২০২৩ সালের আলোচিত যত ঘটনা

শেষ হল ২০২৩ সাল। বছরজুড়ে অনেক ঘটনাই আলোচনার জন্ম দিয়েছে। অনেক মানুষকে ছুঁয়ে যাওয়া এমন কতগুলো ঘটনা কিশোর আলোর পাঠকের জন্য তুলে ধরা হল।

কৃত্রিম বুদ্ধিমত্তার জয়জকার

বছরজুড়েই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি রাজত্ব করেছে প্রযুক্তিবিশ্বে
রয়টার্স

বছরজুড়ে আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা। চায়ের আড্ডা থেকে শুরু করে সবখানেই নতুন এই প্রযুক্তি নিয়ে আলোচনা হয়েছে। কেউ এর পক্ষে বলেছেন, কেউ বলেছেন ঝুঁকির কথা। গুগলে সার্চ করে তথ্য খুঁজে বের করার অভ্যাসের সঙ্গে নতুন যোগ হয়েছে চ্যাটজিপিটির সঙ্গে আলাপ আর প্রশ্ন করা। বিস্তারিত জানতে নিচের দুইটি লেখা পড়তে পারো। প্রথম লেখায় বিস্তারিত এসেছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মানুষের সম্পর্ক কী। কীভাবে আমাদের জীবন প্রভাবিত করবে। দ্বিতীয় লেখায় আছে এর ঝুঁকি কতটুকু। কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানব সভ্যতা দখল করে নেবে?

টুইটার থেকে এক্স

ইলন মাস্ক
ছবি: এএফপি

সময়ের আলোচিত ধনকুবের ইলন মাস্ক সপ্তাহে কাজ করেন ১০০ ঘণ্টার বেশি। তিনি সব সময়ই আলোচনায় থাকছেন। বিশ্বের সবচেয়ে ধনী এই লোক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নেন। এই নিয়ে বেশ হইচই লেগে গিয়েছিল এই বছর। টুইটার কেনার পর বাথরুমের সিংক হাতে নিয়ে তিনি হাজির হয়েছিলেন টুইটারের দপ্তরে। এর পর একের পর এক ঘটনা ঘটাচ্ছেন আর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোয় শিরোনাম হচ্ছেন ইলন মাস্ক। টুইটারের নাম বদলে রেখেছেন এক্স। তাঁকে নিয়ে আলোচনা যেন থামছেই না। সাইবারট্রাক থেকে শুরু করে বাংলাদেশে মাস্কের ইন্টারনেট সেবা আনার আলোচনা চলছে। বিস্তারিত জানা যাবে এই লেখায়

ইসরায়েল-গাজা যুদ্ধ

হাসামের হামলার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইসরায়েল। বিমান ও স্থল অভিযান চালিয়ে গাজার একাংশকে ধ্বংসস্তূপে পরিণত করেছ।

৭ অক্টোবর থেকে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় হামলা শুরু করে। এই হামলায় ৩০ ডিসেম্বর পর্যন্ত ২১ হাজার ৬৭২ জন ফিলিস্তিনি মারা গেছেন। আহত হয়েছে ৫৬ হাজারের বেশি। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলায় নিহত হয়েছেন ১ হাজারের ১৩৯ জন ইসরায়েলি। আহত হয়েছেন ৮ হাজার ৭০০ জনের বেশি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধ শুরুর ঘোষণা দেওয়ার পর কিশোর আলোতে এই নিয়ে লেখা প্রকাশিত হয়। এই লিংক থেকে বিস্তারিত জানা যাবে

ইতিহাসে সবচেয়ে উত্তপ্ত গ্রীষ্মকাল

শিল্পীর কল্পনায় সূর্য ও বিভিন্ন গ্রহ

১৯১৩ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে ৫৬ দশমিক ৬৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এবার বছরজুড়ে উষ্ণতম তাপমাত্রার রেকর্ড একে একে ভেঙে গেছে। পৃথিবী উত্তপ্ত হয়ে উঠছে। জলবায়ু বিজ্ঞানীদের মতে, গ্রিনহাউস গ্যাস নির্গমন যদি বর্তমান গতিতে চলতে থাকে, তবে রেকর্ড ভাঙতেই থাকবে।

