২০২৪ সালে ছোটদের বর্ষসেরা শব্দ ‘দয়া’

কাইন্ডনেস শব্দটি নির্বাচিত করেছে শিশুরা

২০২৪ সালের ছোটদের বর্ষসেরা শব্দ ঘোষণা করা হয়েছে। ‘কাইন্ডনেস’ শব্দটিকে শিশু-কিশোররা বছরের সেরা শব্দ হিসেবে নির্বাচন করেছে। ইংরেজি এই শব্দটির মানে ‘দয়া’। হয়তো ভাবছ, বর্ষসেরা শব্দ আবার কি জিনিস? বর্ষসেরা খেলোয়াড় কিংবা অভিনয় শিল্পীর নাম শুনেছি, বর্ষসেরা শব্দ তো কখনো শুনিনি। তোমাদের জন্যই আমাদের আজকের এই লেখা।

বর্ষসেরা শব্দ কী?

প্রতিবছর ছোটদের বর্ষসেরা শব্দ প্রকাশ করে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। সাধারণত এই প্রেস থেকে ডিকশনারি ও রেফারেন্স বই প্রকাশিত হয়। প্রতিবছর তারা শিশু-কিশোরদের ভোট নিয়ে একটি শব্দ বাছাই করে। সেই শব্দটিকে বলা হয় বছরের সেরা শব্দ। ২০২৪ সালে মোট ৬ হাজার ২৮০ জনের ভোট নিয়েছে অক্সফোর্ড। প্রত্যেকের বয়স ছিল ৬ থেকে ১৪ বছরের মধ্যে। মূলত ক্লাসে শিক্ষকেরা শিক্ষার্থীদের জিজ্ঞেস করেন, কোন শব্দটিকে তারা বেশি গুরুত্বপূর্ণ ভাবছে? এ জন্য শিক্ষকেরা আগে থেকে বাছাই করা ৩টি শব্দ বলেন। শব্দগুলো অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ঠিক করে দেয়। সেই ৩টি শব্দ থেকে শিক্ষার্থীরা একটা শব্দ নির্বাচন করে। এবারের শব্দ তিনটি ছিল ‘দয়া’, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ ও ‘দ্বন্দ্ব বা বিরোধ’। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস এই তিনটি শব্দ বাছাইয়ের জন্য আবার অন্য একটা জরিপ চালায়। ‘বিবিসি’স ৫০০ ওয়ার্ডস রাইটিং কম্পিটিশন’ নামে তারা একটা গল্প লেখার প্রতিযোগিতা করে। সেখানে শিক্ষার্থীরা যে শব্দগুলো বেশি লেখে, তা থেকে ৩টা শব্দ বাছাই করা হয়।

আরও পড়ুন

‘দয়া’ শব্দটি কেন বর্ষসেরা হলো

৬১ শতাংশ শিশু ও কিশোর ‘দয়া’ শব্দটিকে ভোট দিয়েছে। তারা এই শব্দটিতে ভোট দিয়েছে কারণ তারা মনে করে, মানুষের আসলেই দয়া দেখানো উচিত। অন্যের প্রতি দয়াশীল হওয়া প্রয়োজন। একজন শিশু বলেছে, ‘বেশি মানুষ দয়া দেখালে পৃথিবীতে আরও ভালো বেঁচে থাকা যাবে’। আরেকজন বলেছে, ‘শব্দটি আমার স্কুলের মূল্যবোধগুলোর মধ্যে একটি এবং এটা আমি পরিবার থেকেও শিখেছি’।

অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘ব্রেন রট’

অক্সফোর্ড প্রতিছর বর্ষসেরা শব্দ ঘোষণা করে। একে বলতে পারো বড়দের বর্ষসেরা শব্দ। ২০২৪ সালে এই শব্দ নির্বাচিত হয়েছে ‘ব্রেন রট’। এর সহজ বাংলা করা মুশকিল। কোনো ব্যক্তির মানসিক ও বুদ্ধিবৃত্তিক অবস্থার অনুমিত অবনতি হলে এই শব্দটা ব্যবহার করা যায়। আরেকটু বুঝিয়ে বলি। ধরো, তুমি ফেসবুকে স্ট্যাটাস লেখ। প্রতিদিন একটা করে স্ট্যাটাস দেওয়া শুরু করলে। দেখলে তোমার পোস্টে ৫০/১০০ লাইক পড়ছে। ভাবলে, আরে! আমি তো সেলিব্রেটি হয়ে যাচ্ছি। ফলে প্রতিদিন ২টি করে পোস্ট দেওয়া শুরু করলে। কিন্তু লাইকের পরিমাণ বাড়ছে না বা অল্প কিছু বাড়ছে। এবার তুমি দিনে ৩টা স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত নিলে। কিন্তু প্রতিদিন এত স্ট্যাটাস দিতে দিতে আইডিয়া যাচ্ছে শেষ হয়ে। এমন অবস্থায় রাগে নিজের মাথার চুল টেনে ছিঁড়তে ইচ্ছা করছে। এবার একটু বাস্তবে ফেরা যাক। আসলে কি এই স্ট্যাটাস লিখে তোমার কোনো লাভ হচ্ছে? এর থেকে তুমি কোনো অর্থ পাচ্ছ? কোনো যোগ্যতা বাড়ছে যা ভবিষ্যতে কাজে লাগাতে পারবে? এরকম একটা অনর্থক কাজ নিয়ে তুমি মাত্রাতিরিক্ত সময় ব্যয় করছ। এই বিষয়টিকেই সংক্ষেপে বলা যায় ‘ব্রেন রট’। সামাজিক যোগাযোগমাধ্যমের মাত্রাতিরিক্ত ব্যবহার এবং অন্তঃসারশূন্য কনটেন্ট দেখার প্রবণতা নিয়ে উদ্বেগের মধ্যেই শব্দটি বর্ষসেরা নির্বাচিত হয়েছে।

বর্ষসেরা শব্দ নির্বাচনে ছয়টি শব্দের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। বর্ষসেরা শব্দ নির্বাচনের ভোটাভুটিতে অংশ নেন ৩৭ হাজার মানুষ।

সূত্র: দ্য উইক জুনিয়র ও বিবিসি

আরও পড়ুন