৭৪ কোটি টাকায় কেনা কলার শিল্পকর্মটি খেয়ে ফেলেছেন ক্রেতা

‘কমেডিয়ান’ শিল্পকর্মছবি: এপি

একজন ক্রিপ্টোকারেন্সি উদ্যোক্তা গত সপ্তাহে ৭৪ কোটি টাকা দিয়ে একটি অদ্ভুত শিল্পকর্ম কিনেছিলেন। শিল্পকর্মটি হলো, দেয়ালে টেপ দিয়ে আটকানো একটি সাধারণ কলা। গত শুক্রবার হংকংয়ে সেই কলা খেয়ে ফেলেছেন তিনি। চীনে জন্মগ্রহণ করা জাস্টিন সান দ্য পেনিনসুলা হংকং হোটেলে এক প্রেস কনফারেন্সে উপস্থিত হয়ে কলাটি টেপ থেকে খুলে খান।

সান বলেছেন, ‘অন্যান্য কলার চেয়ে এর অনেক ভালো স্বাদ। সত্যিই, বেশ ভালো।’

ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলানের তৈরি ‘কমেডিয়ান’ শিল্পকর্মটি ২০১৯ সালে আর্ট বেসেল মিয়ামি বিচে প্রদর্শিত হওয়ার সময় খুব সাড়া ফেলে। দর্শকেরা ভেবেছিলেন, এটি কি ঠাট্টা নাকি বিতর্কিত শিল্পসংগ্রাহকদের প্রতি কৌতুকপূর্ণ মন্তব্য? একপর্যায়ে আরেকজন শিল্পী দেয়াল থেকে কলাটি খুলে খেয়ে ফেলেন।

এই শিল্পকর্ম এত নজর কাড়ে যে এটি প্রদর্শনী থেকে সরিয়ে নিতে হয়। সে সময় গ্যালারি থেকে জানানো হয়েছিল, এর তিনটি সংস্করণ ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার ডলারের মধ্যে বিক্রি হয়েছে।

গত সপ্তাহে সান নিউইয়র্কে সথেবি’স নিলামের ডাকে বিজয়ী হন। আসলে সান একটি সার্টিফিকেট অব অথেনটিসিটি কিনেছেন। এই সার্টিফিকেটের স্বীকৃতি অনুযায়ী, তিনি দেয়ালে একটি কলা টেপ দিয়ে আটকে সেটিকে ‘কমেডিয়ান’ বলে ডাকতে পারবেন।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, তিনি যে কলাটি শুক্রবার খেয়েছিলেন, সেটি হংকং থেকেই কেনা হয়েছিল।

আরও পড়ুন

গত মঙ্গলবার সান এক্সে ঘোষণা করেন, তিনি ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়ালে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। এটি গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর পরিবারের ক্রিপ্টোকারেন্সির উদ্যোগ হিসেবে চালু হয়েছে।

সান এক্সে এক পোস্টে বলেছেন, তাঁর প্ল্যাটফর্ম ট্রন আমেরিকাকে আবার মহান করার এবং উদ্ভাবনে নেতৃত্ব দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্পের উদ্যোগে বিনিয়োগের পর তিনি ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়ালের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন।

গত বছর সানের বিরুদ্ধে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন জালিয়াতি এবং অন্যান্য সিকিউরিটি আইনের লঙ্ঘনের অভিযোগ করেছিল। এর প্রতিক্রিয়ায় তিনি এক্সে বলেছেন, অভিযোগটি ‘যথেষ্ট ভিত্তিহীন।’

সূত্র: এপি

আরও পড়ুন