জ্বালানি পোড়ালে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়। গ্রিনহাউসের প্রভাবে পৃথিবীপৃষ্ঠ ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। বর্তমানে জলবায়ু দ্রুত পরিবর্তিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে চাইলে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমাতে হবে। বিস্তারিত এই লেখায়

বিশ্ব জলবায়ু সম্মেলন নিয়ে সমালোচনা

সুলতান আল-জাবের
ছবি: সিএনএন

বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ) জাতিসংঘের জলবায়ুবিষয়ক বৈশ্বিক সম্মেলন। জলবায়ু পরিবর্তনের প্রভাব কীভাবে কমিয়ে আনা যায়, তা নিয়ে আলোচনা করা হয় এতে। জাতিসংঘের নেতৃত্বে রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকেন। এবারে আরব আমিরাতের দুবাইয়ে ২৮তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলেছে এবারের সম্মেলন। নেওয়া হয়েছে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কিছু সমালোচনাও শোনা গেছে।

সংযুক্ত আরব আমিরাত বিশ্বের শীর্ষ ১০ তেল উৎপাদনকারী দেশের একটি। রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানির প্রধান নির্বাহী সুলতান আল-জাবের এবারের সম্মেলনে সভাপতিত্ব করেন। সুলতান আল-জাবেরকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া নিয়ে অবশ্য প্রচুর সমালোচনা হয়েছে। আরব আমিরাতের এই রাষ্ট্রীয় তেল কোম্পানিটি এই দশকে উৎপাদন বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিবিসিতে ফাঁস হওয়া নথি থেকে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাত নতুন তেল ও গ্যাস চুক্তিতে বাধা দেওয়ার জন্য এই সম্মেলনের সভাপতি হিসেবে তাঁকে কাজে লাগানোর পরিকল্পনা করেছে। তিনি অবশ্য বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান মাসদারের চেয়ারম্যান হিসেবে তিনি বায়ু ও সৌরশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির সম্প্রসারণ দেখাশোনা করছেন। বিস্তারিত জানা যাবে এখানে

রাজা চার্লসের অভিষেক

রাজা তৃতীয় চার্লস মুকুট পরার পর বাকি আনুষ্ঠানিকতায় যোগ দেন
ছবি: এএফপি

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের রাজা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজা তৃতীয় চার্লস। ৭৩ বছর বয়সে রাজা হন তিনি। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ব্রিটেনের রাজা হিসেবে যাত্রা শুরু হয়েছে তৃতীয় চার্লসের। অনুষ্ঠানের মধ্য দিয়ে যুক্তরাজ্য এবং অন্যান্য কমনওয়েলথ রাজ্যের রাজা ও রানী হিসেবে চার্লস এবং তাঁর স্ত্রী ক্যামিলার অভিষেক হয়। ৬ মে শনিবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত আয়োজনটি আলোচনার জন্ম দেয়। চার্লস তাঁর মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের ৮ সেপ্টেম্বর সিংহাসনে বসেন।

রাজা চার্লস বিজ্ঞানমনস্ক। ১৯৬৮ সাল থেকে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব নিয়ে সোচ্চার তিনি। ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তির অন্যতম সমর্থক ছিলেন চার্লস। এ বছর বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছেন। বিস্তারিত

টাইটান সাবমার্সিবল ধ্বংস হলো

‘টাইটান’ সাবমেরিন
ছবি: রয়টার্স

১৬ জুন পোলার প্রিন্স নামের একটি কানাডিয়ান জাহাজ নিউফাউন্ডল্যান্ড থেকে টাইটান সাবমার্সিবল নিয়ে সমুদ্রে রওনা দেয়। ১৮ জুন সকালে অভিযান শুরু হয়। প্রস্তুতি নিয়ে ১০টা ৪৫ মিনিটে ডুব দেয় টাইটান। লক্ষ্য ছিল টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখা। ১ ঘণ্টা ৪৫ মিনিট পর পোলার প্রিন্সের সঙ্গে টাইটানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। মেসেজের মাধ্যমে এই যোগাযোগ করতেন তাঁরা। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ৮ ঘণ্টা পর জানানো হয় কোস্টগার্ডকে। পরদিন শুরু হয় উদ্ধার অভিযান। প্রথমে যাত্রীদের জীবিত উদ্ধারের চেষ্টা চালানো হলেও একসময় জানা যায়, বিস্ফোরণে টাইটান ধ্বংস হয়ে গেছে, কেউই আর বেঁচে নেই।

