‘ড্রোন ফটো অ্যাওয়ার্ড’ বিখ্যাত একটি ছবি তোলার প্রতিযোগিতা। ফটোগ্রাফির জন্য বিশেষায়িত আন্তর্জাতিক প্রতিযোগিতাটি ভিজ্যুয়াল আর্টের সিয়েনা অ্যাওয়ার্ড উৎসবের অংশ। এই প্রতিযোগিতায় ২০২৩ সালের ড্রোন ফটো অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। ছবিগুলো সিয়েনার সান গালগানো অ্যাবেতে প্রদর্শন করা হবে। প্রদর্শনী উৎসবটি শুরু হয়েছে ২৮ সেপ্টেম্বর থেকে। চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। এখানে দেখে নাও ‘শহর’ বিভাগে বিজয়ী ১০টি ছবি। এই বিভাগে একজন বাংলাদেশি আলোকচিত্রীর ছবিও আছে কিন্তু! গ্রন্থনা: আহমাদ মুদ্দাসসের
চ্যাম্পিয়ন
পোল্যান্ডের দক্ষিণে গহিন এলাকায় লুকিয়ে থাকা একটি খেলার মাঠ। ওপর থেকে সকালের সূর্যের আলোর ঝলকানিতে মাঠের সৌন্দর্য উপচে পড়ছে। এই অঞ্চলটি খনি এবং স্থাপত্যের দৃঢ়তার জন্য পরিচিত। শহরের মধ্যে লুকায়িত বর্ণিল রঙের মাঠটি আলোঝলমলে, দেখলেই মন ভালো হয়ে যায়।
রানার আপ
১৪ শতকের ইতালির একটি গির্জার টাওয়ার ডুবে যাওয়া এক গ্রামের দুঃখের স্মৃতি হিসেবে দাঁড়িয়ে আছে। ১৯৫০ সালে একটি বাঁধ নির্মাণের পর পুরো গ্রামটি তলিয়ে যায়। এতে রেসিয়া নামে পরিচিত একটি হ্রদে সৃষ্টি হয়। চারদিকে পানি, মাঝখানে দাঁড়িয়ে আছে শুধু গির্জার টাওয়ারটি।
খুব প্রসংশিত হয়েছে যে ছবিগুলো
দুবাই, সংযুক্ত আরব আমিরাতের কাছে নির্মিত সারি সারি ভিলা। একই নকশায় বাড়িগুলো দেখতে একই রকম। দুই রং দিয়ে আলাদা করে এলাকা সাজানো। বাড়িগুলোর পাশের রাস্তা আয়তক্ষেত্রের মতো করে বানানো হয়েছে, যেন সহজে ব্যবহার করা যায়।
আনাতোলিয়ায় ঐতিহ্যবাহী কার্পেট শুকানো খুব সাধারণ ঘটনা। তৈরি করার পর ধুয়ে শুকানোর জন্য কার্পেটগুলো খালি মাঠে ছড়িয়ে দেওয়া হয়। কার্পেটগুলো রোদে শুকানো হয়। ড্রোনের সাহায্যে ওপর থেকে দেখলে বড় সুন্দর লাগে।
ঢাকার একটি ঘনবসতিপূর্ণ এলাকা মোহাম্মদপুর বিহারি ক্যাম্প। ঘনবসতির কারণে এখানে সবুজ গাছপালা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এই ছবিতে সবুজ হারিয়ে যাওয়ার ক্ষতির দিকটি স্পষ্ট হয়েছে। নগরায়ণের প্রভাবগুলোর মধ্যে একটি হলো সবুজ এলাকা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাওয়া। গত কয়েক বছর ধরে শহরের বিভিন্ন অংশে সবুজ এলাকা হারিয়ে গেছে। অপরিকল্পিত নগরায়ণের প্রভাব দেখা যাচ্ছে এই ছবিতে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই খাল। সবুজ পানির ওপর দিয়ে পথচারীদের পারাপারের সেতু। সেতুটির বৈশিষ্ট্য হলো, এটির হেলিক্স আকৃতির মোচড়, ডিএনএর কথা মনে করিয়ে দেয়।
এ বছর ফেব্রুয়ারি মাসের ছয় তারিখে দক্ষিণ তুরস্কের হাতায়ে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। একের পর এক ভবন ধ্বসে পড়ে। ভূমিকম্প অন্তত ১০টি প্রদেশকে ক্ষতিগ্রস্থ করে। মারা যায় প্রায় ৫০ হাজার মানুষ।
সূর্যাস্তের সময় সিসিলির সেঞ্চুরিপের ছোট শহর। পাহাড়ের চূড়ায় শহরটি দেখতে অনেকটা মানুষের আকৃতির। এনা প্রদেশ, সিসিলি।
শহরের একটি সাধারণ দিন। ছবিতে উঠে এসেছে আকারের সঙ্গে প্রতিসাম্যের তুলনা। ট্রাকসহ ছোট-বড় যানবাহনগুলোর সঙ্গে একটি জাহাজের তুলনা করতে পারে ছবিটি।
যমুনা নদীর পাশ থেকে দেখা তাজমহল মিশেল ফলজোনের ফটোগ্রাফি ক্যারিয়ারের অন্যতম সেরা সাফল্য। ভোরবেলায় মেঘ আর কুয়াশার স্তর যমুনা নদীকে ঢেকে রেখেছে। এতে তাজমহল পেয়েছে একটি ভাসমান, পরাবাস্তব চেহারা।