পৃথিবীতে সবচেয়ে ধনী নারী কারা, কত সম্পদ আছে তাঁদের
বিল গেটসের নাম শুনেছ? মাইক্রোসফট করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ছিলেন। কিন্তু তিনি আমাদের কাছে অন্য কারণে বেশি আলোচিত ছিলেন। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন বিল গেটস। ১৯৯৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ২২ বছরের মধ্যে ১৮ বার বিশ্বের সেরা ধনী ব্যক্তি নির্বাচিত হয়েছিলেন। পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদের মালিকদের নিয়ে একটা তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক বিজনেস ম্যাগাজিন ফোর্বস। তবে সবচেয়ে ধনী নিয়ে আলোচনার সময় ধনী পুরুষদের নিয়ে যতটা আলোচনা হয়, সবচেয়ে ধনী নারীদের নিয়ে ততটা আলোচনা কখনো হয় না। তাই আজ তোমাদের জানাতে চলেছি, বিশ্বের সবচেয়ে ধনী পাঁচ নারীর কথা। তালিকাটা সম্প্রতি তৈরি করেছে হাউ স্টাফ ওয়ার্কস।
১. ফ্রাঁসোয়াস বেতনক্যুঁ মেয়ার্স
ফোর্বসের তালিকা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ধনী নারী মেয়ার্স। ২০২৪ সালে টানা তৃতীয়বারের মতো তিনি শীর্ষ ধনী নারী নির্বাচিত হয়েছেন। মেয়ার্স তাঁর মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে এ সম্পদ পেয়েছিলেন। ২০১৭ সালে তাঁর মা মারা গেলে সম্পদের ৩৩ শতাংশ শেয়ারের মালিক হন মেয়ে বেতনক্যুঁ মেয়ার। তাঁর মায়ের সম্পদের পরিমাণ ছিল ৭০ বিলিয়ন ডলার বা ৭ হাজার বিলিয়ন ডলার। তাঁর মা এই সম্পদ পেয়েছিলেন পৃথিবীর সবচেয়ে বড় বিউটি ও প্রসাধনী ব্র্যান্ড ল’রিয়ালের মালিক প্রয়াত লিলিয়ান বেতনক্যুঁর থেকে। তিনি ছিলেন মেয়ার্সের বাবা। বর্তমানে মেয়ার্সের সম্পদের পরিমাণ ৯৫.৪ বিলিয়ন ডলার।
২. এলিস ওয়ালটন
ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটনের একমাত্র মেয়ে এলিস ওয়ালটন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী নারী। তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ ৭২.৩ বিলিয়ন ডলার। ১৯৯২ সালে তাঁর বাবা মারা গেলে তিনি উত্তরাধিকার সূত্রে এ সম্পদ লাভ করেন। বেতনক্যুঁয়ের আগে তিনিই ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী নারী। কোভিডের পরে বৈশ্বিক বাজারে ওয়ালমার্টের শেয়ারের দাম ৩৪ শতাংশ বাড়লেও বেতনক্যুঁয়ের চেয়ে বেশি সম্পদের মালিক হতে পারেননি এলিস।
৩. জুলিয়া কোচ
২০১৯ সালে স্বামী ডেভিড কোচ মারা যাওয়ার পর বিপুল সম্পদের মালিক হন জুলিয়া কোচ। এই সম্পদ তাঁকে বিশ্বের শীর্ষ তৃতীয় ধনী নারীর খেতাব দিয়েছে। তিনি নিউয়র্কের ডেভিড এইচ কোচ সেন্টার ফর ক্যানসার কেয়ারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। পাশাপাশি আরও নানা মানবসেবামূলক কাজের সঙ্গেও তিনি জড়িত আছেন। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ ৬৫.২ বিলিয়ন ডলার।
৪. জ্যাকলিন মার্স
বিশ্বের ২৩তম ধনী ব্যক্তি জ্যাকলিন মার্স শীর্ষ ধনী নারীদের মধ্যে চতুর্থ। চকলেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান মার্সের প্রতিষ্ঠাতা ফ্রাঙ্ক মার্সের নাতনি তিনি। অনেক বছর ধরে এ কোম্পানির পরিচালনা পর্ষদে কাজ করছেন জ্যাকলিন। সেই সঙ্গে নানা সেবামূলক কাজের সঙ্গেও জড়িত আছেন। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ৪৭ বিলিয়ন ডলার।
৫. ম্যাকেঞ্জি স্কট
শীর্ষ পাঁচ ধনী নারীর মধ্যে সম্ভবত ম্যাকেঞ্জি স্কট সবচেয়ে আলোচিত নাম। তিনি আমাজনের প্রতিষ্ঠাতা ও অন্যতম শীর্ষ ধনী জেফ বেজোসের প্রাক্তন স্ত্রী। বেজোসের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার কারণে বিপুল সম্পদের মালিক হন ম্যাকেঞ্জি। এ ছাড়া জনকল্যাণমূলক কাজের কারণেও প্রায়ই তাঁর নাম চোখে পড়ে। তিনি জানিয়েছেন এই বিপুল সম্পদের অর্ধেক তিনি দান করে দেবেন। এখন পর্যন্ত প্রায় বিলিয়ন ডলার অর্থ তিনি দান করেছেন।