এই ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। খোঁজ পাওয়ার আগ পর্যন্ত বহু লোক অভিযাত্রীদের জন্য উৎকণ্ঠা প্রকাশ করেন।

টাইটান নিয়ে যা জানা দরকার

টাইটান অভিযাত্রীদের শেষ মুহূর্ত

মেক্সিকোতে এলিয়েনের দেহ প্রদর্শনের দাবি

মেক্সিকোতে এলিয়েন
ছবি: জাকার্তা পোস্ট

মেক্সিকোর গবেষকেরা এলিয়েন খুঁজে পাওয়ার দাবি করেছেন। ১৪ সেপ্টেম্বর মেক্সিকোর পার্লামেন্টে একজন সাংবাদিক ভিনগ্রহের প্রাণী দাবি করে দুটি মমির প্রদর্শনী করেন। যেগুলোর সঙ্গে মানুষের দেহের কোনো মিল নেই। এই দুই দেহাবশেষের হাতে তিনটি করে আঙুল আছে। আর এর মাথাটা দেখতে ই-টি সিনেমার এলিয়েনের মত কিছুটা লম্বাটে। তবে নাসা বলেছে, যে কোনো আবিষ্কার বিজ্ঞানিদের জন্য উন্মুক্ত করা হলে তাঁরা পরীক্ষা-নীরিক্ষা করে দেখেন। কিন্তু নাসার গবেষকরা এলিয়েন খুঁজে পাওয়ার দাবির কথা জেনেছেন টুইটারে। তাঁদের কাছে পরীক্ষার জন্য উন্মুক্ত করা হয়নি।

সন্ধান পাওয়া দুইটি এলিয়েনের দেহের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করে মেক্সিকোর বিজ্ঞানীরা জানিয়েছেন, দুইটি দেহের একটির ভেতরে ডিম বা ডিম্বাণু সদৃশ বস্তুর উপস্থিতি পেয়েছেন এক্স-রের সাহায্যে। মেক্সিকোর নৌবাহিনীর ফরেনসিক চিকিৎসক ডা. জেসুস জালচে বেনিতেজ এলিয়েন দুটির পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তিনি জানিয়েছেন, ‘এই কঙ্কাল দুইটিকে কেউ কৃত্রিমভাবে সংযোজন করেনি। এতে কোনো ধরনের বাড়ানো-কমানো হয়েছে বলে আমরা কোনো প্রমাণ পাইনি।’

মেক্সিকোর পার্লামেন্টে রাজনীতিবিদদের সামনে মমি দুটি উপস্থাপন করেন মেক্সিকান সাংবাদিক জেইমি মওসান। তিনি বলেন, আড়াই-তিন ফুট উচ্চতার কঙ্কালগুলো ২০১৭ সালে পেরুর প্রাচীন কাসকো অঞ্চলের নাজকা লাইনস এলাকা থেকে উদ্ধার করা হয়। মেক্সিকো সরকারের পক্ষ থেকে দুই দেহাবশেষকে মেক্সিকোর অটোনমাস ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে কার্বন ডেটিংয়ের জন্য পাঠানো হয়। তাঁর দাবি, কার্বন ডেটিং করে দেখা গেছে, এই কঙ্কাল দুটি প্রায় এক হাজার বছর পুরনো। এর ৩০ শতাংশ ডিএনএ একেবারেই অপরিচিত। অর্থাৎ পৃথিবীতে এতকাল ধরে যত ধরনের প্রাণী ছিল, তাদের কারও সঙ্গেই এর মিল নেই। এর ভিত্তিতে তাঁরা দাবি করেছেন, এই দুইটি প্রাণী ভিনগ্রহী এলিয়েন।

সাংবাদিক জেইমির দেওয়া তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, ২০১৫ সালে তিনি একইভাবে এলিয়েন পাওয়ার দাবি করেছিলেন। পেরু থেকে পাওয়া একটি নমুনাকে তিনি বহির্জগতের প্রাণী বা এলিয়েন বলে দাবি করেন। পরে পরীক্ষা করে জানা যায়, তা ছিল একটি শিশুর মমি। তাই চট করে ডিম পাড়া এলিয়েন পৃথিবীতে পাওয়া গেছে, বলার সুযোগ নেই।

