কার্টুন-কমিকসে মানবদেহের পরিচয়

হিউম্যান বডি থিয়েটারছবি: কিশোর আলো
বইয়ের নাম: রঙে রঙে মানবদেহ: হিউম্যান বডি থিয়েটার| লেখক: মারিস উইকস| রূপান্তর: ডা. রুকাইয়া সুলতানা মনি ও ইশতিয়াক হোসেন চৌধুরী| মূল্য: ৫৩৫ টাকা| পৃষ্ঠা ১৩৬| প্রকাশক: অন্বেষা

আমাদের দেহের ভেতরটা ঠিক কীরকম, কার্টুন আর কমিকসের মাধ্যমে সেটা যদি সহজেই জানা যায়, তবে ক্ষতি কী? মানবদেহের গঠন আর কার্যকলাপকে কমিকসের মাধ্যমে তুলে এনেছে 'হিউম্যান বডি থিয়েটার' নামে একটই বই। অমর একুশে গ্রন্থমেলায় অন্বেষা প্রকাশনী থেকে তোমাদের জন্য অনুবাদ করা হয়েছে। বইটিতে মানবদেহ নিয়ে তোমার মনে যত প্রশ্ন আসতে পারে, তার সব উত্তর এখানে আছে।

তোমার মাথায় যদি প্রশ্ন আসে, মানুষের শরীরের সবচেয়ে বড় হাড়ের নাম কী, সবচেয়ে ছোট হাড়-ই বা কোনটি? আমরা দিনে কতবার শ্বাস-প্রশ্বাস নেই? হৃৎপিণ্ডের ভেতর কীভাবে সৃষ্টি হয় স্পন্দন? মজায় মজায় এ প্রশ্নগুলোর উত্তর তুমি পাবে এই বইয়ে। আর কমিকস পড়তে কে না ভালোবাসে?

বইয়ের লেখক মারিস উইকস। 'হিউম্যান বডি থিয়েটার' নামের এই বইটি একটু আলাদা বলা চলে। মানবদেহকে নতুনভাবে দেখতে সাহায্য করবে এই বই। দেহের কলকব্জার পেছনের বিজ্ঞানটুকু বুঝতে পারবে। এখানে খটমটে বিজ্ঞানের তাত্ত্বিক আলোচনা নেই, বরং রূপক থিয়েটারের মাধ্যমে, মানে নাটকের মাধ্যমে মানবদেহের অভ্যন্তরীণ অঙ্গগুলোর কার্যক্রম দেখানো হয়েছে। লেখক মানবদেহকে একটি নাট্যমঞ্চের সঙ্গে তুলনা করেছেন। এখানে দেহের প্রতিটি অঙ্গ ও কোষ যেন একএকটি চরিত্র। সবারই নিজস্ব ভূমিকা আর দায়িত্ব আছে। এই অঙ্গগুলোর সম্মিলিত কার্যকলাপের ফলে আমরা জীবনযাপন করতে পারি।

সহজ ভাষায় বললে, ছবি দিয়ে নাটকীয়ভাবে মানবদেহের বিভিন্ন প্রক্রিয়াকে এই কমিকসে তুলে আনা হয়েছে। তোমাকে সহজভাবে মানবদেহের সঙ্গে পরিচিত করিয়ে দেবে এটি।

জীববিজ্ঞানের প্রতি ভালোবাসা তৈরি করবে এই বই। পরীক্ষার জন্য জীববিজ্ঞান মুখস্থ করতে হবে না, আনন্দেই মানবদেহের বিজ্ঞান নিয়ে তুমি এই বইটি থেকে জানতে পারবে।

বইটিকে সহজ বাংলায় রূপান্তর করেছেন ডা. রুকাইয়া সুলতানা মনি এবং ইশতিয়াক হোসেন চৌধুরী। 

আরও পড়ুন