রূপকথা তো আমরা সবাই পড়ি। ছোট ছোট গল্পে কাল্পনিক চরিত্র নিয়ে লোককথা থাকে রূপকথায়। বামন, পরী, দৈত্য, মৎস্যকন্যা, কথা বলতে পারা প্রাণী, কাল্পনিক ঘোড়া, ডাইনি, জাদু এসব। তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, রূপকথা বুঝলাম। অরূপকথা কী?
অরূপকথা আদর্শ থেকে প্রকাশিত কিশোর উপন্যাস। দুইভাবে এই নাম এসেছে। এক রূপকথা থেকে। আরেক হলো এই বইয়ের চরিত্র অরূপ। অরূপের গল্প থেকে অরূপকথা।
বইয়ের নাম: অরূপকথা | লেখক: সবাক | প্রকাশক: আদর্শ | পৃষ্ঠা: ১৫১ | দাম: ৩৮০
গল্প শুরু অরূপের বাড়ি থেকে পালানো দিয়ে। ১৭ বছর বয়সী কিশোর অরূপ। কেন বাড়ি থেকে পালালো? বাবা মায়ের সাথে রাগ করে? বইটি বাড়ি থেকে পালানো কিশোরের রহস্য-রোমাঞ্চ অভিযানের গল্প নিয়ে নয়। চারপাশের জগত ছাড়িয়ে কল্পনার গভীরে যাওয়ার গল্প নিয়ে এই বই। অনেকটা পরিচিত জগৎ ছাড়িয়ে কল্পনার রাজ্যে ভ্রমণের জন্য এই বই। ঠিক যেন রূপকথার রাজ্য।
ফ্ল্যাপ থেকে এই ধারণা পাওয়া যায়। এখানে লেখা আছে, ‘ফুলের আহ্বানে সাড়া দিয়ে অরণ্যে মিশে যাওয়া পথ ধরে হাঁটছেন পরান মাঝি। অরণ্যের সবুজ মায়াপথের শেষে বনের ছায়া বনে রইল, বাইরে পানির অভাবে মরে যাওয়া ডাকাতিয়া নদীর বুক পুড়ে যাচ্ছে চৈত্রের করুণ রোদে। মাটির যে অংশের পানি পুরোপুরি শুকিয়ে যায়নি, তার ডান পাশে নলখাগড়ার বন। বন পেরিয়ে খানিক দূরের পচা কচুরিপানায় আড়াল হওয়া পুকুরের পাড় ধরে এগোলে পরপর দুটি চালতা গাছ। চালতা গাছের সামনে এসে একটি পথ কোনাকুনি দুদিকে চলে গেছে। যে-পথে ঘাসফুল বেশি, পরান মাঝির গন্তব্য সে-পথে।
এদিকে আমিও যেন একটা গঙ্গাফড়িং হয়ে তার কাছে কাছে, তার সাথে সাথে যাচ্ছি সবকিছুর সাক্ষী হওয়ার জন্য।’
বইয়ের ব্লার্বে লেখা আছে, ‘অরূপ চেয়েছিল বাড়ি ছেড়ে পালিয়ে যেতে। তার পরিকল্পনা ছিল সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে যাবে, আর কখনো ফিরে আসবে না। কিন্তু পথে, লোকাল ট্রেনে দেখা হয়ে যায় 'পরান মাঝি' নামক রহস্যময় এক মানুষের সাথে। তারপর দ্রুত পাল্টে যেতে থাকে অরূপের জীবন। একের পর এক ঘটতে থাকে অপ্রাকৃত সব ঘটনা; যার কোনো ব্যাখ্যা সে খুঁজে পায় না।
অরূপের গল্প এখানেই শেষ হয়ে যাবে না। তার জীবনে ঘটে যাওয়া আশ্চর্য সব ঘটনাও জানা যাবে পর্যায়ক্রমে।’
অরূপকথার লেখক সবাক লেখালিখি শুরু করেন স্কুলজীবন থেকে। কলেজে পড়ার সময় স্থানীয় পত্রিকায় ফিচার লিখে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত হন। সম্পাদনা করেন কিছুদিন। ২০০৮ সাল থেকে নিয়মিত ব্লগ লিখেছেন। সবাকের লেখা অরূপকথা তাঁর প্রথম কিশোর উপন্যাস।
বইটি পাওয়া যাবে বইমেলায় আদর্শের স্টলে। এছাড়া অনলাইন বই বিক্রয়ের প্লাটফর্মেও মিলবে এই বই।