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে প্রাণহানী

তুরস্কে ভূমিকম্প
এরকিন এরতুরক

৬ ফেব্রুয়ারি ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে তুরস্ক ও সিরিয়ায়। এতে হাজারো মানুষ ভবনের নিচে চাপা পড়েন। অনেকেই স্বজনদের ফিরে পেতে অপেক্ষা করেছেন। চাপা পড়া অনেকেই যোগাযোগ করেছেন, কিন্তু তাঁদের সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

ভূমিকম্পের পর সিরিয়া ও তুরস্কের রাস্তায় স্বজনহারাদের আহাজারি চলছে। এই ভূমিকম্প অনেককে নির্বাক করে দিয়েছে। যেমন তুরস্কের কাহরামানমারাস শহরের মেসুত হানসারের কথাই বলা যেতে পারে। তাঁর একটি ছবি ভাইরাল হয়েছিল। ধ্বংসস্তূপে চাপা পড়েছিল মেসুতের ১৫ বছরের মেয়ে ইরমাক। খোঁজাখুঁজির পর মেয়ের হাতের সন্ধান পেয়েছিলেন মেসুত। মৃত মেয়ের সেই হাত ধরে বসে ছিলেন মেসুত। অসহায় মেসুতের যে আর কিছু করার ছিল না। বিস্তারিত

ভারত চাঁদে গেল

ভারত চাঁদে চন্দ্রযান পাঠিয়েছে।
ছবি : এএফপি

ভারতীয় নভোযান চন্দ্রযান-৩ ইতিহাস গড়েছে। ২৩ জুলাই সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে নভোযানটি। চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে কোনো দেশের নভোযান ‘সফলভাবে’ নামতে পারেনি। এত দিনের অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে ভারত। নভোযানের ভেতরে ছিল একটি ল্যান্ডার ও একটি রোভার। ল্যান্ডারটির নাম বিক্রম ও রোভারের নাম প্রজ্ঞান। মূলত ল্যান্ডার বিক্রম নামে চাঁদের মাটিতে। তারপর ল্যান্ডারের ভেতর থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। এটি আসলে একটি রোবোটিক গাড়ি, যা চাঁদের পৃষ্ঠে ঘুরে ঘুরে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। হাজার হাজার ছবি তুলে পাঠিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে। সেই রোভার ও বিক্রম এখন চাঁদের দক্ষিণ মেরুতে নিশ্চল অবস্থায় পড়ে আছে। এগুলোর আর জেগে ওঠার কোনো সম্ভাবনা নেই। চিরতরে অকেজো হয়ে গেছে বিক্রম ও প্রজ্ঞান।

যেকোনো পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র বানাতে যে খরচ পড়ে, তারচেয়েও কম খরচে চাঁদের দক্ষিণ মেরুতে এই নভোযান পাঠিয়ে দিয়েছে দেশটি! ভারতীয় রুপিতে সংখ্যাটা ৬১৫ কোটি, মার্কিন ডলারে ৭৪.৬ মিলিয়ন।

বিস্তারিত

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়

বিশ্বকাপ ট্রফি হাতে প্যাট কামিন্স, আহমেদাবাদের ফাইনালে

ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের এবারের আসরে আহমেদাবাদের ফাইনালে স্বাগতিক ভারতকে হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা জিতে নেয় প্যাট কামিন্সের দল। এবারের বিশ্বকাপে বাংলাদেশ মোট ৯টি ম্যাচ খেলে, এর মধ্যে মাত্র ২টিতে জয়লাভ করে। এই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ, ৮ ম্যাচে ৩২৮ রান। বিস্তারিত এখানে

বঙ্গবন্ধু টানেল

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল
ছবি: বাসস

চলতি বছরের ২৮ অক্টোবর খরস্রোতা কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। যার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় প্রথম নদীর তলদেশে টানেল যুগে প্রবেশ করে বাংলাদেশ।

দেশে প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন

দ্রুতগতির উড়ালসড়কে (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর। ঢাকা, ২ সেপ্টেম্বর
ছবি: পিআইডি

এ বছরই ঢাকা-কক্সবাজার রেল চলাচল ও পদ্মা রেলসেতুর যাত্রা শুরু হয়। এর পাশাপাশি দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয়। সেই সাথে উত্তরা থেকে সরাসরি মতিঝিল পর্যন্ত মেট্রোরেলও চালু হয়।