। সমস্যাগুলোর সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত কিশোরীরা আগ্রহ নিয়ে নিজেদের স্বাস্থ্য নিয়ে আলোচনা করে। এমজিআই অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে সবাইকে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন সৌজন্য হিসেবে দেওয়া হয়।
ডাক্তারের সঙ্গে কিশোরীদের আলোচনা শেষে মঞ্চে ওঠেন প্রথম আলোর যুব কার্যক্রম ও ডিজিটাল ট্রান্সফর্মেশনের প্রধান সমন্বয়ক মুনির হাসান এবং কিশোর আলোর সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক। কিশোরীদের স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত পড়াশোনা ও সাহিত্যচর্চা করতে তাঁরা উৎসাহ দেন। এর পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান বাড়ানোর জন্যও কিশোরীদের উৎসাহিত করা হয়। অনুষ্ঠান শেষে কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ১৫ জন শিক্ষার্থীর সমন্বয়ে ‘কিশোর আলো বুক ক্লাব’ গঠন করা হয়। যারা নিয়মিত কিশোর আলো পড়ার পাশাপাশি বিভিন্ন বই পড়ায় শিক্ষার্থীদের উৎসাহ দেবে। বুক ক্লাবের জন্য আনিসুল হক ১৫টি বই উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।
ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে এমজিআইয়ের সহযোগী ব্যবস্থাপক (ব্র্যান্ড) ইসরাত জাহান বলেন, দেশের ৭১ শতাংশ নারী মাসিক চলাকালীন কোনো ধরনের স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না। এই সমস্যা সমাধানে এমজিআই ২০২৩ সালের মার্চ মাসে নারীদের মাসিক চলাকালীন স্বাস্থ্য সুরক্ষার জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত নতুন একটি স্যানিটারি ন্যাপকিন বাজারে নিয়ে আসেন, যার নাম ‘ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন’।
আগামীর অনন্যা অনুষ্ঠানের অংশ হিসেবে কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে একটি ‘সুরক্ষা বক্স’ স্থাপন করা হয়। যেখান থেকে কিশোরীরা সাশ্রয়ী মূল্যে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন ক্রয় করতে পারবে।
কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মীর মো. মোশাররফ হোসেনের সঞ্চালনায় এবং অধ্যক্ষ শাহনাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমজিআইয়ের জ্যেষ্ঠ নির্বাহী (ব্র্যান্ড) রাগীব হাছানুজ্জামান এবং কিশোর আলোর পক্ষে উপস্থিত ছিলেন সার্কুলেশন সেলস বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন রওনক। আগামী মার্চ মাস পর্যন্ত সারা দেশে ২০টি স্কুলে অনুষ্ঠিত হবে আগামীর অনন্যা।