ম্যাচবক্সের ভেতরে সারি দিয়ে সাজানো থাকে দেশলাই কাঠি। আগুন জ্বালানোর কাজে আমরা এই কাঠি সচরচার ব্যবহার করি। তব এ দেশলাই কাঠির অন্য ব্যবহারও আছে। যেমন ফরাসি শিল্পী রিচার্ড প্লড ৮ বছর ধরে নিরলস পরিশ্রম করে ৭ লাখ ৬ হাজার ৯০০টি দেশলাই কাঠি ব্যবহার করে তৈরি করেছেন এক আইফেল টাওয়ার। যার উচ্চতা ৭.১৯ মিটার বা ২৩ ফুট। একের পর এক দেশলাই কাঠি আঠা দিয়ে জুড়ে তিনি তৈরি করেছেন এই প্রতিলিপি। প্রায় ২৩ কেজি আঠা ব্যবহার করেছেন রিচার্ড। তাঁর এই সৃষ্টি সবার জন্য অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন, ধৈর্য, পরিশ্রম এবং সৃজনশীলতার দিয়ে অনেক কিছুই অর্জন করা সম্ভব।
দীর্ঘ আট বছর ধরে তিনি নিরলস পরিশ্রম করেছেন, বাধার সম্মুখীন হয়েছেন, কিন্তু হার মানেননি। দিনরাত কাজ করে গেছেন নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য। পরিশ্রমের ফসল পেয়েছেন। তাঁর তৈরি ২৩ ফুট উঁচু আইফেল টাওয়ার সবাইকে বিস্মিত করেছে।
আইফেল টাওয়ার নির্মাণ করেছিলেন বিখ্যাত ফরাসি প্রকৌশলী গুস্তাভ আইফেল। ১৮৮৯ সালে ফ্রান্সে ফরাসি বিপ্লবের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে এই টাওয়ারটি নির্মাণ করা হয়। উচ্চতা ছিল ৩২০ মিটার বা ১০৫০ ফুট। এই টাওয়ার ১৮৮৯ থেকে ১৯২৯ সাল পর্যন্ত পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনা ছিল। আর রিচার্ড প্লড বিখ্যাত ফরাসি প্রকৌশলী গুস্তাভ আইফেলের মৃত্যুর শতবার্ষিকী উপলক্ষে ২৭ ডিসেম্বর জনসম্মুখে নিয়ে আসেন তাঁর নির্মিত দেশলাই কাঠির আইফেল টাওয়ার।
বিভিন্ন গণমাধ্যমে রিচার্ড প্লড দেওয়া বক্তব্য থেকে জানা যায়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাঁর এই শিল্পকর্মকে বিশ্ব রেকর্ডের তালিকা থেকে প্রথমে বাদ করে দেয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কারণ হিসেবে জানায়, ফ্রান্সের ৪৭ বছর বয়সী রিচার্ড প্লড ভুল দেশলাই কাঠি ব্যবহার করেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নিয়ম অনুযায়ী, দেশলাই কাঠি দিয়ে তৈরি মডেল নির্মাণের ক্ষেত্রে সাধারণ বাজার থেকে কেনা দেশলাই কাঠি ব্যবহার করতে হবে। তবে দেশলাই কাঠিতে বারুদ থাকতে পারবে না এবং কাঠিগুলোর আকৃতি কোনোভাবে বিকৃত করা যাবে না।
প্রতিটি দেশলাই কাঠির বারুদ আলাদা করেছিলেন রিচার্ড প্লড। প্রথমে স্বীকৃতি না পেলেও তিনি প্রমাণ করেন, এই শিল্পকর্মটি যথাযথ নিয়ম মেনে তৈরি করা হয়েছে। রিচার্ড প্লডকে ২০২৪ সালের ৭ জানুয়ারি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাদের সর্বোচ্চ সম্মাননা ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস টাইটেল’ প্রদান করে। গিনেস ওয়ার্ল্ডস রেকর্ড হলো রেকর্ডের একটি বার্ষিক প্রকাশনা। এতে মানুষ, প্রাণী, প্রকৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্পকলা, খেলাধুলা, বিনোদন ইত্যাদি ক্ষেত্রে সর্বোচ্চ রেকর্ডগুলো নথিভুক্ত করা হয়। রিচার্ড প্লড ২০২৪ সালের জুলাই মাসে প্যারিসে অনুষ্ঠিত অলিম্পিক গেমসের সময় তাঁর তৈরি দেশলাই কাঠির আইফেল টাওয়ার প্রদর্শন করার আশা করছেন।
ফ্রান্সের রিচার্ড প্লডের আগেও দেশলাই কাঠি দিয়ে তৈরি করা হয়েছে অন্যান্য শিল্পকর্ম। লেবাননের তৌফিক দাহের ২০০৯ সালে ৬০ লাখ দেশলাইয়ের কাঠি ব্যবহার করে আইফেল টাওয়ারের রেপ্লিকা বানিয়েছিলেন। টাওয়ারটির উচ্চতা ছিল ৬.৫৩ মিটার। যা রিচার্ড প্লডের তৈরি টাওয়ারের চেয়ে কিছুটা কম।
আমাদের চারপাশে থাকা সহজ সরঞ্জাম সঠিকভাবে ব্যবহার করেও অসাধারণ কিছু তৈরি করা সম্ভব। রিচার্ড প্লডের শিল্প শুধু তাঁর দক্ষতা এবং সৃজনশীলতার প্রমাণ নয়, বরং আমাদের সবার জন্য অনুপ্রেরণা।